| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন এনামুল

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মে ০২ ১১:১৪:৪২
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন এনামুল

সময়ের দাবি মিটিয়ে ছন্দে থাকা ওপেনারকে দলে ফেরানোর ব্যাপারে সহমত নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। তাতে তিন বছর পর আবার জাতীয় দলে ফিরছেন ২৯ বর্ষী বিজয়। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে, শ্রীলঙ্কা সফরে। সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১৫ সালের নভেম্বরে।

আর শেষ টেস্ট ২০১৪ সালের সেপ্টেম্বরে। একটা সময় তামিমের সঙ্গে জাতীয় দলে নিয়মিত ওপেনিং করতেন বিজয়। ২০১৫ বিশ্বকাপে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে চোটাক্রান্ত হওয়ায় দল থেকে বাদ পড়ে যান। ওয়ানডে দিয়ে ফিরতে সময় লাগে চার বছর। একাধিকবার জাতীয় দলে ফিরলেও থিতু হতে পারেননি।

ঢাকা লিগের এবারের আসরে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলেছেন বিজয়। লিগের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ রান করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক আসরে ১৫ ম্যাচে তিন সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ৮১.২৮ গড়ে প্রায় একশ স্ট্রাইকরেটে ১,১৩৮ রান করেছেন।

আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক আসরে সর্বোচ্চ ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। তার রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন বিজয়। ঈদের ছুটি কাটিয়ে ৯ মে মুমিনুল হকের দল অনুশীলন শুরু করবে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে। সফরকারী শ্রীলঙ্কা অনুশীলন করবে মিরপুরে।

বিকেএসপিতে ১১-১২ মে লঙ্কানরা খেলবে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ। ‘বিসিবি একাদশ’ নামে নির্বাচকরা দল চূড়ান্ত করে ফেলেছেন। বিজয়কে সুযোগ দেয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও তার থাকার সম্ভাবনা প্রবল।

জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে জুন-জুলাইয়ে। টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি, তিন সংস্করণেই খেলবেন সাকিব-তামিম-মুমিনুলরা। একই সময়ে বাংলাদেশ ‘এ’ দলেরও সফর আছে ওয়েস্ট ইন্ডিজে। একটি চার দিনের ও পাঁচটি ওয়ানডে খেলবে ‘এ’ দল।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button