| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

তিন অক্ষরের একটি শব্দে মার্সেলো নিজে কাঁদলেন, কাঁদালেন সমর্থকদেরও

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জুন ১৩ ২৩:৪৯:৪১
তিন অক্ষরের একটি শব্দে মার্সেলো নিজে কাঁদলেন, কাঁদালেন সমর্থকদেরও

একটা স্বপ্ন নিয়ে ২০০৭ সালে ব্রাজিল থেকে স্পেনে এসেছিলেন। স্বপ্ন ছিল বিশ্বসেরাদের তালিকায় নাম লেখানো। গেল ১৬ বছরে মার্সেলো সেটা করে দেখিয়েছেন। নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। সান্তিয়াগো বার্নাব্যুর প্রতিটা ইট কাঠের সঙ্গে নিজের অস্তিত্ব জড়িয়ে আছে। তাইতো বিদায় বলাটা এতটা সহজ নয় মার্সেলোর জন্য।

যেতে নাহি দিবো হায়। তবু যেতে দিতে হয়। মার্সেলোকেও বীরের বেশে বিদায় জানালো রিয়াল মাদ্রিদ। চমৎকার নেতৃত্বগুণ, আর রক্ষণ সামলানোর অসামান্য দক্ষতায় মার্সেলো নিজেকে পরিণত করেছেন রিয়ালের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। বিদায়বেলা অনেকেরই আক্ষেপ, শেষটা রঙ্গিন না করতে পারার। মার্সেলোর ক্ষেত্রে সেটাও হয়নি। সৃষ্টিকর্তা দু'হাত ভরে দিয়েছেন এই ডিফেন্ডারকে। মাত্র কদিন আগে প্যারিস জয় করে ফিরেছেন। রিয়াল মাদ্রিদ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের ১৪তম শিরোপা।

১৬ বছর। ৫৪৬ ম্যাচ ২৫টি ট্রফি। বর্ণিল ক্যারিয়ারে এমন অর্জন কজনেরই ভাগ্যে জোটে? মার্সেলোর মত বীরকে বিদায় বলতে তাই বুকটা ভেঙ্গে গিয়েছিল কোচ কার্লো আনচেলত্তি ও ক্লাবটির কিবদন্তি ফুটবলার রাউলের। দীর্ঘ ক্যারিয়ারে নিজের এমন সাফল্যের জন্য সতীর্থ, পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মার্সেলো।

বলেন, আমি যখন ব্রাজিল ছেড়ে রিয়াল মাদ্রিদে আসি। তখন অনেক স্বপ্ন দেখতাম। রিয়াল মাদ্রিদ সেগুলো বাস্তবায়নের পথ করে দিয়েছে এ জন্য সবাইকে ধন্যবাদ। এ যাত্রায় আমার পরিবারও পাশে থেকেছে সব সময়। ১৮ বছর বয়সে আমি রিয়ালের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম। আর আজ আমি পরিণত একজন মানুষ। এ স্বপ্নযাত্রার পুরো কৃতিত্ব রিয়ালের।

রিয়াল মাদ্রিদ এক সময় বিশ্বের সেরা ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও বিশ্বাস মার্সেলোর। কিংবদন্তি এ ফুটবলার বলেন, রিয়াল মাদ্রিদ তরুণদের জন্য সেরা জায়গা। আমার ছেলেও এখানকার যুব দলে খেলে। প্রতিশ্রুতিশীলদের মেলে ধরার জন্য রিয়াল সেরা জায়গা। রিয়াল ফুটবল বিশ্বকে শাসন করবে।

এমন চমৎকার ক্ষণে পরিবার ও সন্তানরাও এসেছিলেন তার বিদায়ে সামিল হতে।

ক্রিকেট

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

আজকের খেলার সূচি: লিডস বনাম এভারটন ও লা লিগা ম্যাচের রোমাঞ্চ

নিজস্ব প্রতিবেদক ; আজ সোমবার খেলাধুলার ভক্তরা একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হতে চলেছেন। ভোর থেকে ...

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

বিপিএল ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য: এক ম্যাচ হারলেই ৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের সর্বশেষ আসরে শুধু খেলা নয়, ছিল ফিক্সিংয়ের ছায়া—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ...

ফুটবল

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

মাঠে নামছে অনূর্ধ্ব-২৩ দল: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ...

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন দি মারিয়া

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবল যখনই আলোচনায় আসে, লিওনেল মেসির নাম সেখানে অবধারিতভাবেই উঠে আসে। বিশেষ ...

Scroll to top

রে
Close button