| ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে দুঃসংবাদের আভাস দিলেন হার্শা ভোগলে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৮ ১২:০৫:৩৬
আইপিএলে মুস্তাফিজকে নিয়ে দুঃসংবাদের আভাস দিলেন হার্শা ভোগলে

বাংলাদেশ জাতীয় টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও দেশের অন্নতমসেরা ওপেনার লিটন দাসদের আইপিএলে শুরু থেকে খেলতে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তি থাকলেও মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন আসরের শুরু থেকেই।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলতি টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ৩১ মার্চ। অন্যদিকে বাঙ্গালদেশ ক্রিকেটে ৪ এপ্রিল থেকে মাঠে গড়াবে এআইরিশদের বিপক্ষে কমাত্র টেস্ট। সেই টেস্টের দলে থাকাতেই সাকিব-লিটনকে নিয়ে বোর্ডের টানাপোড়েন। আপাতত টেস্ট দলের বাইরে থাকায় শুরু থেকেই আইপিএলে মুস্তাফিজকে পাবে তার দল দিল্লি ক্যাপিটালস।

তবে আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে এবারের ক্রিকেট বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি ঘরোয়া শোর আইপিএল। ১ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দিল্লি। ৩১ মার্চ টি-২০ শেষ করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেস বোলার মুস্তাফিজ। ১ তারিখ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। প্রশ্ন হচ্ছে আসরের শুরু থেকে একাদশে জায়গা পাবেন কি না কাটার মাস্টার?

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলে মনে করছেন, দিল্লির একাদশে মুস্তফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজে গতকাল রোববার (২৬ মার্চ) দিল্লির সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলেন হার্শা ভোগলে। সেখানে তার ভাবনা অনুযায়ী মুস্তাফিজ দিল্লির পছন্দের তালিকায় থাকা সপ্তম বিদেশি ক্রিকেটার। যেখানে একাদশে খেলতে পারে চারজন বিদেশি।

ভারতীয় এই ধারাভাষ্যকার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘বোলিংয়ে শুরুর একাদশে বিদেশি পেসার হিসেবে মুস্তাফিজের প্রতিযোগিতাটা দুই দক্ষিণ আফ্রিকান আইনরিখ নরকিয়া ও এনগিডি লুঙ্গীর সঙ্গে। আর বাকি দুইজনের একজন পন্থের পরিবর্তে দিল্লির অধিনায়কত্ব সামলাতে যাওয়া অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। দলে অলরাউন্ডার ও বাকি বিদেশি হিসেবে খেলার সম্ভাবনা বেশি রয়েছে আরেক অসি তারকা মিচেল মার্শের। যিনি ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে বোলিংয়েও অবদান রাখতে পারেন।’

সেই হিসেবে একাদশে মুস্তাফিজের সম্ভাবনা কম দেখছেন হার্শা। তবে, এসবই সম্ভাবনার কথা। মাঠের ক্রিকেটে সবার সব দিন সমান যায় না।

তাছাড়া, সানরাইজার্স হায়দ্রাবাদে মুস্তাফিজকে কাছ থেকে দেখেছিলেন ডেভিড ওয়ার্নার। ভালো করেই জানেন তার শক্তি-সামর্থ্য সম্পর্কে। গত মৌসুমেও খেলেছেন একসঙ্গে। তাই, হার্শা ভোগলের কথায় বাংলাদেশি ভক্তদের নিরাশ হওয়ার কিছু নেই। ক্রিকেট মানেই তো সমীকরণ উল্টে দিতে পারে যেকোনো সময়।

ক্রিকেট

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের পেছনের কারণ অবশেষে জানালেন পরিচালক আসিফ ...

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

২০২৫ সালের Top End T20 সিরিজ আরও বড় আকারে ফিরছে, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ ...

ফুটবল

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের বর্তমান রাজত্ব যদি কারও হাতে থাকে, তবে তা নিঃসন্দেহে লিওনেল স্কালোনির ...

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

জার্মান ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার পল ওয়ান্নারের ভবিষ্যত এখনো অনিশ্চিত অবস্থায় ...

Scroll to top

রে
Close button