| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

আইপিএল : কলকাতার বিপক্ষে বাটলারের রেকর্ড

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ এপ্রিল ১৯ ০৯:৫৯:০০
আইপিএল : কলকাতার বিপক্ষে বাটলারের রেকর্ড

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলে ৬১ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন বাটলার। ৫ ছক্কা ও ৯ চারের পসরা সাজানো ছিল ইনিংসটিতে। চলতি আইপিএলে এটি বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি। মুম্বাইয়ের বিপক্ষে এর আগে তিনি খেলেছিলেন ঠিক ১০০ রানের ইনিংস। আইপিএলে এক আসরে একাধিক সেঞ্চুরি করা ষষ্ঠ ক্রিকেটার হলেন বাটলার। আইপিএলে সবশেষ সাত ইনিংসে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি হাঁকিয়েছেন এ মারকুটে ব্যাটার।

এর আগে টস জিতে কলকাতা ব্যাটিং করতে পাঠায় রাজস্থানকে। রাজস্থানের দুই ওপেনার ব্যাটিং করতে নেমে ৯.৩ ওভারে ওভারপ্রতি ১০ রানরেটে ৯৭ রান তুলে ফেলেন। এর মধ্যে দেবদূত পাড়িকালের সংগ্রহ ছিল ১৮ বলে ২৪ রান। নবম ওভারে তাকে বোল্ড করে ফেরান কলকাতার ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন। নিজের ১৫০তম ম্যাচ খেলতে নেমে উইকেট নিয়ে স্মরণীয় করে রাখেন তিনি।

পাড়িকালের বিদায়ের পর উইকেটে আসা অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বাটলার। এই দুজনের তাণ্ডবে মাত্র ৫.৪ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৬৭ রান। ১৬তম ওভারে আন্দ্রে রাসেলের বলে বিদায় নেন ১৯ বলে ৩৮ রান করা রাজস্থান অধিনায়ক। তার ইনিংসে ৩টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কার মার।

স্যামসনের বিদায়ের পর নিজের সেঞ্চুরি তুলে নেন জস বাটলার। কলকাতার পেসার প্যাট কামিন্সের ফুলটস বল মাথার ওপর দিয়ে বাউন্ডারি ছাড়া করে চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার। ১০৩ রানের ইনিংসে ৯টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৫টি চার। ১৭তম ওভারের চতুর্থ বলে বরুণ চক্রবর্তির শিকার হয়ে ফেরেন তিনি। মুম্বাই ও কলকাতার বিপক্ষে সেঞ্চুরি ছাড়াও পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে।

রাজস্থানের ইনিংসের শেষের দিকে ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা হেটমায়ার। ১৩ বল খেলে ২ চার ও ২ ছয়ে ২৬ রান করেন তিনি।কলকাতার পক্ষে মাত্র ২১ রানে দুই উইকেট শিকার করেন সুনিল নারাইন।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button