| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শীর্ষে ফিরলো রিয়াল

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ সেপ্টেম্বর ১৯ ১০:২৮:০৫
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শীর্ষে ফিরলো রিয়াল

গতকাল ১৮ সেপ্টেম্বর রোববার রাতে অ্যাটলেটিকোর ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে খেলতে গিয়ে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। রোমাঞ্চকর লড়াইয়ে দারুণ এই জয়ে নিজেদের শীর্ষস্থানও ফিরে পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। অন্যদিকে অ্যাটলেটিকো রয়েছে সাতে।

এ দুই দলের মধ্যকার ম্যাচে সবসময়ই থাকে বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন দলের মিডফিল্ডার কোকে ও স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো। তারা দুজনই রীতিমতো হুমকি দেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়রকে।

ঘটনার শুরু গত রোববার মায়োর্কার বিপক্ষে ম্যাচ থেকে। সেদিন ৪-১ গোলে জয়ের ম্যাচে গোলও করেন ভিনিসিয়াস। গোলের পর স্বাভাবিকভাবেই নেচে উদযাপন করেন ভিনিসিয়াস। যা একদমই পছন্দ হয়নি কোকের। তিনি জানান, ওয়ান্দা মেট্রোপলিটনে এভাবে নাচলে ‘সমস্যা’ হয়ে যাবে। তবে কী সমস্যা? কোকে সেটি খোলাসা করেননি।

পরে পেদ্রো ব্রাভো শুক্রবার টেলিভিশনে এক লাইভ অনুষ্ঠানে ভিনিসিয়াসকে বানরের সঙ্গে তুলনা করে বলেন, ‘প্রতিপক্ষকে আপনার (ভিনিসিয়াস) সম্মান করতে হবে। আপনি যদি সাম্বা নাচতে চান, তাহলে ব্রাজিলের সাম্বাড্রোমে যান। স্পেনে, আপনাকে প্রতিপক্ষকে সম্মান করতে হবে এবং বানরের মতো আচরণ বন্ধ করতে হবে।’

ব্রাভোর এমন মন্তব্যের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন ভিনিসিয়াস ও ব্রাজিলের ফুটবলাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনিসিয়াসের সমর্থনে নানান উৎসাহমূলক বার্তা দিয়েছেন কিংবদন্তি পেলে, নেইমার জুনিয়রসহ ব্রাজিলের তারকা ফুটবলাররা।

এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের হয়ে গোল করার পর সাম্বা নৃত্য দিয়ে উদযাপন করে ভিনিসিয়াসকে সমর্থন দেন আরেক ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল হেসুস। ভিনিসিয়াস নিজেও বিশদ এক বার্তায় জানান দেন, যে যাই বলুক নাচ থামবে না।

পরিস্থিতি আরও খারাপ হয় রোববার রাতে দুই মাদ্রিদের মধ্যকার ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে অ্যাটলেটিকোর দর্শকরা ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে নানান বর্ণবাদী মন্তব্য করলে। যার ফলে মাদ্রিদ ডার্বিটি রূপ নেয় অঘোষিত এক যুদ্ধে। যেখানে যুদ্ধাংদেহী মনোভাব নিয়েই খেলতে নামেন ফুটবলাররা।

ম্যাচের ১৮ মিনিটে প্রাথমিক জয়টা হয় রিয়ালেরই। ফরাসি তারকা শুয়ামেনির পাস থেকে গোল করেন ভিনিসিয়াসের সতীর্থ রদ্রিগো। সঙ্গে সঙ্গে কর্নার পতাকার কাছে গিয়ে রদ্রিগো ও ভিনিসিয়াস মিলে সাম্বা নেচে অ্যাটলেটিকোর দর্শকদের কটুক্তির জবাব দিয়ে দেন।

এর ঠিক ১৮ মিনিট পর আবারও উল্লাসে মাতে রিয়াল শিবির। এবার স্কোরশিটে নাম তোলেন উরুগুইয়ান তারকা ফেদে ভালভার্দে। সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে গোল করলেন তিনি। অন্যদিকে লা লিগায় রদ্রিগো করেছেন টানা চার ম্যাচে গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮৩ মিনিটে মারিও হারমোসোর গোলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো। কিন্তু পরে আর গোল না পাওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হারমোসো।

এ জয়ের পর ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল। সমান ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোর অবস্থান সপ্তম। দুই নম্বরে থাকা বার্সেলোনার ঝুলিতে রয়েছে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

৩ ম্যাচে খেলবেন মুস্তাফিজ, প্রতি ম্যাচের জন্য যত টাকা করে দিবে দিল্লি ক্যাপিটালস

৩ ম্যাচে খেলবেন মুস্তাফিজ, প্রতি ম্যাচের জন্য যত টাকা করে দিবে দিল্লি ক্যাপিটালস

শেষ মুহূর্তে চলতি আইপিএলে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ...

সাকিব কান্ড নিয়ে হাতেনাতে সব প্রমান দিলেন ইমরুল কায়েস

সাকিব কান্ড নিয়ে হাতেনাতে সব প্রমান দিলেন ইমরুল কায়েস

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বলেছেন, সাকিব আল হাসান ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতি করেননি বরং ...

ফুটবল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল

৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল পাল্টে দিলো ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ জল্পনার অবসান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার সত্যিই ভরসা রাখল এক বিদেশি ...

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

দীন হুইসেনকে নিয়ে চেলসি ও রিয়াল মাদ্রিদ লড়াই : শেষ হাসি হাসছে কোন দল

নিজস্ব প্রতিবেদক : চেলসির স্বপ্ন ভাঙতে বসেছে রিয়াল মাদ্রিদ! ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম উদীয়মান ডিফেন্ডার ...



রে