| ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ এমন জয়ে মুখ খুললেন সাবেক তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৯ ২২:৫৮:১৩
বাংলাদেশ এমন জয়ে মুখ খুললেন সাবেক তারকা ক্রিকেটার

ঘরের মাঠে গেল কয়েক সপ্তাহা আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে সদ্য আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ডার্ক লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছিল স্বাগতিক টাইগার বাহিনি। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষে দ্বিতীয় টি-২০ তে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে সাকিব-লিটনরা।

আজ ২৯ মার্চ বুধবার সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডর বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলবাংলাদেশ দল। খেলাটি শুরু হাওয়ার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু বৃস্তির কারনে সেই ম্যাচ শুরু হয় ৩.৪০ মিনিটে।

আগেই জানা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের পর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ফলে ম্যাচ শুরু নিয়ে শঙ্কায় পড়ে গেছে দুই দল।

তবে এই ম্যাচে আজকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস হারা। আমার মনে হয় টস হারলে আমরা ফিল্ডিং নিতাম। আমরা আগে ব্যাটিং পেয়ে অবশ্য ভালো হয়েছে। ওপেনিংয়ে লিটন আর রনি যে অ্যাপ্রোটা দেখিয়েছে সেটা দুর্দান্ত। টি-টোয়েন্টিতে এই এপ্রোচ না থাকলে আপনি কোনোভাবেই ভালো করতে পারবেন না। এটা আমাদের করতেই হতো। আমরা হয়ত দেরিতে শুরু করছি। এই অ্যাপ্রোচটা যদি আমরা আরও এক বা দু বছর আগে শুরু করতাম তাহলে এখন আমরা আরও ভালো করতে পারতাম।

ওরা বোলিংটাও এতো ভালো করতে পারেনি। উইকেটটাও আমাদের ফেভারে ছিল। এই এপ্রোচ যদি থাকে ভালো উইকেটে ভালো দলের বিপক্ষেও আমরা বড় বড় ম্যাচ জিততে পারবো। সত্যি কথা কি লিটন এবং রনি খুবই সুন্দর একটা স্টার্ট করেছে আজকে। লিটন খুব উঁচু মানের প্লেয়ার। সে আমাদের ভবিষ্যৎ। সে অনেকদিন থেকেই ভালো করছে। শেষ বিশ্বকাপে সে কিন্তু ভালো করতে পারেনি এতটা। কিন্তু ভারতের সাথে যে ব্যাটিং করেছিল সেটা দেখার মতো ছিল।

ও (লিটন) যদি ফর্মটা ধরে রাখে এবং ধারাবাহিকভাবে যদি রান করে তাহলে দলের জন্য অনেক ভালো হবে। সে দারুণ মানসম্পন্ন প্লেয়ার। আমার মনে হয় বিপিএলের কারণে আমাদের এমন সব পরিবর্তন এসেছে। বিপিএলের মান বাড়ায় সেটা জাতীয় দলে কাজে আসছে। আপনি যদি মাঠের ক্রিকেটের কথা বলেন তাহলে এবারের বিপিএলটা অন্যান্য আসরের তুলনায় ভালো হয়ছে।র একটা কথা না বলে পারছি না বিপিএলের জন্যই কিন্তু আমরা অনেক তরুণ ক্রিকেটার পেয়েছি।

হৃদয়-রনি মতো অনেকেই উঠে এসেছে। এজন্য আমাদের ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দেয়া উচিত, করোনার সময় অনেক দেশেই কিন্তু ক্রিকেট হয়নি। আমরা কিন্তু সে সময় টি-টোয়েন্টি চালিয়ে গিয়েছি, এই ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিয়েছি। এ কারণেই কিন্তু আমাদের ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসছে। সেটা আমাদের জন্য অনেক ভালো ব্যাপার। রনি অনেক ভালো প্লেয়ার। সে আগেও বাংলাদেশ দলে খেলেছে। একাডেমিতে ছিল।

বিপিএলে ভালো করার পর এই সিরিজগুলোতেও ভালো করেছে। বাইরে গিয়ে যদি সে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে সে কিন্তু প্রতিষ্ঠিত ক্রিকেটার হয়ে যাবে। তরুণ দল হওয়ায় সবার সাহস আর আত্মবিশ্বাসটা অন্যরকম। সবাই চাপহীন হয়ে খেলার কারণে আমরা টি-টোয়েন্টিতে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলা শুরু করেছি। দেশের মাটিতে এখন ভালো করছি, আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে কিন্তু ঢাকায় হারিয়েছিলাম।

আমরা দীর্ঘদিন ধরে যে অ্যাপ্রোচটা চাচ্ছিলাম সেটা এখন এসেছে। প্রথম ছয় ওভারে আমাদের যারা ব্যাটিং করবে স্ট্রাইক রেট ১৫০ এর উপরে থাকতে হবে। সে জিনিসটা আমরা এখানে খুঁজে পেয়েছি। ভালো ফিল্ডিং হচ্ছে, রানিং বিটুইন দ্য উইকেটও ভালো হচ্ছে। ধারাবাহিকভাবে আমরা ভালো বোলিংও করছি। আমার মনে হয় এই অ্যাপ্রোচ আর এই পারফর্ম যদি থাকে আমরা অন্য দেশে গিয়েও ভালো ভালো দলকে হারাতে পারবো।

এখন আমাদের দুটি জিনিস দরকার, একজন ভালো লেগ স্পিনার ও আমাদের শেষের ১৫-২০ ওভারে ব্যাটিং করার মতো একজন ভালো হিটার যদি আমরা খুঁজে বের করতে পারি। তাহলে আমি মনে করি ওয়ানডের মতো আমাদের টি-টোয়েন্টি দলও ভালো পর্যায়ে যাবে। পুরো সিরিজ জুড়েই আমরা ভালো খেলেছি। সিরিজটি জিতেও নিয়েছি। হোয়াইটওয়াশ করাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা কয়জন প্লেয়ার বের করে আনতে পেরেছি। কিছু ক্রিকেটারকে সুযোগ দেয়ার এটাই সঠিক সময়।

তরুণ যারা আছে তারা খেললে হয়তো আরেকটু মানিয়ে নেবে। সাকিব আজকেও যেভাবে ব্যাটিং বোলিং করেছে সেটা চমৎকার। যত দিন যাচ্ছে সে তত ভালো খেলছে। ওর যতই প্রশংসা করবো কম হয়ে যাবে। তার অধিনায়কত্ব বলেন, বোলিং-ব্যাটিং সবই কিন্তু চমৎকার। আর টি-টোয়েন্টিতে বড় দল ছোট দল বলে কিছু নেই। যে কেউ ভালো খেললে ম্যাচ জিততে পারে। আমরা যদি এই মানসিকতা নিয়ে খেলি তাহলে যেকোনো দলের সঙ্গেই আমরা জিততে পারবো।

ক্রিকেট

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের পেছনের কারণ অবশেষে জানালেন পরিচালক আসিফ ...

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

২০২৫ সালের Top End T20 সিরিজ আরও বড় আকারে ফিরছে, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ ...

ফুটবল

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের বর্তমান রাজত্ব যদি কারও হাতে থাকে, তবে তা নিঃসন্দেহে লিওনেল স্কালোনির ...

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

জার্মান ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার পল ওয়ান্নারের ভবিষ্যত এখনো অনিশ্চিত অবস্থায় ...

Scroll to top

রে
Close button