| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

শাহিন আফ্রিদিকে ব্যাটিং শিখিয়ে দিলেন ঋষভ পন্থ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ আগস্ট ২৬ ১৫:৫৫:৩৫
শাহিন আফ্রিদিকে ব্যাটিং শিখিয়ে দিলেন ঋষভ পন্থ

চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন শাহিন। তবু দলের সঙ্গেই রয়েছেন তিনি। অনুশীলনের পর শাহিনকে দেখে বিরাট কোহলী, ঋষভ পন্থরা তাঁর দিকে এগিয়ে যান। জানতে চান কেমন আছে শাহিনের হাঁটুর চোট।

পন্থকে দেখে শাহিন মজা করে বলেন, ‘‘বন্ধু, ভাবছি এ বার আমিও তোমার মতো ব্যাটিং শুরু করব। এক হাতে ছক্কা মারব।’’ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারও পরামর্শ দিলেন তাঁকে। পন্থ বলেন, ‘‘স্যর, আপনি তো জোরে বোলার। একটু পরিশ্রম করতে হবে। করতেই হবে।’’ এর পরেই পন্থ জানতে চান, ‘‘তোমার হাঁটুর চোট সারতে কত দিন লাগবে?’’ শাহিন বলেন, ‘‘পাঁচ সপ্তাহ।’’

শ্রীলঙ্কা সফরে ডান হাঁটুতে চোট পান শাহিন। এশিয়া কাপে খেলতে পারবেন না। তবু পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন দুবাইয়ে। অনুশীলন না করলেও বৃহস্পতিবার দলের সঙ্গে শাহিন এসেছিলেন আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। ডান পায়ে বিশেষ ধরনের ‘সাপোর্ট’ পরে বসেছিলেন মাঠের ধারে। তখন অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলেন ভারতীয় ক্রিকেটাররা। শাহিনকে দেখে প্রথমে এগিয়ে যান যুজবেন্দ্র চহাল। ভারতীয় স্পিনারকে দেখে এগিয়ে আসেন শাহিনও। শুভেচ্ছা বিনিময় করেন দুই ক্রিকেটার। সে সময় কিছুটা দূরে অন্য এক জনের সঙ্গে কথা বলছিলেন কোহলী। কথা শেষ করে তিনিও চলে আসেন শাহিনের কাছে। সৌজন্য বিনিময়ের পর শাহিনের হাঁটুর চোটের কথা জানতে চান। প্রাক্তন ভারত অধিনায়ক চলে যাওয়ার পর শাহিনকে দেখা যায় পন্থের সঙ্গে। পরে লোকেশ রাহুলও কথা বলেন সঙ্গে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শাহিনের ভিডিয়ো নেটমাধ্যমে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২২ বছরের জোরে বোলার এশিয়া কাপে খেলতে পারবেন বলে মনে করা হয়েছিল। তাই তাঁকে পাকিস্তান দলে রাখা হয়েছিল। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের আগ্রাসী বোলিংয়ের সামনে সমস্যা পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ওভারেই তিনি আউট করেছিলেন রোহিত শর্মা এবং রাহুলকে। পরে সাজঘরে ফেরান কোহলীকেও। বিশ্বকাপের যে কোনও ম্যাচে সেটাই ছিল পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নেইমারকে সান্ত্বনা দিলেন দিনিজ, চোখ ভিজলো ফুটবল বিশ্বের

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের সবচেয়ে বড় হার মেনে নিতে পারলেন না নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬-০ গোলে ...

Scroll to top

রে
Close button