দুর্দান্ত ওয়ানডে সিরিজে পাওয়া না পাওয়া

আর এই বিষয়ে হতাশা কাজ করেছে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিমের। তবে হতাশার পাশাপাশি প্রাপ্তির গল্পও আছে টাইগার অধিনায়কের সামনে। বিশেষ করে এই সিরিজে অভিষেক হওয়া নাসুম আহমেদ বড় প্রাপ্তি তামিমের জন্য। এছাড়াও সাড়ে ২৮ মাস পর ওয়ানডে দলে ফেরা তাইজুল ইসলামের ফাইফারও আশা জাগিয়েছে টাইগারদের ওয়ানডে অধিনায়ককে।
তবে সবচেয়ে বড় বিষয় ব্যাটিং লাইন আপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তিনজনকে না পাওয়া সত্ত্বেও শেষদিকে নেমে নুরুল হাসান সোহান যেভাবে ম্যাচজয়ী ইনিংস খেলেছে বিষয়টি স্বস্তি দিয়েছে তামিমকে।
সিরিজে সোহান মাত্র দুই ইনিংসে ব্যাট করতে নেমেছে। আর দুই ম্যাচে যথাক্রমে অপরাজিত ২০ ও অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছেড়েছেন। ছয় ওয়ানডে শেষে সোহানের গড়ও এখন ঈর্ষনীয়, ৮২.৫০। অপরদিকে দুই ইনিংসে সুযোগ পেয়েছিলেন আফিফও। কিন্তু করতে পেরেছেন মোটে ৯ রান। দুই ইনিংসেই আউট হয়েছেন এই বাঁহাতি। মোসাদ্দেক কেবল শেষ ওয়ানডেতে সুযোগ পেলেও ১৪ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন।
অপরদিকে স্পিনে স্বস্তি দেওয়া নাসুম তিন ম্যাচের তিন ইনিংসে বল করে ৫ উইকেট নিলেও গড় ছিল মাত্র ১৪.৮০। এছাড়াও পুরো সিরিজে নাসুমের ইকোনমি ছিল মাত্র ২.৬৭। অপরদিকে এক ম্যাচে সুযোগ পেয়েই ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন তাইজুল।
নিজ দলের ক্রিকেটারদের নিয়ে অধিনায়ক তামিম বলেন, ‘ব্যাটিং লাইন আপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তিনজনকেই পাইনি আমরা। অন্যদের জন্য এটি ছিল দারুণ সুযোগ। আমার মনে হয় ওরা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। বিশেষ করে সোহান। যখনই সুযোগ পেয়েছে, সে ঠাণ্ডা মাথায় ও ধীরস্থির হয়ে খেলেছে। আজকেও যেমনটি দেখিয়েছে। খুব ভালো ব্যাট করেছে।
নাসুম যেভাবে বল করেছে এবং সোহান যেভাবে ব্যাট করেছে… এই দুজন (প্রাপ্তি)। মিরাজ তো আমাদের হয়ে সবসময়ই ভালো করছে। তবে ওরা দুজন ছিল অন্য পর্যায়ের।
পুরো সফরজুড়েই সে (তাইজুল) দলের সঙ্গে ছিল। কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি কিন্তু প্রতিটি অনুশীলনেই সে তার কাজ করে গেছে। অবশেষে যখন সুযোগ পেলো, সে তার কার্যকারিতা প্রমাণ করেছে।
আমি অনেক খুশি হইতাম, যদি দেখতাম মোসাদ্দেক-আফিফ খেলাটা শেষ করে আসতো। এরকম সুযোগ যখনই আসে, এটা যতটা সম্ভব কাজে লাগানোর কাজে লাগানো উচিত। তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে এরকম সুযোগ সবসময় আসে না। আমি সবসময় একটা কথা বলি, কিছু প্লেয়ার হয়ত পাঁচটা সুযোগ পাবে, ছয়টা সুযোগ পাবে। কিছু প্লেয়ার হয়ত দুইটা সুযোগ পাবে। সবাইকে আপনি সমান সুযোগ দিতে পারবে না। তো ওই দুই-তিনটা সুযোগ যখন কেউ পায়, তখন তার সেটা কাজে লাগানো উচিত।’
- চার ছক্কার ঝড়ে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ
- বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন মোদি, মাত্র ৪০ টাকায় পাওয়া যাবে সুবিধা
- শীর্ষ পাঁচ ক্রিকেটারের নাম জানালেন ওয়াসিম আকরাম
- প্রবাসীদের জন্য সৌদি আরবে বড় সুখবর
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ
- রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৯ অঞ্চলে সতর্কতা
- বাংলাদেশ থেকে সরকারি ভাবে কর্মী নেবে যে দেশ, দেবে বিমান ভাড়াও
- ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে আছেন এই তারকারা
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য (২৩ আগস্ট)
- ব্রেকিং নিউজ : ১০ জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা
- সাইফ একের ভেতর চার, ৫-৬ এ সোহান, জেনেনিন বাংলাদেশের নতুন পরিকল্পনা
- টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে
- বউ কন্ট্রোল করার সহজ উপায় ” অবাক করা পরামর্শ
- ট্রাইবেকারে শেষ হলো সৌদি সুপার কাপ ফাইনাল ম্যাচ,জেনেনিন ফলাফল
- বিয়ের ঘরে শোকের মিছিল : দেশে ফিরেই ২৪ জনের জানাজা পড়লেন নুর মুহাম্মদ