| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তারুণ্য বা অভিজ্ঞতা নয়, যোগ্যতা বিচার করতে চান তামিম

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জুলাই ৩০ ২১:০৪:৪৩
তারুণ্য বা অভিজ্ঞতা নয়, যোগ্যতা বিচার করতে চান তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই হয়তো সেই বিষয়টা বোঝানের চেষ্টা করছেন দেশ সেরা ওপেনার ও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

স্বাগতিক দলটার চেয়ে নিজেরা কতদূর এগিয়ে সেই পরিসংখ্যান এর দিকে না তাকিয়ে সেটা প্রমান করতে চান মাঠের পারফরম্যান্স এর উপরে। জিম্বাবুয়েতে আগেই তাবু গেড়েছে বাংলাদেশ টি-২০ টিম। ওয়ানডে দলে থাকা বাকি ক্রিকেটাররাও উড়াল দিয়েছে গতকাল ২৯ জুলাই শনিবার রাতেই। এই বহরে ছিলেন ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।

শক্তির দিক থেকে কাগজে কলমে অনেক পিছিয়ে জিম্বাবুয়ে দল। আইসিসির র‍্যাংকিং তালিকায় বাংলাদেশের স্থান ৭ নাম্বারে আর জিম্বাবুয়ের অবস্থান ১৫ তে। দলটির বর্তমান অবস্থা একেবারেই নাজুক, ওদের চেয়ে অনেক এগিয়ে টিম টাইগারস। তার পরেও স্বাগতিক দলটাকে হালকা করে দেখতে চাননা তামিম। এই প্রসংগে তামিম বলেন " ওদের দেশের অবস্থান অনুযায়ী অবশ্যই আমরা জিম্বাবুয়ের তুলনায় ভালো টিম এটাতে কোনো ডাউট নেই কিন্তু ওদের দেশে ওরা যে একেবারে ইজিলি বিটেবল এটা তা না, আপনি যদি লাস্ট কয়েকটা সিরিজ দেখেন পাকিস্তান এর মতো দলকেও তারা হারিয়েছে, তাই আমাদের রিলাক্স করার মতো কোনো চান্স থাকবেনা, উই হ্যাভ টূ বি সুইচ অন ফ্রম বল ওয়ান যদি আমরা ভালো করতে চাই। সো আই এম সিউর যেটা আমি বললাম ডেফিনেটলি উই আর এ বেটার টিম বাট খেলা জিতা হারা ডিপেন্ড করে যে কে ভালো খেলছে, কে ভালো দল তা দিয়ে হয়না। সো আমরা যদি ভালো খেলি আমরা অবশ্যই জিতবো।

এবারের টি-২০ দল একেবারেই তারুণ্য নির্ভর। এই দলে প্রথম বারের মতো নেই ৫পান্ডবের কেউ৷ সাকিব বিশ্রামে আর তামিম নিয়েছেন অবসর, মাহমুদউল্লাহ আর মুশফিককে বিশ্রাম দিয়েছে বোর্ড। বিষয়টা চমকীয় ছিলো বটে। ওয়ানডে দল নিয়েও যেনো সাধারণ এর আগ্রহের কমতি নাই, কিন্তু তরুণ বা অভিজ্ঞ দের নিয়ে টানা টানি করতে নারাজ তামিম। যোগ্যরাই খেলবেন সাফ জবাব ওয়ানডে ক্যাপ্টেন এর। এ বিষয়ে তিনি আরো বলেন- " আমার কাছে মনেহয় ইয়াং ওল্ড এটা নিয়ে ইদানীং একটু বেশি কথা হচ্ছে, আমার কাছে মনেহয় যারা ক্যাপেবল এই টিমে সিলেক্ট হওয়াতে ফিফটিন স্পেশালি তারাই সুযোগ পাবে আর বেস্ট পসিবল ১১ আমরা সেটাই চুজ করবো। হ্যা ১৫ জনে অনেকে এমন হয় গেম টাইম পায়না ওইরকম যদি সুযোগ থাকে আমরা যদি খেলাইতে পারি তাহলে এটা ওদের জন্য ভালো হবে। বাট যেটা আমি বললাম দিস ইজ এন ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্টারন্যাশনাল সিরিজ এটা পাড়ার কোনো খেলা না যে আমি ওকে খেলাই দিলাম বা অন্য কাউকে দিয়ে খেলায় দিলাম, হুএভার ইজ যে ডিসার্ভ করে প্লেস হি ইউল ডেফিনেটলি প্লে৷ "

এই সময় তিনি নতুন টি -২০ দলের অধিনায়ক সোহানকে নিয়ে বলেন-" ওর জন্য খুবই এক্সাইটেড টাইম, কিছুখন আগে ম্যাসেজে হালকা পাতলা আমি ওকে উইস করেছি, আই এম সিউর হি হ্যাজ ডান ক্যাপ্টেন্সি ইন ডমিস্টিকস, দিস ইউল বি এ ডিফারেন্ট চ্যালেঞ্জ, নিউ চ্যালেঞ্জ ওর জন্য এন্ড আই প্রে হি ডান ওয়েল।"

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

কোহলি-রোহিতের অবসর নিয়ে যে ঘোষণা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

কোহলি-রোহিতের অবসর নিয়ে যে ঘোষণা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

নিজস্ব প্রতিবেদক : টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

"ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, কেরালায় হবে প্রীতি ম্যাচ"

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল আগামী নভেম্বরে ...

Scroll to top

রে
Close button