আফগানকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে আজকের ম্যাচে মারুফ মৃধাতে শুরুতে এরপর আফগানিস্তানের যুবাদের একাই ধসিয়ে দিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে এই টাইগার বোলার টানা ৬ উইকেট নিয়ে আফগানদের আটকে দিয়েছেন মাত্র ১৪৩ রানে। সহজ লক্ষ্য তাড়ায় জিসান আলমের ঝড় আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এ জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা।
আফগানদের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন আশিকুর রহমান শিবলি। তবে সেটা ধরে রাখতে পারেননি তিনি। ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলে বশির আফগানের বলে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। এদিন তিনে নামা শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন জিসান।
দারুণ ব্যাটিংয়ে ৭ চারে ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। জিসানের ঝড়ো ব্যাটিং থামান খলিল আহমেদ। এরপর আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে টানেন মোহাম্মদ রিজওয়ান। যদিও ২২ রান করে ফিরে যেতে হয় আরিফুলকে। হোতাকের বলে বোল্ড হন তিনি।
হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও সেটা পঞ্চাশ ছোঁয়া হয়নি রিজওয়ানের। কামরানের বলে খলিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৩ রান করা এই ব্যাটার। তবে শিহাব জেমস ও আহরার আমিন মিলে বাংলাদেশের শিরোপা জয় নিশ্চিত করেন।
টস জিতে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেছিল আফগানিস্তানের যুবারা। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান তোলেন হিজবুল্লাহ দোরানি এবং ওয়াফিউল্লাহ তারাখিল। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে তাদের দুজনের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। বাঁহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হিজবুল্লাহ।
পাওয়ার প্লেতে অবশ্য আর কোনো উইকেট হারায়নি আফগানিস্তান। দলের রান পঞ্চাশ পেরোবার পর আউট হয়েছেন ওয়াফিউল্লাহ। ২৭ রান করা আফগান এই ওপেনারকে সাজঘরে ফেরান মাহফুজুর। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়েছেন তিনি। এরপরের গল্পটা কেবল মাহফুজুরকে ঘিরে।
একে একে আউট করেছেন সোহাইল খান, কামরান হোতাক, খালিদ তানিওয়াল, ফারহাদ ওসমানি, ইয়ামা আরবকে। আফগানিস্তানকে ১৪৩ রানে অল আউট করার দিনে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মাহফুজুর। মাঝে রাফি উজ জামান রাফি দুটি, শেখ পারভেজ জীবন এবং মারুফ নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল - ১৪৩/১০ (৩৭ ওভার) (হারুন ৬৫, ওয়াফিউল্লাহ ২৭; মাহফুজুর ৬/২৯)
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল - ১৪৪/৪ (২৩.২ ওভার) (রিজওয়ান ৪৩, জিসান ৩৫; কামরান ২/৩৫)
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বারবার বমি হচ্ছে, হতে পারে এটি ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’ রোগের লক্ষণ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন