| ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জোড়া পেনাল্টি মিস, ম্যাচ শেষেই মেসি-এমবাপেকে নিয়ে মুখ খুললেন PSG কোচ

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ ফেব্রুয়ারি ০২ ২২:২৫:২৪
জোড়া পেনাল্টি মিস, ম্যাচ শেষেই মেসি-এমবাপেকে নিয়ে মুখ খুললেন PSG কোচ

এমবাপের চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট না। টিভি ক্যামেরায় দেখা গিয়েছে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার সময় বাঁ পায়ের উরু হালকা ম্যাসাজ করতে।

ম্যাচের পরে কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের সম্প্রচারকারী ক্যানাল প্লাস চ্যানেলে বলে যান, “হাঁটুর পিছনে চোট পেয়েছে এমবাপে।” পরে আবার পিএসজি বস বলে দেন, এমবাপের চোট মোটেই গুরুতর নয়। “এটা চোট নাকি কালশিটে দাগ, সেটা আমরা এখনও জানি না। তাছাড়া ওঁর মাসলেও যন্ত্রণা হচ্ছিল। খুব একটা গুরুতর মোটেই মনে হচ্ছে না। আমরা এই নিয়ে খুব একটা বেশি চিন্তিত নই। টানা ম্যাচ খেলতে হবে, তাই ওঁকে নিয়ে আমরা কোনওরকম ঝুঁকি নিচ্ছি না।”

মেসির প্রশংসাও শোনা গিয়েছে গ্যালতিয়েরের গলায়। বলে দিয়েছেন, “আমরা সুসংহতভাবে মাঝমাঠ অপারেট করতে চাইছি। তাই মেসিকে।নির্দিষ্ট জোনে আবদ্ধ রাখার বদলে ফ্রি খেলাতে চাই।নিজের নিয়মিত সেরা ছন্দেই রয়েছে ও। সদ্য বিশ্বকাপ জিতে এসেছে। তাই ক্লান্তি গ্রাস করা স্বাভাবিক। রেইমস ম্যাচ কঠিন ছিল। তবে ও-ও তো মানুষ। লিও, দলের পারফরম্যান্সে আমি খুশি। একটা বোকা বোকা গোল হজম করে সত্ত্বেও আমরা তিনটে গোল দিয়েছি।”

ম্যাচে ৭ মিনিটের মাথাতেই পেনাল্টি পেয়ে যায় পিএসজি। মাঝমাঠে ফ্রিকিক আদায় করে নিয়েছিলেন মেসি। মেসির ফ্রিকিকের সময় রামোসকে বক্সের মধ্যে ফাউল করে বসেন হুলিয়েন।

সেই পেনাল্টি থেকে এমবাপের শট রুখে দেন মন্তেপেঁয়ি গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। তবে সেই শট সেভ করার সময় লেকোমতে নিজের লাইন ছেড়ে বেরিয়ে আসায় পেনাল্টি রি-টেক পায় পিএসজি। তবে দ্বিতীয়বারেও পেনাল্টি মিস করে বসেন এমবাপে। লেকোমতে এমবাপের দ্বিতীয় শটও বাঁচিয়ে দেন। রিবাউন্ড থেকে বল ফের আসে ফরাসি তারকার কাছে। তা সত্ত্বেও জালে জড়াতে পারেননি তিনি। সবমিলিয়ে লিগা ওয়ানে টানা চার ম্যাচে গোল পেলেন না এমবাপে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চতুর্থ ম্যাচে জাসপ্রিত বুমরাহকে খেলানো হবে কি না, ...

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরেছে ...

ফুটবল

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনার জার্সিতে এক দশক পার করে দেওয়া জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান এবার ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button