আইপিএলের শুরুতে তারকা ক্রিকেটারকে পাবে না লক্ষ্ণৌ

হাতেগোনা আর কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল. আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর। নানা দেশের তারকা ক্রিকেটার গুলো মুখিয়ে থাকেন এই আসরে খেলার জন্য। যতটা উত্তেজনা সৃষ্টি করে ঠিক ততটা টাকার ছড়াছড়ি
এই আসরের অন্যতম শক্তিশালী দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেস বোলিং আক্রমণের মূল ভরসা মহসিন খান। আইপিএলের গত আসরে তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই প্লে অফ নিশ্চিত করতে পেরেছিল আসরের নতুন যুক্ত হাওয়া দলটি। এবার ইনজুরি শঙ্কায় তার পুরো আইপিএলের আসরে খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই পেসার বাঁ কাঁধের ইনজুরিতে ভুগছেন। গত বছর অস্ত্রোপচার করে তার কাঁধে জমাট বাধা রক্ত বের করতে হয়েছিল। এ কারণে আইপিএলের গত আসরের পর কোনো প্রতিযোগীতামূলক ম্যাচে বোলিংই করতে পারেননি তিনি।
বোলিং করতে অস্বস্তি হওয়ায় মহসিন গিয়েছিলেন বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমীতে। সেখানেই তার অস্ত্রোপচার হয়েছিল। এই পেসার আইপিএলকে সামনে রেখে বর্তমানে লক্ষ্ণৌয়ের ক্যাম্পে যোগ দিয়েছে। যদিও এখনও বোলিং শুরু করতে পারেননি তিনি।
যদিও নেটে তাকে ব্যাটিং করতে দেখা গেছে। বাঁ কাঁধ এখনও বোলিং করার মতো উপযুক্ত হয়ে উঠেনি বলে জানিয়েছে ক্রিকইনফো। আইপিএলের গত আসরে তৃতীয় হয়ে শেষ করেছিল লক্ষ্ণৌ। আইপিএলের শেষ ভাগে আবারও বোলিংয়ে ফিরতে পারেন মহসিন।
তার বিকল্প হিসেবে গত ডিসেম্বরে নিলাম থেকে লক্ষ্ণৌ দলে ভিড়িয়েছে সৌরাষ্ট্রের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটকে। খেলতে না পারলেও মহসিনকে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্ণৌ। দলের সঙ্গে থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
আইপিএলের গত আসরে পাওয়ার প্লে ও ডেথ ওভারে সমানতালে বোলিং করেছিলেন মহসিন। যদিও গত আসরে শুরুটা ভালো ছিল না তার। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ওভারে ১৮ রান খরচা করে উইকেট শূন্য ছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর দারুণভাবে ফিরে এসেছিলেন মহসিন।
পরের আট ম্যাচে ১২.৭৮ গড়ে নিয়েছিলেন ১৪ উইকেট। সেখানে ওভার প্রতি তিনি খরচা করেছিলেন ৫.৭৭ রান করে। আইপিএলের গত আসরে অন্তত ২০ ওভার করা ৩৩ বোলারদের মধ্যে তার চেয়ে ভালো ইকোনোমি ছিল না আর কোনো বোলারের।
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পাকিস্তান শাহিন ও বাংলাদেশের ম্যাচ
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- একলাফে কমলো পেয়াজের দাম
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- ৭২ ঘণ্টায় ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে ২০ জেলা
- প্রবাসী শ্রমিকদের দারুন সুখবর দিলেন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ! তৌসিফের ভিডিওতে ভয়ের ছড়াছড়ি
- এইমাত্র পাওয়া : চালু হলো ভিসা
- এনসিপি,তে পদত্যাগের হিড়িক, দল ছাড়লেন ২৬ নেতা
- চালু হচ্ছে অটোমেটেড ভূমি সেবা,দুর্নীতি ও ঝামেলার দিন শেষ
- বাংলাদেশী প্রবাসীদের নিয়ে প্রশ্ন উঠলো মালয়েশিয়ার সংসদে
- সৌদিতে কড়া আইন : এবার প্রবাসী কর্মীরা পাবে মুক্তি
- কমলো স্বর্ণের দাম, আজ ১৫/৮/২০২৫ তারিখ, জেনেনিন আজকের দাম
- প্রথম বা হাতি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব