| ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

৫ উইকেট নেওয়ার পরেও প্রতিপক্ষ ব্যাটারদের সম্মান জানালেন হাসান মাহমুদ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৪ ১১:১৮:৫৭
৫ উইকেট নেওয়ার পরেও প্রতিপক্ষ ব্যাটারদের সম্মান জানালেন হাসান মাহমুদ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ ২৩ মার্চ মাঠে নেমেছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। এই ম্যাচে টাইগারদের বোলিং তাণ্ডবে ১০১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডকে ১০১ রানে অলআউট করার মূল সফল্য হচ্ছে বাংলাদেশ প্রেস ইউনিটের। যেখানে স্পিনারদের কোন ভূমিকা ছিল না।

আয়ারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আধিপত্য করেছে বাংলাদেশ পেসাররা। যেখানে দেশ সেরা স্পিনার সাকিব-আল-হাসান বল করার সুযোগ পাননি। অন্যদিকে নাসুম আহমেদ ৩ ওভার বল করে ১১ রান দেন এবং সেখানে কোন উইকেটকে পাননি।

এছাড়া দলের অন্যতম সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ ১ ওভার বল করে ৩ রান দেন। তিনিও কোন উইকেট পাননি। অন্যদিকে পেসারদের মধ্যে হাছান মাহমুদ ৫ উইকেট, তাসকিন আহমেদ ৩ উইকেট এবং এবাদাত ২ উইকেট নিয়ে পুরা আয়ারল্যান্ডকে হতভম্ব করে দেন।

শুধু এই ম্যাচ বিলে কথা নয়, সব সময়ই পেসাররা সব সময়ই একটু খ্যাপাটে হয়। উইকেট পাওয়ার পর তাদের উদযাপন হয় আরও বিধ্বংসী। কিন্তু সব দিক থেকে আলাদা বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। তিনি উইকেট পাওয়ার পর তেমন কোনো উদযাপন করেন না। সতীর্থদের সঙ্গে হাই-ফাইভেই থাকেন সীমাবদ্ধ। কেন?।

ম্যাচ শেষে সেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেছেন, ‘এটা আমার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট। ঘরোয়াতেও আমার কখনো পাঁচ উইকেট পাওয়া হয়নি। সুতরাং সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের যে ফাস্ট বোলাররা আছে, শেষ কয়েক সপ্তাহ ধরে আমরা অনেক পরিশ্রম করছি কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে। ভুলত্রুটি আছে আমাদের সবার, আমরা চেষ্টা করছি দিনের পর দিন নিজেদের আরও ইমপ্রুভ করার।’

এর পরই ব্যতিক্রমী কথাটা বলেছেন হাসান, যা শুনলে ফাস্ট বোলারদের অবাক হওয়ার সীমাটা আর সীমাবদ্ধ থাকবে না। আমরা বরাবর জেনেছি, ফাস্ট বোলাররা বুনো হন। আগ্রাসী হন। সবকিছু ঔদ্ধত্য দিয়ে গুঁড়িয়ে দেন। অথচ হাসান কিনা বলছেন, ‘ব্যাটারকে আউট করার পর সেলিব্রেশনে ওর মন খারাপ হবে তাই করি না (হাসি)।’ সত্যি অবাক করা ব্যাপার। যে ফাস্ট বোলার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০০ উইকেট দখলের স্বপ্ন দেখেন, তার মন এমন কমল। আর সেই কমল মনটা নিয়ে নিখুঁত শৃঙ্খলা নিয়ে বোলিং করেন।

৮.১-১-৩২-৫—এই ফিগার যা বলে তার জীবনদর্শন আরও বড় কিছুর ইঙ্গিত দেয়। দলে হাসান বরাবর নিবেদিত সৈনিক। গতকালও বলেছেন, ‘আমাকে আগে বলা হয়েছিল যে তুমি শেষ ম্যাচে খেলবা নতুন বলে বোলিং করবা। তো আমি ওভাবে প্রস্তুতি নিয়েছিলাম। টি-টোয়েন্টি আলাদা মাইন্ডসেট, ওয়ানডে আলাদা, তো নির্ভর করছে কীভাবে শুরু করছি আমি। আমি চেষ্টা করছি দুই সংস্করণে ফোকাস থাকতে নতুন বলের জন্য। সব মিলিয়ে ভালো হচ্ছে আমার।’ কোচ অ্যালান ডোনাল্ডকে নিয়েও কথা বলেছেন হাসান, ‘বিশেষ করে বলতে গেলে তিনি তার অভিজ্ঞতা, ধারণা শেয়ার করে আমাদের তৈরি করছেন। কীভাবে তিনি সার্ভাইব করেছেন ক্রিকেটে, কী পরিস্থিতি কীভাবে বোলিং করতে হবে এসব শেয়ার করেছেন। স্কিলের ব্যাপার তো তার অসাধারণ।’

তামিমও দারুণ প্রশংসা করেছেন হাসানের। ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘হাসান পাঁচ উইকেট পেল বা এবাদত-তাসকিন চার উইকেট পেল বলে নয়, গোটা সিরিজে তারা যেভাবে বল করেছে—আমি অত্যন্ত খুশি।’ তবে ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে ভোলেননি হাসান, ‘আমরা একটা কথাই বলি, সবাই সবার সেরাটা দিবে। ফিটনেস উন্নতি করতে হবে। বোলিং আরেকটু গোছালো হতে হবে, সেপে আনতে হবে।’

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল

বাংলাদেশের বিপক্ষে রানআউট হয়ে ব্যাট ছুঁড়ে মারলেন পাকিস্তানি ব্যাটার, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দলকে ...

প্রথম বা হাতি বোলার হিসেবেটি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব

প্রথম বা হাতি বোলার হিসেবেটি-২০ ক্রিকেটে ইতিহাস গড়ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ ...

ফুটবল

শিরোপাধারী আর্জেন্টিনার নতুন মিশন: যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে মেসির দল

শিরোপাধারী আর্জেন্টিনার নতুন মিশন: যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে মেসির দল

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ক্লাব ফুটবলের জমজমাট মৌসুমের মাঝেই নতুন উচ্ছ্বাসের খবর এলো ফুটবলপ্রেমীদের জন্য। লিওনেল ...

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৩ সেকেন্ড! এর মধ্যেই গোল পেয়ে গেল ব্রাজিলের ক্লাব বোটাফোগো। কোপা ...

Scroll to top

রে
Close button