| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বাজে আম্পায়ারিংয়ের শিকার সাকিব, আউট না হয়েও মাঠ ছাড়তে হয় সাকিবকে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ নভেম্বর ০৬ ১৩:৪৭:৫৯
বাজে আম্পায়ারিংয়ের শিকার সাকিব, আউট না হয়েও মাঠ ছাড়তে হয় সাকিবকে

তবে এখনও পর্যন্ত পাওয়া সব আলোচনার সারাংশ হচ্ছে, টিভি আম্পায়ার লংটন রুসেরি ভুল করেছেন। হয়তো তিনি ভুল করেছেন, নয়তো ইচ্ছা করেই ভুলের ধুয়ো তুলে সাকিব আল হাসানকে আউট দিয়েছেন বড় দলকে ফেবার করার জন্য! সবচেয়ে বড় কথা খুবই বাজে আম্পায়ারিং হলো বাংলাদেশের সঙ্গে।

ফেসবুক, টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা এ নিয়ে। সাকিবকে ভুল করেই আউট দিয়েছেন আম্পায়ার। কারণ বল সাকিবের ব্যাট ছুঁয়ে গিয়েছিল। হক আই ভিউতে যে আলট্রা এজ দেখা গিয়েছিল, সেটা বল ব্যাটকে ছুঁয়ে যাওয়াই প্রমাণ করে।

অথচ থার্ড আম্পায়ার বলছিলেন, সাকিবের ব্যাট মাটিতে স্পর্শ করার সাউন্ডটাই রিপ্লাইতে আল্ট্রা এজ হিসেবে ধরা দিয়েছে। সুতরাং সাকিব আউট। কিন্তু আম্পায়ার যদি ভালো করে খেয়াল করতেন, তাহলে দেখতেন সাকিবের ব্যাট মাটিই স্পর্শ করেনি। আল্ট্রা এজ সাউন্ড যেটা মনিটর হয়েছে, সেটা বল-ব্যাটেরই।

ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া ভালো করে বিষয়টা পর্যবেক্ষণ করে সঙ্গে সঙ্গেই টুইট করেন, ‘সাকিবের ব্যাট কোনোভাবেই মাটি স্পর্শ করেনি। শুধু ব্যাটের ছায়াটা দেখলেই হবে। এখানে ছিল স্পাইক, এখানে বল ব্যাটে লাগাছাড়া আর কিছুই ঘটেনি। বাংলাদেশ আবারও খুবই বাজে আম্পায়ারিংয়ের শিকার হলো।’

শুধু আকাশ চোপড়াই নয়, টুইটারে নানাজন ভিডিও এবং ছবি পোস্ট করে লিখছেন, সাকিব আউট হননি, ব্যাট মাটিতে লাগেনি। বরং বলই ব্যাটে লেগেছে।

বাংলাদেশের ব্যাটিং শেষে পাকিস্তানি বোলার শাদাব খানকে জিজ্ঞাসা করা হয় সাকিবের আউট সম্পর্কে। সাকিবের আউট নিয়ে যে তারও সন্দেহ রয়েছে সেটা শাদাবের কথাতেই স্পষ্ট। তিনি বলেন, ‘যদি আম্পায়ার আউট দেয়, তাহলে তো এটা আউটই!’

বাংলাদেশের ব্যাটিং শেষে পাকিস্তানি বোলার শাদাব খানকে জিজ্ঞাসা করা হয় সাকিবের আউট সম্পর্কে। সাকিবের আউট নিয়ে যে তারও সন্দেহ রয়েছে সেটা শাদাবের কথাতেই স্পষ্ট। তিনি বলেন, ‘যদি আম্পায়ার আউট দেয়, তাহলে তো এটা আউটই!’

সাকিব আল হাসান ওই সময় আউট না হলে যে বাংলাদেশ বড় কিছু করতে পারতো না নয়। আবার বড় স্কোর গড়ার সুযোগও পেয়ে যেতে পারতো। শাদাব খানের ওই সময় পরপর দুটি আউটের কারণেই তো ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button