গোল মিসের মহড়ায় শেষ হলো মঙ্গোলিয়া ও বাংলাদেশের ম্যাচ

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে সফরকারীদের চাওয়া ছিল ড্র। ২১ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ দেখায় বাংলাদেশকে ড্রয়ে রুখে দিয়েছিল তারা।
এবারও শেষ পর্যন্ত মঙ্গোলিয়ার চাওয়া পূরণ হয়েছে। সৌদি আরবের দাম্মামের স্মৃতির পুনরাবৃত্তি সিলেটে করতে চেয়েছিল তারা। পুরো ম্যাচে বাংলাদেশের পোস্টে কোনো শট না নিয়ে, নিজেদের রক্ষণ আগলে রেখে তা করেই ছাড়ল তারা।
এদিকে নতুন বছরেও প্রত্যাশিত শুরু পেল না বাংলাদেশ। বাংলাদেশের কোচ হিসেবে জয়হীন থাকলেন হাভিয়ের কাবরেরাও। বছরের প্রথম ম্যাচে কদিন আগেই মালদ্বীপের মাঠে ২-০ গোলে হেরে এসেছে দল। সিলেটে সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার চাওয়া ছিল। কিন্তু তা পূরণের জন্য দরকারি গোল ছিল না সুমন-জীবন কারো পায়ে!
স্বস্তি বলতে মঙ্গোলিয়ার কাছে অপরাজিত থাকল বাংলাদেশ। ২০০২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে ৩-০ গোলের জয়ের পর দুই দলের ফিরতি লেগ ২-২ ড্র হয়েছিল।
এদিন দুটি পরিবর্তন এনে একাদশ সাজান হাভিয়ের কাবরেরা। ৪-১-৪-১ ফরমেশনে বিশ্বনাথ ঘোষ ও বিপলু আহমেদের বদলে রিমন হোসেন ও আতিকুর রহমান ফাহাদকে খেলান তিনি। গ্যালারিতে দর্শকের উপস্থিতিও ছিল বেশ।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ কড়া নাড়ে দরজায়। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেন আড়াআড়ি ক্রস বাড়ান গোলমুখে। গোলরক্ষকের গ্লাভস গলে বল বেরিয়ে গেলেও ঠিক পজিশনে থাকতে না পারা সুমন রেজা পারেননি পা ছোঁয়াতে।
চতুর্থ মিনিটে মাঠে একটি কুকুর ঢুকে পড়লে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। মিনিট চারেক ফের শুরু হয় খেলা। দশম মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। কিন্তু জামালের কর্নার লাফিয়ে উঠেও হেড করতে পারেননি ইয়াসিন আরাফাত।
পাঁচ মিনিট পর দুই জনকে কাটিয়ে ইয়াসিন নিখুঁত থ্রু পাস বাড়ান। অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে সুযোগ নষ্ট করেন ইব্রাহিম। বাকিটা সময় নিজের ছায়গা হয়ে ছিলেন এই ফরোয়ার্ড।
বাংলাদেশের গোল না পাওয়ার হতাশা আরও বাড়ে ৪১তম মিনিটে। সোহেল রানা পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের উপর থেকে শরীরটা ঘুরিয়ে শট নেন সুমন। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপিয়ে ফেরে।
প্রথমার্ধের যোগ করা সময়ে জামালের ফ্রি কিকে ইয়াসিন হেড বুক দিয়ে নামিয়ে নেন সুমন। কিন্তু ক্রসবারের উপর দিয়ে মেরে হতাশা আরও বাড়ান তিনি।
দ্বিতীয়ার্ধেও শুরুর দিকে বাংলাদেশের খেলায় ছিল না চেনা ধার। ৬১তম মিনিটে সুমনকে তুলে অভিজ্ঞ ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনকে নামান কাবরেরা। সুমনের গোলের অপেক্ষা আরও বাড়ল। একমাত্র গোলটি তিনি করেছিলেন গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে।
দশ মিনিট পর রিমনের নিচু পাসে জামালের ফ্লিক কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক। ৭৫তম মিনিটে দুটি পরিবর্তন আনেন কাবরেরা। রাকিব ও জামালকে তুলে বিপলু ও জাফর ইকবালকে নামান। সিলেটের ছেলে বিপলু লাইনের পাশে আসতেই গ্যালারির উচ্ছ্বাস আরও বাড়ে। চার মিনিট পর জাফরের পাসে বিপলুর ভলি যায় বাইরে।
শেষ দিকে আরও দুটি পরিবর্তন আনেন স্বাগতিক কোচ। ইব্রাহিম ও ফাহাদকে তুলে জুয়েল ও রায়হানকে নামান। লং থ্রোয়ে রায়হান কিছু হেডের পথ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু সেটাও কাজে লাগাতে পারেনি কেউ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রায়হান শটও যায় ক্রসবারের উপর দিয়ে। তাতে ম্যাচজুড়ে বাংলাদেশের আধিপত্য করার গল্পের শেষটা হয়নি জয়ের রঙে রঙিন।
- বিসিবির বড় চমক, এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দলে রয়েছে চমক
- বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি
- শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা, সেনাপ্রধানের কড়া বার্তা
- গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা
- সকালে পাকা কলা খাওয়ার ৫ সতর্কতা, না মানলে হতে পারে ক্ষতি
- মালয়েশিয়া প্রবাসে নতুন যুগ: বিনা খরচে চাকরির সুযোগ, দালালদের দিন শেষ
- টাকার রেট: ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশের কত টাকা,জেনেনিন
- ট্রাইব্যুনালে এসে যা বললেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
- দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : টিকিটে অর্ধেক ছাড় ঘোষণা করলো সৌদি এয়ারলাইন্স
- দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা? জানুন সর্বশেষ দাম
- এই হলো টাইগার ক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়