এখন পর্যন্ত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি কোনো ক্রিকেটার

আজ (২০ এপ্রিল) বিসিবিতে এসে ক্রিকেটাররা সেই আনুষ্ঠানিকতা সারলেন। এদিন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে ইনফরম্যাল আলোচনাও করে ক্রিকেটাররা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হোন জালাল ইউনুস। সাংবাদিকদের এদিন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানান, পরবর্তী কেন্দ্রীয় চুক্তির আগে বোর্ড থেকে ক্রিকেটারদের কে কোন ফরম্যাটে খেলবে সে বিষয়ে নির্দেশনা দেওয়ার পরিকল্পনা করছেন তারা।
গণমাধ্যমে মুখোমুখি হয়ে আজ ক্রিকেটারদের বিসিবির হোম অব ক্রিকেটে আসা নিয়ে জালাল ইউনুস বলেন, ‘কেন্দ্রীয় চুক্তি আগেই ঠিক হয়েছিল। কিন্তু ওরা দেশের বাইরে থাকায় সাইন করতে পারেনি। তাই আজকে আমরা ওদের সবাইকে ডেকেছিলাম। কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কাজের জন্য। এছাড়া প্রায় ১৭-১৮ জনের মতো ছিল। তারা এসে আনুষ্ঠানিকতা সেরেছে।’
এরপরই ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জানান, ক্রিকেটারদের কে কোন ফরম্যাটে খেলবে এখন থেকে এই সিদ্ধান্ত বোর্ড নিতে যাচ্ছে। তবে অবশ্য সে ক্রিকেটারের মতামতের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা তো চাই, তারা চুক্তি অনুযায়ী খেলুক। তবে কেউ যদি ব্যক্তিগত সমস্যায় খেলতে না পারে, সেটাকে আমরা ভিন্ন দৃষ্টিতে দেখে থাকি।
তবে আমার মনে হয়, এখন সময় এসেছে আমরা যে কোনো ক্রিকেটারকে বলতে পারি, তোমাকে এই ফরম্যাটে খেলতে হবে। তখন সে হয়ত বলতে পারে, সে অ্যাভেলেবল না। তবে আমরাই বলে দিবো, তুমি এই এই ফরম্যাটে খেলবে। এটা বোর্ড থেকে বলে দিতে চাই, উই ওয়ান্ট ইউ ফর দিজ দিজ ফরম্যাট।’
জালাল ইউনুস এদিন সাকিবকে শ্রীলঙ্কা সফরে পাওয়ার বিষয়েও কথা বলেন। তার ভাষ্যে, ‘সাকিব শ্রীলঙ্কা সিরিজের জন্য অ্যাভেলেবল, এটা আমরা জানতাম। সে আমাদের বলেছিল, তার পরিবার আমেরিকা যাওয়ার পর সে জানাবে কবে ফিরতে পারে। এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তবে সে আগেই বলেছিল, শ্রীলঙ্কা সিরিজের জন্য সে ফ্রি।’
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আরও যোগ করেন, ‘সাকিবের শ্রীলঙ্কা সিরিজের বিষয়ে আমি জানলেও প্রিমিয়ার লিগে তার খেলার সিদ্ধান্তটা হঠাৎ করেই নেওয়া। এটা আমার জানা নাই। আর আমরা চাই সাকিব সবসময় দলে থাকুক। সে খেললে আমাদের বোলিং-ব্যাটিং দুটিতেই ব্যালেন্স থাকে।’
- বিসিবির বড় চমক, এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দলে রয়েছে চমক
- বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি
- শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা, সেনাপ্রধানের কড়া বার্তা
- গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা
- সকালে পাকা কলা খাওয়ার ৫ সতর্কতা, না মানলে হতে পারে ক্ষতি
- মালয়েশিয়া প্রবাসে নতুন যুগ: বিনা খরচে চাকরির সুযোগ, দালালদের দিন শেষ
- টাকার রেট: ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা,জেনেনিন
- ট্রাইব্যুনালে এসে যা বললেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
- দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : টিকিটে অর্ধেক ছাড় ঘোষণা করলো সৌদি এয়ারলাইন্স
- দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা? জানুন সর্বশেষ দাম
- এই হলো টাইগার ক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়