| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

গত দেড় বছরে না পেলেও হুট করেই নতুন সুখবর উড়ে এলো বাংলাদেশ ফুটবল দলের জন্য

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মার্চ ২১ ২৩:১৯:২০
গত দেড় বছরে না পেলেও হুট করেই নতুন সুখবর উড়ে এলো বাংলাদেশ ফুটবল দলের জন্য

2020, বাংলাদেশ ঘরের মাঠে নেপালের বিপক্ষে তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। জামাল পরবর্তীতে বিশ্বকাপ বাছাইপর্ব, এসএএফ চ্যাম্পিয়নশিপ, রাজাপাকসে টুর্নামেন্ট সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। প্রায় দেড় বছর ধরে আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে দেশের মানুষ।

অবশেষে সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে বসে লাল-সবুজের প্রতিনিধিদের ম্যাচ দেখার সুযোগ পাবে সমর্থকরা। বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সিলেট জেলা স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার নিয়ে বলেন, ‘আমরা অবশ্যই সর্বোচ্চ সংখ্যক দর্শক খেলা দেখতে পারে সেই চেষ্টা করব। দর্শকদের প্রবেশাধিকার ও স্বাস্থ্যগত বিষয়ে ফুটবল ফেডারেশন জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করছে।’

এর আগে ২০১৪ সালে নেপাল ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের ম্যাচে সিলেটে উপচে পড়া দর্শক হয়েছিল। সিলেট জেলা স্টেডিয়ামই এখন মূলত ফিফা স্বীকৃতি ভেন্যু। সেখানে মঙ্গোলিয়া ম্যাচের বিষয়ে বাফুফের প্রস্তুতি সম্পর্কে নাবিল বলেন, ‘আমরা সিলেটে আন্তর্জাতিক ম্যাচ করব এই লক্ষ্যে বছরের শুরুতে নানা পদক্ষেপ নিয়েছি। গ্যালারি, মাঠ, ড্রেসিংরুমসহ সব কিছুই প্রস্তুত।’

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া সমর্থকদের ভালোবাসায় খেলা উপভোগ করেন। তিনি বলেন, ‘আবার দেশে সমর্থকদের সামনে খেলব এটা ভেবে ভালো লাগছে।’ এর আগে আগামী ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশি প্রবাসী অনেক।

এর আগে সাফে বাংলাদেশের অনেক দর্শক মাঠে প্রবেশ করতে পারেনি। এই প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রবাসীদের বেশি টিকিট পাওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আশা করি আগের তুলনায় বাংলাদেশের প্রবাসীরা বেশি থাকবে৷ যদি কম সুযোগ পায়, তাহলে ফুটবল ফেডারেশনের বিষয়টি দেখা দরকার।’

এদিকে গত শনিবার (১৯ মার্চ) থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। নতুন কোচের পরিকল্পনা অনুযায়ী পজিটিভ ফুটবল খেলতে চায় তারা। কিংস অ্যারেনায় তিন দিন অনুশীলনের পর ২২ মার্চ মালদ্বীপের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।

২৪ মার্চ মালেতে মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলবে লাল-সবুজরা। এরপর ২৫ মার্চ দেশে ফিরে ২৬ মার্চ সিলেট যাবে ক্যাবরেরার শিষ্যরা। ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে আজ খেলোয়াড়দের কোভিড টেস্ট করানো হবে।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button