| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বেনজেমার গোল বিতর্ক;

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মে ২৯ ১৬:০৮:১৫
বেনজেমার গোল বিতর্ক;

ম্যাচে মাত্র দুটি সুযোগ সৃষ্টি করা রিয়াল দুইবারই জালের দেখা পেয়েছেন। যার মধ্যে ৫৯তম মিনিটে ভিনিসিয়াসের গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। এর আগে প্রথমার্ধের ৪৩তম মিনিটে প্রথমবারের মতো জালের দেখা পান বেনজেমা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি।

যারা খেলা দেখেছেন, তাদের মনে প্রশ্ন জেগেছে এটি কীভাবে অফসাইড হিসেবে ধরা হয়েছে? যখন বেনজেমার পেছনে লিভারপুলের খেলোয়াড় রবার্টসন ছিলোই। সে সকল ফুটবল ভক্তদের জন্যই অফসাইডের নিয়ম এবং সেই গোল বাতিলের যথার্থ কারণ তুলে ধরা হলো।

সাধারণত কোনো ফুটবলারকে অনসাইডে থাকতে হলে তার সামনে অবশ্যই প্রতিপক্ষের দুইজন ফুটবলারকে থাকতে হবে। সাধারণত গোলরক্ষক লাস্ট ম্যান হিসেবে থাকে বলে আউটসাইডের অন্য একজন ফুটবলার থাকলেই যে কোনো ফুটবলার অনসাইডে থাকেন।

কিন্তু বেনজেমার ক্ষেত্রে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার লাস্ট ম্যান হিসেবে ছিলেন না। বল নিজের গ্লাভসে জমানোর লক্ষ্যে এগিয়ে আসেন অ্যালিসন। সেই মুহূর্তে তার পেছনে গোলবারের সামনে ছিলেন কেবল ভার্জিল ভ্যান ডাইক এবং রবার্টসন।

ঠিক সেই অবস্থায় বেনজেমা বল পায়ে পেয়ে জালে জড়ান। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল বেনজেমার কাছে আসার মুহূর্তে রিয়াল অধিনায়কের সামনে কেবল রবার্টসনই ছিলেন। যার কারণে অফসাইডের বাঁশি বাজানো যথার্থ ছিল।

এরপরও কথা থেকে যায়। যদি প্রতিপক্ষের ফুটবলার গায়ে-পায়ে বল লাগানোর পর কেউ বল পায়, তখন সামনে প্রতিপক্ষের আর কেউ না থাকলেও সেই ফুটবলার আর ‘অফসাইড’ থাকেন না। এই গোলটার ক্ষেত্রেও এমন সম্ভাবনা ছিল বলে সন্দেহ করা যায়।

কারণ বেনজেমা বল পেয়েছেন কোনাতে-ভালভার্দের ট্যাকলের সময়ে। সেই সময়ে শেষ টাচ যদি ভালভার্দের হয় তবে অফসাইডে গোল বাতিল হওয়া স্বাভাবিক। কিন্তু লিভারপুল ডিফেন্ডার কোনাতের পায়ে লেগে বল বেনজেমার কাছে গেলে সেই গোলটা হওয়ার কথা ছিল। আর এক্ষেত্রেই ভিএআরে বারবার চেক করা হয়।

যদিও শেষ পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না হতে পারায়, মাঠের রেফারীর সিদ্ধান্ত অনুসরণ করে গোলটি আর দেওয়া হয়নি রিয়ালকে। বেনজেমাও বঞ্চিত হোন চ্যাম্পিয়ন লিগের ফাইনালে গোল করা থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ম্যাচের সময় ঘোষণা

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ম্যাচের সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে ২০২৫ সালের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) চতুর্থ আসরের উদ্বোধনী ...

বিসিবি নির্বাচনে এবার নান্নুর নাম, বুলবুল ও তামিমের সঙ্গে টক্কর

বিসিবি নির্বাচনে এবার নান্নুর নাম, বুলবুল ও তামিমের সঙ্গে টক্কর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের সঙ্গে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়ল ...

শেষ হলো ৭০ মিনিটের খেলা, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

শেষ হলো ৭০ মিনিটের খেলা, জেনেনিন বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ...

Scroll to top

রে
Close button