| ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

দেশিদের বাদ দিয়ে পাক বাহিনিতে একঝাঁক দক্ষিণ আফ্রিকান

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ৩১ ১০:১৫:৫৯
দেশিদের বাদ দিয়ে পাক বাহিনিতে একঝাঁক দক্ষিণ আফ্রিকান

পাকিস্তান ক্রিকেট বোর্ডে মিকি আর্থারকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়ার সময়ই জানা গিয়েছিলো, একদল কোচিং স্টাফ নিয়োগ করা হবে তার পরামর্শ মতো। সেই কোচিং স্টাফরাই পরিচালনা করবে বাবর-আফ্রিদির দলকে। এরই মধ্যে দেশটির সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে আওয়াজ উঠেছিলো দেশিদের মধ্য থেকে কোচিং স্টাফ নিয়োগ দেয়ার জন্য। একটা সময় আশা করা হয়েছেইল বিশেষ করে বোলিং কোচ যেন পাকিস্তান থেকেই নিয়োগ দেয়া হয়।

কিন্তু সাবেক এই ক্রিকেটারদের এসব চাওয়াকে উপেক্ষা করে দেশটির ক্রিকেট বোর্ড বিদেশি কোচের ওপরই আস্থা রাখলো। এই কারনে পাকিস্তান ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা থেকেই একঝাঁক কোচ বেছে নিলো। পিসিবি সুত্রে জানা যায় যে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মর্কেলকে। পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলের ব্যাটিং কোচ হচ্ছেন অন্য দক্ষিণ আফ্রিকান অ্যান্ড্রু পুটিক।

দলের সাবেক ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে নিয়োগ দেয়া হয়েছে প্রধান কোচ হিসেবে। সাবেক দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার এখন কোচ হিসেবে রয়েছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারে। ওখান থেকে তিনি আবার পাকিস্তান ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টরও। তার দেয়া অ্যাসাইনমেন্ট অনুসারেই কাজ করবেন গ্র্যান্ড ব্র্যাডবার্ন, মরনে মর্কেল এবং অ্যান্ড্রু পুটিক।

এমনভাবে কোচিং গ্রুপ গঠন করা হয়েছে পাকিস্তানের, যাতে মিকি আর্থার দূর থেকেই টিম ডিরেক্টরের ভূমিকা পালন করতে পারেন। এমনকি পুরোপুরি বিদেশি নির্ভর কোচিং টিম গড়ার ক্ষেত্রেও আর্থার মূল ভূমিকা পালন করেছেন। ক্লাইফ ডিকন ও ড্রিকাস সাইম্যান যথাক্রমে ফিজিও ও স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিজেদের দায়িত্বে বহাল থাকবেন।

মর্কেল এখনই পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। আইপিএলের পরই তিনি পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। আপাতত আগামী দুইমাস তিনি লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকবেন।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নমিবিয়ার কোচিং স্টাফের দায়িত্ব পালন করেছেন মরকেল। দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে তিনি ডারবানস সুপার জায়ান্টস দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবেও দেখা যায় মর্নিকে।

পুটিক আগামী মাসেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালের ভারত সফরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সহকারী কোচ ছিলেন পুটিক।

সাকলায়েন মুস্তাক ও শন টেইটের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে পাকিস্তানের কোনও স্থায়ী কোচ নেই। অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফের অধীনেই পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে। এই সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা।

ক্রিকেট

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের পেছনের কারণ অবশেষে জানালেন পরিচালক আসিফ ...

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

২০২৫ সালের Top End T20 সিরিজ আরও বড় আকারে ফিরছে, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ ...

ফুটবল

বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি

বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে থাকতে নিজের বেতন কমানোর প্রস্তাব দিয়েছিলেন দলের ...

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

জার্মান ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার পল ওয়ান্নারের ভবিষ্যত এখনো অনিশ্চিত অবস্থায় ...

Scroll to top

রে
Close button