| ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

'আরো ভালো করুক, দশ উইকেট করে নিক, আমি চাই'

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৭ ২২:২৯:৩১
'আরো ভালো করুক, দশ উইকেট করে নিক, আমি চাই'

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই সফরের ওয়ানডে সিরিজ। এই ওয়ানডে সিরিজে বাংলাদেশে দারুন ভাবে জয় লাভ করে সফরকারীদের বিপক্ষে। এখন টাইগারদের মিশন টি-টোয়েন্টি সিরিজ।

আজ ২৭ মার্চ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছিল। এই ম্যাচে ২২ রানের বিশাল জয় পান বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো চলতি টি-২০ সিরিজেও জয় দিয়ে শুরু করেছে অধিনায়কের সাকিবের বাংলাদেশ দল। আজ ২৭ মার্চ সোমবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯.২ ওভারে ২০৭ রান সংগ্রহ করেন। পরে বৃষ্টি আইনে ৮ ওভারে টার্গেট হয় ১০৮ রান। শেষ মেশ ২২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। ম্যাচে আইরিশ ব্যাটারদের বল হাতে বেশ ভুগিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

অবশ্য সাম্প্রতিক সময়ে শুধু তাসকিন নন বাকি পেসাররাও দুর্দান্ত ছন্দে আছেন। ধারাবাহিক পারফর্মারদের এই তালিকায় আছেন হাসান মাহমুদও। তাসকিনের দাবি, দলের বাকিরা পেসাররা ভালো করলেও খুশি হন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় হাসানের বোলিং নিয়ে। সঙ্গে সঙ্গে তাসকিন জানালেন আমি চাই সে দশ উইকেট শিকার করুক।

তাসকিন বলেন, 'আরো ভালো করুক, দশ উইকেট করে নিক, আমি চাই। কারণ আমি তো আগেই বললাম আমরা পাঁচজনই ভাই। সবাই যত ভালো করবে প্রতিপক্ষ দল তত প্রেশার ফিল করবে। ওরা আমার প্রতিদ্বন্দ্বী নয়, আমি আমার প্রতিদ্বন্দ্বী। আমি চাইব সবাই মিলে ভালো করতে। তাহলে বিশ্বক্রিকেট জানবে, বাংলাদেশের পেস বোলাররা উন্নতি করতেছে।'

হাসানের প্রসঙ্গে তাসকিন আরো বলেন, 'কারণ ও (হাসান) দশ উইকেট নিলে তো আমার ক্ষতি নেই বা উন্নতি নেই। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে আমার সেরা রেকর্ডটা ভেঙে আবার গড়তে চাই।'

ক্রিকেট

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের পেছনের কারণ অবশেষে জানালেন পরিচালক আসিফ ...

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু

২০২৫ সালের Top End T20 সিরিজ আরও বড় আকারে ফিরছে, যেখানে মোট ১১টি দল অংশগ্রহণ ...

ফুটবল

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ফুটবলের বর্তমান রাজত্ব যদি কারও হাতে থাকে, তবে তা নিঃসন্দেহে লিওনেল স্কালোনির ...

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

বায়ার্ন ছাড়তে পারেন ওয়ান্নার? গ্লাডবাখের নতুন ছক ফাঁস

জার্মান ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার পল ওয়ান্নারের ভবিষ্যত এখনো অনিশ্চিত অবস্থায় ...

Scroll to top

রে
Close button