| ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে শেষ হল মোহামেডান-আবাহনীর ম্যাচ, জেনে নিন ফলাফল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ মার্চ ২২ ১৭:২৫:৪৩
নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে শেষ হল মোহামেডান-আবাহনীর ম্যাচ, জেনে নিন ফলাফল

ম্যাচের শুরুতেই ওপেনারদের উড়ন্ত সূচনায় মোহামেডানের সুযোগ ছিল ৩০০ ছোঁয়ার। তবে ব্যাটারদের ব্যর্থতায় তা শেষ পর্যন্ত গিয়ে থামলে ২৪০'র নীচে। যা কোন ভাবে যথেষ্ট নয়। লক্ষ্যে নেমে উল্টো প্রতিপক্ষকে দিশেহারা করে দিল আবাহনী। ওপেনার নাঈম শেখের অপরাজিত সেঞ্চুরিতে আবাহনী ২৩৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলল ৩৫ ওভারের আগেই। টানা ৩ জয়ে তৃতীয় রাউন্ড শেষ করল মোসাদ্দেক হোসেনের দল।

এদিন ২৩৬ রানের লক্ষ্যে নেমে স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই এনামুল হক বিজয়কে হারিয়ে বসে আবাহনী। ১৮ বলে ১৭ রান করে রুয়েল মিয়াকে উইকেট ছুঁড়ে দেন এই ওপেনার। সঙ্গী হারালেও নাঈম শেখকে সঙ্গে নিয়ে তিনে নামা মাহমুদুল হাসান জয় স্কোরবোর্ডে নিয়মিত রান যোগ করতে থাকেন।

তাদের ব্যাটে দ্রুতই স্কোরবোর্ডে ৫০ রানের পুঁজি পায় আবাহনী। তবে দলীয় ৬৫ রানে ২৪ রানে থাকাকালীন জয়কে বিদায় করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর খানিক পর ভারতীয় ক্রিকেটার বাবা ইন্দ্রজিতও বিদায় নেন ৯ রানে, এনামুল হক জুনিয়রকে উইকেট দিয়ে।

সঙ্গীদের আসা যাওয়ার মাঝে নাঈম শেখ তুলে নেন হাফ সেঞ্চুরি। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান ১৫০'র ঘুরে। আফিফও হাঁটতে থাকেন ৫০'র দিকে। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে সৌম্য সরকারের ওভারে আউট হন আফিফ।

এরপর মোসাদ্দেককে নিয়ে দলকে ২০০'র ঘরে নিয়ে যাওয়ার সঙ্গে সেঞ্চুরি তুলে নেন নাঈম। ৩৫তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই ওপেনার। ৮৬ বলে ১১০ রানের ইনিংস খেলেন নাঈম। মোসাদ্দেক অপরাজিত থাকেন ২৫ রানে।

এদিন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস টস জিতে ব্যাটিং বেছে নিয়ে দলকে শুভ সূচনাও এনে দিয়েছিলেন। প্রথম উইকেটে ইমরুল ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৩৭ রানের বিশাল জুটি গড়ে দেন। দুই ওপেনার পঞ্চাশ পেরিয়ে সাজঘরে ফেরেন।

দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েও দু’জনের কেউই রানের গতি বাড়াতে পারেননি। যখন রান গতি বাড়নোর সময় ঠিক তখনই দু’জন আউট হয়ে যান। ইমরুল ৬৬ (৯৬ বলে) আর অংকন ৭০ রানে (৮৫ বলে) আউট হন অতি অল্প সময়ের ব্যবধানে।

এরপর তিনে নামা নেমে সৌম্য সরকার ৬ বলে ১ রান করে আবাহনী বাঁ-হাতি স্পিনার তানভিরের বলে সুইপ খেলতে গিয়ে ফাইন লেগ আর লং লেগের মাঝামাঝি ক্যাচ দিয়ে ফেরেন। আর সাইফউদ্দিনের বলে ৩ রানে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ।

শুভাগত হোম শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম বলেই। আবাহনী পেসার তানজিম সাকিবের বাউন্সারে পুল করতে গিয়ে ক্যাচ দেন শুভাগত। ঠিক এরপরই ছন্দপতন। পরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের অনুষ্টুপ মজুমদার (৩৩ বলে ৩০) আর আরিফুল হক (৪৮ বলে ৩৭*) প্রাণপন চেষ্টা করে দলকে ২৩০-এর ঘরে পৌঁছে দেন। ৪৫ রানে একাই ৪ উইকেট নেন সাইফউদ্দিন।

মোহামেডান: ২৩৫/৮, ৫০ ওভার (ইমরুল কায়েস ৬৬, মাহিদুল অঙ্কন ৭০) (সাইফউদ্দীন ৪/৪৫, তানভির ২/৩৯, তানজিম হাসান সাকিব ২/৫৪)।

আবাহনী: ২৩৬/৪ ৩৪.৩ ওভার (নাঈম শেখ ১১০*, আফিফ ৪৯) (এনামুল হক জুনিয়র ১/২৬)

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল

ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল

নিজস্ব প্রতিবেদক : শুভমান গিল—ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয়। ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে ফেললেন এই ...

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৩ ওভারে ৬ উইকেট, নাটকীয় ভাবে শেষ হলো ম্যাচ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৩ ওভারে ৬ উইকেট, নাটকীয় ভাবে শেষ হলো ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু বাস্তবে মিললো হঠাৎ ধস আর একতরফা ...

ফুটবল

ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু

ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু

স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই ...

বিশ্বকাপের এক বছর আগেই ‘ফাঁস’ হলো আর্জেন্টিনার নতুন জার্সি

বিশ্বকাপের এক বছর আগেই ‘ফাঁস’ হলো আর্জেন্টিনার নতুন জার্সি

নিজস্ব প্রতিবেদক : ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে বাকি এখনও প্রায় এক বছর। কিন্তু ফুটবল ...



রে