| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানকে হারিয়েও যে কারনে খুশি নন আফগান অধিনায়ক রশিদ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৫ ১৫:৫৩:৩০
পাকিস্তানকে হারিয়েও যে কারনে খুশি নন আফগান অধিনায়ক রশিদ

গতকাল ২৪ মার্চ শুক্রবার রাতে শারজাতে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান এবং আফগানিস্তান। ক্রিকেট বিশ্বকে অবাক করে সবাইকে চমকে দিয়ে ম্যাচ পাক বাহিনির বিপক্ষে জিতে নেয় আফগানরা। ৬ উইকেটে জিতে নেয় রশিদ খানের দল আফগানিস্তান।

ক্রিকেট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছে রশিদ-নবীরা। এই দিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯২/৯ রানে শেষ হয় বাবর আজমদের ইনিংস। আর এই রান সহজেই তুলে নেয় রশিদ খানের দল। ১৭.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় আফগান বাহিনি। আর এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল মহম্মদ নবি, মুজিব উর রহমানরা।

পাকিস্তান ক্রিকেট দলকে প্রথমবার হারাতে পেরে খুশি গোটা আফগান ক্রিকেট। একই সঙ্গে খুশি আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খানও। ম্যাচ শেষে এই আফগান স্পিনার রশিদ খান জানান, 'সব ম্যাচ জিতলেই ভালো লাগে। এই ম্যাচ জিতেও ভালো লাগছে। সবচেয়ে বড় বিষয় হল, পাকিস্তানের বিরুদ্ধে এটা আমাদের প্রথম জয়। যদিও কম এই ম্যাচে কম রান হয়েছে। তবুও আমরা জিতেছি। আর এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমাদের হাতে আরও দুটি ম্যাচ রয়েছে। ফলে সিরিজ জিততে হলে আর একটি মাত্র ম্যাচ জিততে হবে। তবে বিপক্ষ দল আমাদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। ফলে খুব একটা সহজ হবে না লড়াইটা। আমরা এই জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করব।'

রশিদ খান আরও বলেন, 'আফগানিস্তানের জার্সি পরে নেমে দলকে নেতৃত্ব দেওয়া সত্যি খুব গর্বের। আরও গর্বের বিষয় হচ্ছে, এই দলকে জেতানো। ফলে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমরা জানতাম না এখানকার পিচের চরিত্র কেমন। তাই প্রথম থেকেই বিপক্ষ দলের খেলাটা লক্ষ্য করি ভালো করে। ওদের খেলা দেখেই পিচের চরিত্র সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়ে যায়। ফলে পরে ব্যাট করায় আমাদের এই ম্য়াচ জিততে সুবিধা হয়েছে। সেই মতো আমরা এই পিচে ব্যাটিং করেছি।'

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসবে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে চান আফগান অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমাদের টপ অর্ডারে আরও উন্নতি করতে হবে। শুধুমাত্র এই সিরিজের জন্য নয়। আমাদের প্রধান টার্গেট বিশ্বকাপ। চলতি বছরের শেষে ভারতের মাটিতে বিশ্বকাপ। আর এখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রতি দিন এবং প্রতি ম্যাচে আমাদের উন্নতি করতে হবে। তাহলেই বিশ্বকাপের আগে আমরা প্রস্তুত হয়ে যাব।' পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ রবিবার শারজাতে। আর এই ম্য়াচ জিততে পারলেই ইতিহাস তৈরি করবে আফগানিস্তান।

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল

বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দলকে ...

প্রথম বা হাতি বোলার হিসেবেটি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব

প্রথম বা হাতি বোলার হিসেবেটি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ ...

ফুটবল

শিরোপাধারী আর্জেন্টিনার নতুন মিশন: যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে মেসির দল

শিরোপাধারী আর্জেন্টিনার নতুন মিশন: যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে মেসির দল

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ক্লাব ফুটবলের জমজমাট মৌসুমের মাঝেই নতুন উচ্ছ্বাসের খবর এলো ফুটবলপ্রেমীদের জন্য। লিওনেল ...

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৩ সেকেন্ড! এর মধ্যেই গোল পেয়ে গেল ব্রাজিলের ক্লাব বোটাফোগো। কোপা ...

Scroll to top

রে
Close button