সিরিজ় হেরে শীর্ষস্থান হারাল ভারত,দেখে নিন বর্তমান শীর্ষে থাকা দলের নাম

গতকাল ২২ মার্চ অস্ট্রেলিয়ার কাছে লড়াই করে হেরে জান ভারত। অজিদের কাছে এক দিনের সিরিজ়ে হেরে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারাল কোহলি-রহিতদের ভারত। ভারতীয় ক্রিকেট দলকে ২-১ হারিয়ে শীর্ষে উঠে এলেন স্টিভ স্মিথরা। অন্য দিকে ২ নম্বরে নেমে গেলেন ভারত।
গতকাল চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়ার অঘোষিত ফাইনাল ম্যাচের পরেই নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে, শীর্ষে ভারতের বিপক্ষে সিরিজ জয় কারা দল অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৩৯৬৫। রেটিং পয়েন্ট ১১৩। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে টিম ইন্ডিয়া। যদিও রোহিতদের পয়েন্ট অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই বেশি (৫২৯৪)।
তালিকায় তিন নম্বরে রয়েছে অন্যতম শক্তিশালী দল নিউ জ়িল্যান্ড। তাদের পয়েন্ট ৩২২৯। রেটিং পয়েন্ট ১১১। চার নম্বরে থাকা ইংল্যান্ডেরও রেটিং পয়েন্ট ১১১। জস বাটলারদের পয়েন্ট ৩৯৯৮। এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের পয়েন্ট ২৬৪৯। তাদের রেটিং পয়েন্ট ১০৬।
চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরেই নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে, শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৩৯৬৫। রেটিং পয়েন্ট ১১৩। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ভারত। যদিও রোহিতদের পয়েন্ট অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই বেশি (৫২৯৪)।
তালিকায় তিন নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। তাদের পয়েন্ট ৩২২৯। রেটিং পয়েন্ট ১১১। চার নম্বরে থাকা ইংল্যান্ডেরও রেটিং পয়েন্ট ১১১। জস বাটলারদের পয়েন্ট ৩৯৯৮। এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের পয়েন্ট ২৬৪৯। তাদের রেটিং পয়েন্ট ১০৬।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের শুরুটা ভাল করেছিল ভারত। মুম্বইয়ে প্রথম এক দিনের ম্যাচ জিতেছিল তারা। সেই ম্যাচে রোহিত না থাকায় অধিনায়কত্ব করেছিলেন হার্দিক পাণ্ড্য। পরের ম্যাচে সিরিজ়ে ফেরে অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে প্রথম ব্যাট করে মাত্র ১১৭ রান করে ভারত। ১১ ওভারে সেই রান তুলে নেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ১০ উইকেটে ম্যাচ হারে ভারত।
চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে সিরিজ়ের ফয়সালা হওয়ার কথা ছিল। সেখানে প্রথমে ব্যাট করে ২৬৯ রান করে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিল ভারত। অর্ধশতরান করেন বিরাট কোহলি। হার্দিক করেন ৪০ রান। কিন্তু অসি স্পিনারদের দাপটে ২৪৮ রানে অলআউট হয়ে যায় ভারত। ২১ রানে ম্যাচ ও সেই সঙ্গে সিরিজ় জিতে নেয় অস্ট্রেলিয়া।
- এইমাত্র পাওয়া : নতুন ঘোষণা দিলেন সেনা প্রধান
- ওমরা শেষে প্রেমিকের সঙ্গে লাপাত্তা স্ত্রী, হতভম্ব স্বামী
- "বৈধ ভিসা নিয়েও ফিরতে হচ্ছে বাংলাদেশিদের
- শুরু হতে যাচ্ছে বাহরাইন বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন সময়সূচি
- পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে এইমাত্র পাওয়া নতুন খবর
- সামনে এলো শেখ হাসিনা-নানক ফোনালাপ, জাতীয় পার্টিকে নিয়ে যা বললেন
- ডাকসু জিএস প্রার্থী মাহিনের এনসিপি থেকে বহিষ্কার, ফেসবুকে দিলেন বিস্ফোরক মন্তব্য
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৯/৮/২০২৫ তারিখ
- লাইভ করছিলেন বিএনপি নেতা, অত:পর ঘটে গেলো অবিশ্বাস্য ঘটনা
- এশিয়া কাপের দল ঘোষণায় সবাইকে তাক লাগালো ভারত
- ওমানি মুদ্রার আজকের রেট ( ১৯ আগস্ট )
- ওমানে প্রবাসীদের বাসায় হঠাৎ অভিযান
- “দ্য হান্ড্রেডে হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড : দেখেনিন সকল হ্যাটট্রিকের তালিকা
- নেইমারকে ঘিরে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনা: ব্রাজিল স্কোয়াডে বড় প্রত্যাবর্তন
- মধ্যপ্রাচ্যের জেলখানায় প্রতি চার কয়েদির একজন বাংলাদেশি