ইডেনের দর্শকরাই কেকেআরের অক্সিজেন, সুখবর দিলেন নারিন

আজ ৩১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলের 16 তম এই আসরে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিং। তবে বিগত কয়েক বছর ধরে আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স কোনোভাবেই ছন্দ ফিরে পারছেন না। খুব বাজেভাবে আসর শেষ করতে দেখা গেছে গতবারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল স্পিনার নারিন। সচিন থেকে শুরু করে ভারতীয় কিংবদন্তি দ্রাবিড় পর্যন্ত তার বলে সমস্যায় পড়েনি এমন আভাস পাওয়াটা অনেক মুশকিল এর বিষয়। মাঝে তাকে ওপেনিং ব্যাটসম্যান বানাতে গিয়ে নিজেদের সমস্যা ডেকে এনেছিল কেকেআর। তবে এখন সেসব অতীত। এই কেকেআর দলে ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনের আসল কাজ উইকেট নেওয়া। যতটা সম্ভব বিপক্ষ ব্যাটিং লাইনকে অল্প রানে আটকে রাখা।
বুধবার দুপুরেই কলকাতা থেকে চন্ডিগড় পৌঁছেছে নাইট শিবির। বৃহস্পতিবার অনুশীলন করবে চন্দ্রকান্ত পন্ডিতের দল। শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে নামবে শাহরুখ খানের দল।অনুশীলন ম্যাচে কেকেআরকে ভরসা জাগিয়েছেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা। তবে আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে চিন্তায় নাইট শিবির।
প্রস্তুতি ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ক্যারিবিয়ান সুপারস্টার। শিখর ধাওয়ানদের বিরুদ্ধে প্রথম একাদশ চূড়ান্ত না করলেও টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, প্রথম ম্যাচ থেকেই নারিনকে খেলানো হবে। নারিন জানিয়ে দিয়েছেন ইডেনের দর্শকরাই কেকেআরের শক্তি। তাদেরকেই দ্বাদশ ব্যক্তির কাজ করতে হবে।
আর নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে দেখে খুশি নারিন। কোচের প্ল্যান এবং লক্ষ্য কী সেটা বুঝে নিয়েছেন রহস্য স্পিনার। স্পষ্ট জানাচ্ছেন এবারের দলে ভারসাম্য বেশি। যথেষ্ট গভীরতা আছে। নতুন বিদেশিরা প্রত্যেকেই ভাল। রিংকু সিং যেভাবে উন্নতি করেছেন খুশি নারিন। তার বোলিং পার্টনার হিসেবে বরুণ চক্রবর্তী এবং নবাগত সুয়াস শর্মাকে দেখে ভাল লেগেছে নারিনের।
সেই ২০১৪ সালে দ্বিতীয় এবং শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তারপর থেকে আট বছর কেটে গেছে। প্রতিবার খালি হাতে ফিরতে হয়েছে। বেশ কয়েকবার পারফরমেন্স বলার মতো ছিল না। ক্যারিবিয়ান স্পিনার অবশ্য আশাবাদী এবার কেকেআরের ভাগ্যের চাকা ঘুরবে। তার দেশের পার্টনার আন্দ্রে রাসেল সঠিক সময় জ্বলে উঠবেন নিশ্চিত সুনীল।
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বারবার বমি হচ্ছে, হতে পারে এটি ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’ রোগের লক্ষণ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন