| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ডিপিএলের সর্বচ্চো ৫ জন রান সংগ্রাহকের তালিকা থেকে জাতীয় দলে সুযোগ পেতে পারেন যারা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মে ০২ ১৩:১১:৫১
ডিপিএলের সর্বচ্চো ৫ জন রান সংগ্রাহকের তালিকা থেকে জাতীয় দলে সুযোগ পেতে পারেন যারা

উইকেটের মান পুরোপুরি সন্তোষজনক না হলেও অন্যান্যবারের চেয়ে বেশ ভালো ছিল। সবমিলিয়ে এরকম একটি আসর আয়োজনে কৃতিত্ব দিতেই হবে সিসিডিএমকে। এবারের আসরে বেশকিছু ধারাবাহিক পারফরম্যান্সের দেখা মিলেছে। নিঃসন্দেহে যা নির্বাচকদের কিছুটা হলেও স্বস্তি দিবে। প্রিমিয়ার লিগটা প্রায় একাই রাঙিয়েছেন এনামুল হক বিজয়।

লিস্ট এ স্বীকৃত টুর্ণামেন্টের এক আসরে ১ হাজার রান করে বিশ্বরেকর্ড গড়েন এই ব্যাটসম্যান। এধরনের পারফরম্যান্সের পর নিঃসন্দেহে বিজয়কে বসিয়ে রাখা নির্বাচকদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ১৫ ম্যাচে অবিশ্বাস্য ৮১.২৯ গড়ে ১১৩৮ রান করেন বিজয়। ৯ টি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি ও করেন এ ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৮৪ রানের ইনিংস খেলেন বিজয়। সব মিলিয়ে এবারের প্রিমিয়ার লিগের শীর্ষ রান সংগ্রাহক জাতীয় দলে খেলতে না পারলে সেটাই হবে চমক।

বিজয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছেন নাঈম ইসলাম। টুর্নামেন্ট শুরুর দিকে বিজয়ের চেয়েও এগিয়ে ছিলেন নাঈম। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে বিজয় ততই হাতের নাগালের বাইরে ছুটে চলেছে। ১৫ ম্যাচে ৬৪.৩১ গড়ে ৮৩৬ রান করেন নাঈম ৫ টি ফিফটির পাশাপাশি দুটি সেঞ্চুরি ও করেন এই ব্যাটার। এত কিছুর পরেও বিসিবির কোন ধরনের প্রোগ্রাম এ নেই নাঈম এর নাম। তৃতীয় স্থানে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৫ ম্যাচে ৪৭ গড়ে ৬৫৮ রান করেন এই ব্যাটসম্যান।

ফিফটি করেছেন সাতটি। মোসাদ্দেক যে পজিশনে ব্যাটিং করতেন ওই পজিশনে ব্যাট করে বোধহয় এর চেয়ে বেশি রান করা সম্ভব নয়। বিতর্কিত কিছু কারণে জাতীয় দলের বিবেচনার বাইরে ছিলেন মোসাদ্দেক। তবে আচমকাই টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয় মোসাদ্দেক এর নাম। হয়তোবা প্রিমিয়ার লিগের এই দুর্দান্ত পারফরম্যান্সই মোসাদ্দেকের দলে ঢোকার পেছনে মূল কারণ। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন জাকির হাসান এবং চিরাগ জানি।

১৫ ম্যাচে ৪০ গড়ে ৬২৭ রান করেন জাকির। তিনটি ফিফটির পাশাপাশি দুটি সেঞ্চুরি ও করেছেন এই ব্যাটসম্যান। পঞ্চম স্থানে থাকা চিরাগ ভারতীয় ক্রিকেটার। ১৫ ম্যাচে ৪৯.৭৫ গড়ে পাঁচশো সাতানব্বই রান করেন চিরাগ। চারটি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। এবারের লীগের শীর্ষ রান সংগ্রাহকদের দুজনই জাতীয় দলে ম্যাচ খেলার দাবিদার। এবং নাঈম ইসলাম এ দল কিংবা বিসিবির অন্যান্য কার্যক্রমের সুযোগ পেতেই পারেন। ঘরোয়া লিগের সেরা পারফর্মাররা নিশ্চিতভাবে সুযোগ পাওয়ার দাবিদার।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button