| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কা সিরিজে ২ তারকা ক্রিকেটারকে বাদ দেয়ার কারন জানালেন নান্নু

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ এপ্রিল ২৪ ২১:৫৫:২৩
শ্রীলঙ্কা সিরিজে ২ তারকা ক্রিকেটারকে বাদ দেয়ার কারন জানালেন নান্নু

ঘরের মাঠে সর্বশেষ সিরিজে দলে ছিলেন, একাদশেও ছিলেন; কিন্তু ঘরের মাঠের অজুহাত দিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাদ দেয়া হলো এই পেসারকে।

আজ বিকেলে ঘোষণা করা হয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড। যেখানে দেখা যাচ্ছে আবু জায়েদ রাহী এবং সাদমান ইসলাম। ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ।

টিম ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে জানতে চাওয়া হয় আবু জায়েদ রাহীকে কেন দলে নেয়া হয়নি? জবাবে অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আবদুর রাজ্জাককে পাশে নিয়ে নান্নু বলেন, ‘রাহীর ব্যাপারটা হলো হোম সয়েলে (ঘরের মাঠে) খেলা। যখন বাড়তি সুইং দরকার হয়, বিদেশের মাটিতে ওকে নিয়ে আমরা চিন্তা করি।’

এ সময় রেজাউর রহমান রাজাকে কেন নেয়া হলো সে যুক্তিও তুলে ধরেছেন তিনি। নান্নু বলেন, ‘তো (রেজাউর) রাজা তো আমাদের এইচপি ট্রেনিংয়ে যথেষ্ট উন্নতি করেছে। ঘরোয়াতেও আমরা বেশ কিছু বোলিং দেখেছি। ভালো গতিতে বল করতে পারে। তো পেসের ভ্যারিয়েশনের জন্য এই জায়গাটায় আমরা একটু চেঞ্জ এনেছি।’

পরক্ষণে ইনজুরি শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। শরিফুলকে দলে রাখা হয়েছে। কিন্তু কেন? তার তো শারীরিক অবস্থাও ভালো না। এসব নিয়ে নানু বলেন, ‘এছাড়া কিছু ইনজুরি কনসার্নও আছে আমাদের। যেহেতু শরিফুল পুরোপুরি ফিট না, তবু আশা করছি ফিজিওর যে রিপোর্ট আছে আমাদের কাছে, প্রথম টেস্টে ওকে আমরা পেয়ে যেতে পারি। এছাড়া খালেদ আর এবাদত তো আছেই। যেহেতু হোম সয়েলে খেলা, তিনটা পেস বোলার তো লাগবেই। সে চিন্তা করেই রাজাকে ব্যাকআপ হিসেবে নেওয়া।’

নান্নু পরক্ষণে বোঝাতে চাইলেন, রাহীকে বাদ দেয়া হনি। ঘরের মাঠে খেলার কারণে আপাতত তাকে বাইরে রাখা হয়েছে। তিনি বলেন, ‘কিছু কিছু স্টেপ আছে প্লেয়ারদের কম্বিনেশন তৈরি করতে হয়। রাহী থাকছে না এটা ঠিক না। সে তো গত সিরিজেও দলে ছিল। যেহেতু হোম সয়েলে খেলা, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি হোম সয়েলে যেহেতু আমাদের অন্য একটা পরিকল্পনায় খেলা হয় তাই ওকে বাদ রেখেছি।’

মোস্তাফিজের বিষয়টা কী হলো? তাকে কি চিন্তায় আনেননি নির্বাচকরা? জবাবে নান্নু বলেন, ‘আমরা যতগুলো চুক্তির ক্রিকেটার আছে সবাইকে নিয়ে আলোচনা করি। মোস্তাফিজকে নিয়েও আলোচনা করেছি। এটা আমাদের মাথায় আছে। যখন দলের প্রয়োজন হবে তখন দেখবো। এখন আমরা প্রথম টেস্টের দল দিয়েছি। যদি দ্বিতীয় টেস্টে দরকার হয় তখন চিন্তা করবো।’

তাহলে সাদমানকে কেন বাদ দেয়া হলো? সে জবাবও দিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘যেহেতু হোম সয়েলে খেলা সাদমানকে আমরা অনুশীলন ম্যাচে দলে রেখেছি। আরও কিছু প্লেয়ার আছে ওই জায়গাটায়। তৈরি রাখা হচ্ছে সব প্লেয়ারকে। যাকে যখন দরকার হবে তখন নেওয়া হবে। এখন তো বায়োবাবলের রেসট্রিকশন নেইভ তাই যখন যাকে দরকার দলে নেয়া যাবে।’

ক্রিকেট

ব্রেকিং নিউজ : এশিয়া কাপের চুড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি

ব্রেকিং নিউজ : এশিয়া কাপের চুড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের আসন্ন দুই বড় ইভেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট ...

এশিয়া কাপ : ভারত পাকিস্থান ম্যাচ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর

এশিয়া কাপ : ভারত পাকিস্থান ম্যাচ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে অবশেষে আনুষ্ঠানিক অবস্থান জানালো ভারত সরকার। যুব ও ক্রীড়া ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

পিএসজি বনাম অ্যাঞ্জার্স: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য লাইনআপ ও ম্যাচ প্রেডিকশন

পিএসজি বনাম অ্যাঞ্জার্স: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য লাইনআপ ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক: ফ্রেঞ্চ লিগ ওয়ানের আসরে জমজমাট এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই ...

Scroll to top

রে
Close button