| ঢাকা, সোমবার, ২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

মো: মারুফ হোসেন

মেসির সাথে নিজের তুলনা করে যা বললেন নেইমার, রোনালদো মেসি ও নিজের মধ্যে জানালেন সেরা ফুটবলারের নাম

২০২২ জুন ২৯ ২০:২০:৪৫
মেসির সাথে নিজের তুলনা করে যা বললেন নেইমার, রোনালদো মেসি ও নিজের মধ্যে জানালেন সেরা ফুটবলারের নাম

বার্সেলোনার হয়ে ট্র্যাবল জেতা নেইমার জুনিয়র কে সম্প্রতি প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছিল বর্তমান সময়ে কোন৫ জন ফুটবলার তার চেয়ে বেশি প্রতিভাবান। এই প্রশ্নের বেশ স্বচ্ছন্দ উত্তর দিয়েছেন নেইমার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল বিশ্বকাপ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও মাইগো নেইমার জুনিয়র কে প্রশ্ন করেছিল। বর্তমান সময়ে কোন ৫ জন ফুটবলার তারচেয়ে প্রতিভাবান। ব্রাজিলিয়ান তারকা বেশ সহজ ভাবে নিয়েছে প্রশ্নটি।

জবাব দিতে গিয়ে তিনি একেবারেই বিনয়ের সাথে বললেন আমার চেয়ে বেশি টেকনিক ভালো, জানি না এর উত্তর দিতে পারব কিনা, নেইমার জুনিয়র এর থেকেও ফুটবলে এগিয়ে আছেন এমন৫ জন খেলোয়াড়ের নাম জানিয়েছেন তিনি। এসময় নেইমার প্রথমে উচ্চারণ করলেন লিওনেল মেসির নাম।

আর্জেন্টাইন ফরওয়ার্ড মেসিকে নিজের থেকেও এগিয়ে রাখলেন নেইমার। তবে রাখেননি ক্রিস্টিয়ানো রোনালদোকে। নেইমার মনে করেন না যে রোনালদো তার চেয়ে এগিয়ে। প্রশ্নের জবাবে নেইমার জুনিয়র বলে আমার থেকে এগিয়ে আছে লিওনেল মেসি। ইডেন হ্যাজার্ড,ব্রুনাই মার্কো ভেরাত্তি এবং থিয়াগো আলকানতারা। এই কয়জনই টেকনিক নেইমার জুনিয়র এর থেকেও বেশ কার্যকরী। এমনটাই মনে করছেন নেইমার নিজেই। তবে তার মতে তার থেকেও এগিয়ে নেই রোনালদো।

পাঠকের মতামত:

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর



রে