রাজ্জাকের রেকর্ড ভেঙ্গে অবিশ্বাস্য নতুন এক রেকর্ড গড়লেন মাশরাফি

জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় দলের সাবেক দলপতি মাশরাফি মর্তুজা এখনও মাঠে নামলে পুরনো ছন্দ ফুটিয়ে তোলেন। এ যেন অন্যরকম মাশরাফি। সর্বশেষ বিপিএলেও তিনি বোলিং করেছিলেন টি-২০র সঙ্গে মানানসই। এবার বুড়ো হাড়েও তিনি চলমান বাংলাদেশের অন্যতম ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) ম্যাচে ভেলকি দেখিয়েছেন। তার পাঁচ উইকেট শিকারে প্রতিপক্ষ মোহামেডান মাত্র ৮০ গুটিয়ে গেছে।
আজ ২৭ মার্চ সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিনি নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ইনিংসের ৮.৪ ওভারে ১৭ তিনি নিয়েছেন ৫ উইকেট। একইসঙ্গে ৩ ওভার মেইডেনও পেয়েছেন।
আগে ব্যাট করতে নেমে স্বল্প পুঁজির মোহামেডানের হয়ে বলার মতো ইনিংস খেলেছেন বাংলাদেশের এক সময়কার অন্নরম সেরা ওপেনার সৌম্য সরকার। বাঁ-হাতি এই ব্যাটার করেছেন ২৬ বল খেলে ৪১ রান। টানা রানখরার পর তিনি রানে ফিরলেও, আসরের অন্যতম শক্তিশালী দল মোহামেডানের আর কেউ আশানুরূপ ব্যাট করতে পারেননি। ফলে জয়ের জন্য রূপগঞ্জের প্রয়োজন মোটে ৮১ রান।
চলমান ডিপিএলে দারুণ ছন্দে রয়েছে মাশরাফির রূপগঞ্জ। টানা চার ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান ইন ব্লুজরা। অন্যদিকে লিগ টেবিলেও মোহামেডানের অবস্থা শোচনীয়। আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তারা কোনো জয়ের দেখা পায়নি। বৃষ্টিতে এক ম্যাচ ভেসে যাওয়ার পাশাপাশি হারের মুখ দেখেছে বাকি তিনটিতেই।
রাজ্জাকের একটি রেকর্ড অবশ্য এখনও তাড়া করছেন মাশরাফি। এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৯ বার ৫ উইকেট রাজ্জাকের। মাশরাফির হলো এখন ৭ বার।
বোলিং ফিগার ৮.৪-৩-১৭-৫।
মোহামেডান অলআউট ৮০ রানে। লেজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় স্রেফ ৮ ওভারেই।
মাশরাফির সবশেষ ৫ উইকেট ছিল ২০১৯ সালের মার্চে। প্রিমিয়ার লিগের ম্যাচেই আবাহনী লিমিটেডের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন ৪৬ রানে। এর আগের বছর আবাহনীর হয়েই অগ্রণী ব্যাংকর বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেটের পথে টানা চার বলে নিয়েছিলেন উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে যে কীর্তি নেই আর কারও।
প্রিমিয়ার লিগের গত আসরে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মাশরাফি। এবার ১১ উইকেট হয়ে গেল ৪ ম্যাচেই। এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- পদত্যাগ সময় ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা, জানালেন : অর্থ উপদেষ্টা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- আপনার ট্যাক্স ফাইল কি অডিটে? দেখুন এনবিআরের নতুন তালিকা
- ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- আজ আকাশে উল্কাবৃষ্টি হবে: বাংলাদেশ থেকে দেখার সেরা সময় ও স্থান
- ওভারটেক করতে গিয়ে বাস উল্টে পুকুরে, আহতের সংখ্যা প্রকাশ
- লাফিয়ে লাফিয়ে বেড়ে গেলো পেয়াজের দাম
- বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি
- চরম দু:সংবাদ : কুয়েতে ১০ প্রবাসী নিহত
- বেড়ে গেলো আজকের ওমান রিয়াল রেট, জেনেনিন আজকের রেট
- Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৩/৮/২০২৫ তারিখ