| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি-২০ বিশ্বকাপে সাকিবের সামনে যত রেকর্ডের হাতছানি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ অক্টোবর ১৫ ২০:২২:১১
টি-২০ বিশ্বকাপে সাকিবের সামনে যত রেকর্ডের হাতছানি

এবারের আসরে বাংলাদেশ দলের অধিনায়ক সাকির আল হাসানের সামনেও কয়েকটি রেকর্ডের হাতছানি দিচ্ছে।

আরটিভি অনলাইনের পাঠকদের জন্য সেসব রেকর্ডের কথা তুলে ধরা হল:

বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২২ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান ও নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪১ উইকেট নিয়ে সবার উপরেই রয়েছেন সাকিব। এবারের আসরে ৯ উইকেট তুলে নিতে পারলেই প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়বেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এই তালিকায় সাকিবের ধারে কাছেও নেই এবারের বিশ্বকাপে খেলতে যাওয়া কোনো বোলার। তার রেকর্ড ভাঙার পথে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী দশ নম্বরে থাকা ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ১৮ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। তারপর আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (২৪) আর নিউজিল্যান্ডের টিম সাউদিরা (২২)।

ম্যাচে ৪ উইকেট নেওয়ার রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত সাত আসরে মাত্র দুজন বোলার ৩টি ম্যাচে ৪টি বা তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন। এদের মধ্যে একজন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল, অপরজন বাংলাদেশের সাকিব আল হাসান। ফলে সাকিবের সামনে এখন এককভাবে শীর্ষে উঠে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে।

এ ছাড়া ২টি ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব আছে পাঁচ বোলারের। ওই পাঁচজনের মধ্যে বিশ্বকাপে আছেন শুধু বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে উঠার হাতছানি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি রানের মালিকানায় সবার উপরে শ্রীলঙ্কান ব্যাটার মাহেলা জয়াবর্ধনে। ৩১ ম্যাচ খেলে সাবেক লঙ্কান অধিনায়কের রান ১০১৬। এর পরের তালিকায় ৯৬৫ রান নিয়ে দুইয়ে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এরপর ৮৯৭ রান নিয়ে তিনে তিলকারত্নে দিলশান। তবে এদের কেউই খেলছেন না এবারের বিশ্বকাপে।

এবারের বিশ্বকাপে খেলছেন এমন ব্যাটারদের মধ্যে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৮৪৭ ও বিরাট কোহলি ৮৪৫ রান করেছেন। ফলে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও ৭৬২ রান নিয়ে আছেন লড়াইয়ে। ৭১৭ রান করা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স অবসরে গেছেন আগেই। আর বাংলাদেশের অধিনায়ক ৬৯৮ রান নিয়ে আছেন সপ্তম স্থানে। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠলে সেরা পাঁচে উঠে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

রোহিতের পাশে সাকিব

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সাল থেকে। এরপর যথাক্রমে ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১ সালে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে। এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপের স্কোয়াডে আছেন এমন ক্রিকেটারদের মধ্যে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আগের সাত বিশ্বকাপ আসরেও প্রতিনিধিত্ব করেছেন।

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

‘আরও ২ ওভার, তবুও উইকেটশূন্য সাকিব – বাড়ছে অপেক্ষা’

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামলেও এখনও কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পাচ্ছেন না সাকিব ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

"ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, কেরালায় হবে প্রীতি ম্যাচ"

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল আগামী নভেম্বরে ...

Scroll to top

রে
Close button