আইপিএল : কলকাতার বিপক্ষে বাটলারের রেকর্ড

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলে ৬১ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন বাটলার। ৫ ছক্কা ও ৯ চারের পসরা সাজানো ছিল ইনিংসটিতে। চলতি আইপিএলে এটি বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি। মুম্বাইয়ের বিপক্ষে এর আগে তিনি খেলেছিলেন ঠিক ১০০ রানের ইনিংস। আইপিএলে এক আসরে একাধিক সেঞ্চুরি করা ষষ্ঠ ক্রিকেটার হলেন বাটলার। আইপিএলে সবশেষ সাত ইনিংসে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি হাঁকিয়েছেন এ মারকুটে ব্যাটার।
এর আগে টস জিতে কলকাতা ব্যাটিং করতে পাঠায় রাজস্থানকে। রাজস্থানের দুই ওপেনার ব্যাটিং করতে নেমে ৯.৩ ওভারে ওভারপ্রতি ১০ রানরেটে ৯৭ রান তুলে ফেলেন। এর মধ্যে দেবদূত পাড়িকালের সংগ্রহ ছিল ১৮ বলে ২৪ রান। নবম ওভারে তাকে বোল্ড করে ফেরান কলকাতার ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন। নিজের ১৫০তম ম্যাচ খেলতে নেমে উইকেট নিয়ে স্মরণীয় করে রাখেন তিনি।
পাড়িকালের বিদায়ের পর উইকেটে আসা অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বাটলার। এই দুজনের তাণ্ডবে মাত্র ৫.৪ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৬৭ রান। ১৬তম ওভারে আন্দ্রে রাসেলের বলে বিদায় নেন ১৯ বলে ৩৮ রান করা রাজস্থান অধিনায়ক। তার ইনিংসে ৩টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কার মার।
স্যামসনের বিদায়ের পর নিজের সেঞ্চুরি তুলে নেন জস বাটলার। কলকাতার পেসার প্যাট কামিন্সের ফুলটস বল মাথার ওপর দিয়ে বাউন্ডারি ছাড়া করে চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার। ১০৩ রানের ইনিংসে ৯টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৫টি চার। ১৭তম ওভারের চতুর্থ বলে বরুণ চক্রবর্তির শিকার হয়ে ফেরেন তিনি। মুম্বাই ও কলকাতার বিপক্ষে সেঞ্চুরি ছাড়াও পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে।
রাজস্থানের ইনিংসের শেষের দিকে ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা হেটমায়ার। ১৩ বল খেলে ২ চার ও ২ ছয়ে ২৬ রান করেন তিনি।কলকাতার পক্ষে মাত্র ২১ রানে দুই উইকেট শিকার করেন সুনিল নারাইন।
- বিসিবির বড় চমক, এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দলে রয়েছে চমক
- বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি
- শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা, সেনাপ্রধানের কড়া বার্তা
- গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা
- সকালে পাকা কলা খাওয়ার ৫ সতর্কতা, না মানলে হতে পারে ক্ষতি
- মালয়েশিয়া প্রবাসে নতুন যুগ: বিনা খরচে চাকরির সুযোগ, দালালদের দিন শেষ
- টাকার রেট: ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা,জেনেনিন
- ট্রাইব্যুনালে এসে যা বললেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
- দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : টিকিটে অর্ধেক ছাড় ঘোষণা করলো সৌদি এয়ারলাইন্স
- দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা? জানুন সর্বশেষ দাম
- এই হলো টাইগার ক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়