ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল চলতি এই আসরে টানা দুই হার দিয়ে যাত্রা শুরু করে। তবে সুখবর হল তৃতীয় ম্যাচে এসে ব্যর্থতার সেই বৃত্ত ভেঙেছে টাইগার যুবরা। বাংলাদেশের এই জয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামিকাল ২৬ মার্চ রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে খেলতে ওই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের।
দুবাইয়ের আবু ধাবির টলেরেন্স ওভালে গতকাল ২৪ মার্চ শুক্রবার দিবা-রাত্রির ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানে জিতেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফিরতি দেখায় ২৯২ রান তাড়ায় আফগানরা থামে ২৪১ রানে।
এই দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ যুবারা। তিন নম্বরে নেমে পাল্টা আক্রমণ চালান জিসান আলম। তবে ঝড়ো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৭ চারে স্রেফ ২২ বলে ৩৮ রান করে ফেরেন এই তাইগার যুবা তারকা।
চতুর্থ উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন আহরার ও আরিফুল। যুব ক্রিকেটে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ড এটি। যে কোনো উইকেটে বাংলাদেশের যুবাদের এর চেয়ে বড় জুটি আছে স্রেফ ৫টি। নোমান মোমান্দের বলে কাহলেল আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আহরার। তিনি ৮ চার ও ১ ছয়ে করেন ১০০ বলে করেন ৮৭ রান।
অধিনায়ক ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আরিফুল। ১২৮ বলে ইনিংসে ৯ চার ও ১টি ছয় মারেন ডানহাতি এই ব্যাটার। শেষ দিকে ২টি করে চার-ছয়ে ১৪ বলে ২৯ রান নিয়ে বাংলাদেশকে ৩০০ রানের কাছাকাছি পৌঁছে দেন মাহফুজুর রহমান রাব্বি।
রান তাড়ায় প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি মারে আফগানিস্তান। ৪ ওভারে করে ফেলে ৩৩ রান। তবে এরপর রানের চাকা টেনে ধরে বাংলাদেশের বোলাররা। পরের ১১ ওভার থেকে আসে সেফ ১৭ রান। ষোড়শ ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন রাফি উজ জামান রাফি। হিজবুল্লাহ দোরানি ফেরেন ৫৬ বলে ৪৩ রান করে।
অপর প্রান্তে দলের অধিনায়ক নোমান শাহ আঘা দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। তবে অন্যদের কাছ থেকে তেমন সমর্থন পাননি। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে জয়ের কাছে যেতে থাকে বাংলাদেশ। সেঞ্চুরির আশা জাগিয়েও তা করতে পারেননি আফগান অধিনায়ক। ৪২তম ওভারে রাফির বলে কট বিহাইন্ড হন তিনি। ৯ চার ও ২ ছয়ে ১০৯ বলে খেলেন ৯৩ রানের ইনিংস।
নোমানের বিদায়ের পর বাংলাদেশের জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। ১১ নম্বরে নামা কাহলেল ২ ছয়ে ৬ বলে ১৪ রান করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। বল হাতে বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রাফি, আরিফুল, শেখ পারভেজ জীবন ও মাহফুজুর রহমান। রোহানাত দৌল্লাহ বর্ষণ ও জিসানের ঝুলিতে জমা পড়ে বাকি ২ উইকেট।
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- পদত্যাগ সময় ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা, জানালেন : অর্থ উপদেষ্টা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- আপনার ট্যাক্স ফাইল কি অডিটে? দেখুন এনবিআরের নতুন তালিকা
- ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি ও ভেন্যু
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- আজ আকাশে উল্কাবৃষ্টি হবে: বাংলাদেশ থেকে দেখার সেরা সময় ও স্থান
- ওভারটেক করতে গিয়ে বাস উল্টে পুকুরে, আহতের সংখ্যা প্রকাশ
- লাফিয়ে লাফিয়ে বেড়ে গেলো পেয়াজের দাম
- বেতন কমিয়েও পিএসজিতে থাকতে চাওয়ায় অপমান! আইনি ব্যবস্থার হুমকি
- চরম দু:সংবাদ : কুয়েতে ১০ প্রবাসী নিহত
- বেড়ে গেলো আজকের ওমান রিয়াল রেট, জেনেনিন আজকের রেট
- Top End T20 Series 2025: সব দল, শিডিউল, লাইভ স্ট্রিমিং ও আরও অনেক কিছু
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৩/৮/২০২৫ তারিখ