| ঢাকা, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০

কোচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে আসল নতুন চমক

২০২৩ ফেব্রুয়ারি ০৩ ২১:৩০:১৮
কোচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে আসল নতুন চমক

বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্ব পালন করেছেন আর্থার। হেড কোচের ভূমিকা দিয়ে টিম ডিরেক্টর পদে আর্থারকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিসিবি। ডার্বিশায়ারের সঙ্গে চুক্তির কারণে সশরীরে পাকিস্তানে যেতে পারছেন তিনি।

৪০ বছর বয়সী সাবেক পেসার ইয়াসির আরাফাত পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে মূলত বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসির। তবে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

পিসিবির কাছে ইয়াসিরের নাম প্রস্তাব করেছেন আর্থার। পাকিস্তানের হয়ে ২৭ আন্তর্জাতিক ম্যাচে উইকেট শিকার করেছেন ২৯টি। সম্প্রতি পাকিস্তানের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন লেভেল ফোর কোচিং সম্পন্ন করেছেন ইয়াসির আরাফাত।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে