| ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

৬৯ বছরের ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ল বেলজিয়াম

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৯ ১০:১৭:১২
৬৯ বছরের ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ল বেলজিয়াম

ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম ইতিহাসের আরেক শক্তিশালী দল জার্মানিকে হারাতে একদম ভুলে গিয়েছিল। এর কারণও কিছুটা সহজেই অনুমান করা যায়। কারণ, বিগত ১৯৫৪ সালের পর থেকে দুই দলের সাক্ষাতে জয়ের দেখাই পাচ্ছিল না শক্তিশালী বেলজিয়ানরা। তবে নতুন অধিনায়ক কেভিন ডি ব্রুইনার নৈপুণ্যে অবশেষে অজেয় বাঁধা টপকালো দলটি।

বিগত ৬৯ বছরের ইতিহাস ভেঙে এক সময়ের বিশ্বকাপ জয়ী জার্মানদের বিপক্ষে জয় তুলে নিয়েছে বেলজিয়ানরা। গতকাল ২৮ মার্চ মঙ্গলবার রাতে কোলনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোমাঞ্চে ভরা এক ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে বর্তমানে ফিফার র্যাঙ্কিংয়ের তিন নম্বর থাকা দল বেলজিয়াম।

দুই পরাশক্তির দলের এই ম্যাচের নয় মিনিটের মধ্যেই লিড নিয়ে এগিয়ে যায় বেলজিয়াম। জার্মানির জালে লক্ষ্যভেদ করেন ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকু। আর দুটি গোলেই অবদান রাখেন ডি ব্রুইনা।

যদিও ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান নিকলাস ফুলক্রুগ। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে বেলজিয়ামদের আবারও দুই গোলে লিড এনে দেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডি ব্রুইনা। ম্যাচের শেষ দিকে জার্মানির সার্জ গ্যানাব্রি জাল খুঁজে পেলেও সমতায় ফিরতে ব্যর্থ হয় জার্মানরা।

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে পুরো ম্যাচজুড়েই দাপট দেখায় উভয় দল। প্রথমার্ধে বেলজিয়ামরা আধিপত্য বিরাজ করলে দ্বিতীয়ার্ধে জার্মানদের জয়জয়কার।

ম্যাচে আরও গোল হতে পারতো! কিন্তু গোলপোস্টের ফাঁদে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের প্রথমার্ধে ক্রসবারে লেগে ফিরে আসে লুকাকুর হেড। দ্বিতীয়ার্ধেও পোস্টে লেগে গ্যানাব্রির শট দূরের লক্ষ্যভ্রষ্ট হয়।

পুরো ম্যাচজুড়ে ৫৪ শতাংশ সময় জার্মানরা পায়ে বল রেখেছিল। আর গোলমুখে ১৬টি শট নিয়েও চারটি শট লক্ষ্যের দেখা পেয়েছিল। অন্যদিকে বেলজিয়ানদের সাতটি শটের মধ্যে চারটিই গোলে লক্ষ্যে ছিল।

কাতার বিশ্বকাপে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও বেলজিয়াম খুব একটা ভালো সময় কাটায়নি। আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল দল দুটি। নতুন কোচ দমেনিকো তেদেসকোর অধীনে বিশ্বকাপ বিরতি শেষে সেই বাধা সামলে উঠছে বেলজিয়ানরা। আগের ম্যাচে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ৩-০ গোলে সুইডেনকে উড়িয়ে দিয়েছিল সোনালি প্রজন্মের দলটি।

অন্যদিকে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে ধারাবাহিকতার খোঁজে রয়েছে জার্মানরা। শনিবার (২৫ মার্চ) ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে জার্মানি।

ক্রিকেট

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের পেছনের কারণ অবশেষে জানালেন পরিচালক আসিফ ...

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

২০২৫ সালের Top End T20 সিরিজ আরও বড় আকারে ফিরছে, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ ...

ফুটবল

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের বর্তমান রাজত্ব যদি কারও হাতে থাকে, তবে তা নিঃসন্দেহে লিওনেল স্কালোনির ...

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

জার্মান ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার পল ওয়ান্নারের ভবিষ্যত এখনো অনিশ্চিত অবস্থায় ...

Scroll to top

রে
Close button