| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের হারার মুল কারন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ নভেম্বর ০২ ২১:৪৬:১৩
বাংলাদেশের হারার মুল কারন

জরুরী ছিল নিজের সামর্থ্যের প্রমাণ নিজের কাছে দেওয়ার। যা হয়তো বেশ ভালোভাবেই দিয়েছেন ক্রিকেটাররা। ম্যাচ হারলেও দর্শকরা দলের উপর হতাশ এমনটা ঠিক বলা যাবে না। তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা টি টোয়েন্টি দলের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করেছে সাকিব বাহিনী। এটাই বা কম কি? তবে সব মিলিয়ে বেশ ভালো ক্রিকেটই উপহার দিয়েছেন টাইগাররা।

লিটনের ২৭ বলে ৬০ রানের ইনিংসটি এক অর্থে অসাধারণ। বাংলাদেশী ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়া কিংবা ইংলিশ ব্যাটসম্যানদের মতো ইনিংস খেলতে পারেন না এই উক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে লিটনের এই ইনিংসটি। ২১ বলে হাফ সেঞ্চুরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েন এই উইকেট কিপার ব্যাটসম্যান। মিডল অর্ডার থেকে একটু সাপোর্ট পেলেই হয়তো ভিন্ন এক গল্পই লেখা যেত। দিনশেষে পাঁচ রানের ছোট্ট একটি ব্যবধানে ম্যাচটি হেরেছে বাংলাদেশ।

২৫ বলে ২১ রান করা নাজমুল হোসেন শান্ত ৫ টি রান বেশি করলেই তা পুষিয়ে যেত। কিংবা লিটন কুমার দাস আরেকটি ওভার ক্রিজে থাকলেই এই ব্যবধানটা থাকত না। দু একটি ছোটখাটো হিসেবে মিললেই ম্যাচের ফল ভিন্ন হতো। তবে এসব বাদে তাসকিনকে একটু অন্য ভাবে ব্যবহার করলেও হয়তো ম্যাচের প্রেক্ষাপট ভিন্নই হতে পারতো। এই বিশ্বকাপে এক কথায় অসাধারণ অধিনায়কত্ব করেছেন সাকিব। তবে আজকের ম্যাচে তাসকিনকে সাত ওভারের মধ্যে শেষ করে দেওয়ার সিদ্ধান্তটি অনেকেই ভালো চোখে দেখেননি।

ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে হার্শা ভোগলে তাসকিনকে প্রথম সাত ওভারের মধ্যেই কেন শেষ করে দেওয়া হয়েছে এ প্রশ্ন করলে সাকিব বলেন"ইন্ডিয়ান টপ অর্ডার কতটা শক্তিশালী তা আমরা সবাই জানি। তাসকিন আমার সেরা বোলার, আমি চেয়েছিলাম তাসকিন আমাকে শুরুর দিকেই যেন উইকেট গুলো এনে দেয়। দুর্ভাগ্যজনকভাবে সে উইকেট নিতে ব্যর্থ হলেও অসাধারণ ইকনোমিতে বোলিং করেন"।

চার ওভারে মাত্র ১৫ রান দেওয়া তাসকিনকে ডেথ ওভারে বোলিং করানো হলে রান আরেকটু কম হতো কিনা এই প্রশ্ন রয়ে যাবে। কেননা ডেথ ওভারে বল করা দুই বোলার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম যথাক্রমে ৪৭ এবং ৫৭ রানে নিজেদের চার ওভারের কোটা শেষ করেন। ওভার প্রতি প্রায় ১১.৭৫ করে রান দিয়েছেন হাসান মাহমুদ।

শরিফুল তো হাসানের চেয়েও খরচে ছিলেন, ওভার প্রতি ১৪.২৫ গড়ে রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। অর্থাৎ এই দুজনের খুরুচে বোলিংয়েই ম্যাচ থেকে অনেকটুকু ছিটকে গিয়েছে বাংলাদেশ। প্রশ্ন হয়তো রয়েই যাবে তাসকিনের দুটি ওভার যদি পরের জন্য রেখে দেওয়া যেত তাহলে ভারতের স্কোর আরেকটি কম হতো কিনা?

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button