৩ বছর পর দলে খেলার সুযোগ পেয়ে যা বললেন: মোসাদ্দেক

সীমিত ওভারে তবু সুযোগ মিলেছে মোটামুটি। খেলেছেন ৪০ ওয়ানডে আর ১৬ টি-টোয়েন্টি। কিন্তু ৩ টেস্টের ক্যারিয়ারে ৪১ গড়ে রান করেও ছিটকে পড়তে হয় মোসাদ্দেককে। সর্বশেষ টেস্ট খেলেছেন সেই ২০১৯ সালে, চট্টগ্রামে আফগানিস্তানে বিপক্ষে।
দীর্ঘদিন পর অবশেষে ফের টেস্ট দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে একাদশেও দেখা যেতে পারে তাকে। দুইদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ব্যাট হাতে ঝলক দেখাতে পারলে কাজটা আরও সহজ হয়ে যেতো।
কিন্তু বৃষ্টির কারণে মাত্র ১৮.২ ওভারেই পণ্ড হয়ে গেছে প্রস্তুতি ম্যাচটি। ফলে দুই দলই মাঠ ছেড়েছে হতাশা নিয়ে। মোসাদ্দেক বলেন, ‘অবশ্যই, এটা দুর্ভাগ্যজনক। বৃষ্টির ওপর আসলে কারও কোনো হাত নেই। খেলতে পারলে অবশ্যই খুব ভালো হতো, লাল বলে একটা অনুশীলনও হতো। সেক্ষেত্রে অবশ্যই একটু আনলাকি বলবো।’
টেস্ট ফরম্যাটে ভালো রেকর্ড থাকার পরও গত ৩ বছরে সুযোগ মেলেনি। নিজেকে দুর্ভাগা ভাবেন? মোসাদ্দেকের উত্তর, ‘মাঝে মাঝে আফসোস তো অবশ্যই হয়। কিন্তু যেটা আমার হাতে নেই সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আফসোস অবশ্যই থাকবে।
কিন্তু এখন যেহেতু একটা নতুন সুযোগ এসেছে, আমি অবশ্যই চাইবো এটা যেন খুব ভালোভাবে নিতে পারি।’ লঙ্কানদের বিপক্ষে টেস্ট শুরুর আগে করোনায় আক্রান্ত হয়ে হঠাৎ ছিটকে গেছেন সাকিব আল হাসান। চোটের কারণে নেই মেহেদি হাসান মিরাজ আর তাসকিন আহমেদও।
দল কি একটু দুর্বল হয়ে গেলো না? মোসাদ্দেক বলেন, ‘এটা আপনি কখনই এভাবে বলতে পারবেন না যে সবসময় আপনি সেরা দলটাই পাবেন। আসলে যেভাবে আছে সেটাই আপনাকে এডজাস্ট করে আপনাকে খেলতে হবে। সাকিব ভাইয়ের ইস্যুটা দুর্ভাগ্যজনক ছিল, এটা কারও হাতেই নাই।
তাই এখন যেভাবে আছে দলটা, এটার মধ্যেই চেষ্টা করবো যেন আমাদের সর্বোচ্চটা খেলতে পারি মাঠে।’ সাকিব যেহেতু নেই, মোসাদ্দেকের খেলা একপ্রকার নিশ্চিত। প্রস্তুতি কেমন? ‘যখন জানতে পেরেছি যে আমি স্কোয়াডে আছি তখন থেকেই টুকটাক একটু শুনছিলাম যে হয়তো একটা খেলার সম্ভাবনা আছে।
ওই সময় থেকেই একটা পরিকল্পনা তো নিজের মধ্যে কাজ করছিল যে কীভাবে খেলবো বা আমার কী কী রোল আসতে পারে বা আমি কীভাবে দলে অবদান রাখবো। অবশ্যই সেটার একটা পরিকল্পনা আছে’-বলেন মোসাদ্দেক। অফস্পিনিং এই অলরাউন্ডার যোগ করেন, ‘আমি (ক্যারিয়ারের) শুরু থেকে যদি শুরু করি,
অবশ্যই আমি যখন শুরু করেছি টেস্ট ক্রিকেট, ওই সময় থেকে ভালো (প্রস্তুতি)। এখন পর্যন্ত যেখানেই খেলেছি সেখানেই ভালো খেলার চেষ্টা করছি। দুর্ভাগ্যজনকভাবে টিম কম্বিনেশনের কারণে হয়তো আমার জায়গা হয়নি। আবার সুযোগ আসছে, আমি চেষ্টা করবো এটা যেন ধরে রাখতে পারি।’
সেঞ্চুরি পাওয়ার সুযোগ আছে কিনা? মোসাদ্দেক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি যে কয়েকটা ম্যাচ খেলতে পারছি, আমি মনে করি যে আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গা থেকে সুযোগ আমার জন্য সেভাবে আসেনি। কিন্তু অবশ্যই সুযোগ যদি আসে আমার জায়গা থেকে চেষ্টা করবো।’
লঙ্কানদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই থাকবে জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘ওরা আমাদের খুবই পরিচিত একটা প্রতিপক্ষ। এর আগে অনেকবার আমরা ওদের সঙ্গে খেলেছি এবং ওদের সঙ্গে আমাদের জেতা হারার সবকিছু স্মৃতি আমাদের মধ্যে আছে। অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের শতভাগ আমরা দিতে পারি এবং অবশ্যই আমাদের জেতার দিকে লক্ষ্য থাকবে।’
- বিসিবির বড় চমক, এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দলে রয়েছে চমক
- বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি
- শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা, সেনাপ্রধানের কড়া বার্তা
- গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা
- সকালে পাকা কলা খাওয়ার ৫ সতর্কতা, না মানলে হতে পারে ক্ষতি
- মালয়েশিয়া প্রবাসে নতুন যুগ: বিনা খরচে চাকরির সুযোগ, দালালদের দিন শেষ
- টাকার রেট: ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা,জেনেনিন
- ট্রাইব্যুনালে এসে যা বললেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
- দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : টিকিটে অর্ধেক ছাড় ঘোষণা করলো সৌদি এয়ারলাইন্স
- দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা? জানুন সর্বশেষ দাম
- এই হলো টাইগার ক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়