| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের অনুরোধ রাখলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মার্চ ১৫ ১২:৫১:২২
বাংলাদেশের অনুরোধ রাখলো আইসিসি

মূলত করোনার কারণে বেশ কিছু সিরিজ বাতিল হওয়ায় সেগুলোকে এফটিপিতে ফিট করতেই এ উদ্যোগ নেওয়া। কারণ দলগুলোকে সুপার লিগের সিরিজ খেলতেই হবে। যদিও করোনার কারণে খুব বেশি সিরিজ পরিত্যক্ত হয়নি বাংলাদেশের। ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেনি। টাইগারদের টানা খেলা থাকায় এ বছরও হচ্ছে না সফরটি। ২০২৩ সালের মে মাসে হবে অ্যাওয়ে সিরিজটি।

এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মূলত বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের অনুরোধে বিশ্বকাপ সুপার লিগের সময় বাড়িয়েছে আইসিসি। টানা খেলা থাকায় সিরিজের জন্য সময় বের করা সম্ভব হচ্ছিল না। এখন দেড় মাস বেড়ে যাওয়ায় আগামী বছর মে মাসে খেলা যাবে। যদিও এখন পর্যন্ত সূচি করা হয়নি। করোনার কারণে আরও কিছু দেশের সিরিজ বাকি রয়েছে। তাদেরও সুবিধা হলো এতে করে।’

বিশ্বকাপ সুপার লিগে প্রতিটি দল আটটি করে সিরিজ খেলবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। গত ১৪ মাসে পাঁচটি সিরিজ খেলেছে বাংলাদেশ। যার তিনটি দেশে এবং দুটি বিদেশে। উইন্ডিজের পর শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে খেলেছে হোম সিরিজ।

এই তিন সিরিজে ৯ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট যোগ করতে পেরেছে টাইগাররা। বাকি দুটি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েতে। নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হলেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ৩০ পয়েন্ট অর্জন করেন তামিম ইকবালরা। ১৫ ম্যাচ খেলে ১০০ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলের শীর্ষে বাংলাদেশ।

এ মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আরেকটি সিরিজ। তামিমরা এরই মধ্যেই জোহানেসবার্গে পৌঁছে গেছেন। ১৮, ২০ ও ২৩ মার্চ হবে তৃতীয় অ্যাওয়ে সিরিজটি। ২০২২ সালে টাইগারদের বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজ এটি। বাকি দুটি সিরিজ হবে আগামী বছর মার্চ ও মে মাসে। ইংল্যান্ড ঢাকায় খেলতে আসবে আগামী বছর মার্চে। বিশ্বকাপ সুপার লিগের সিরিজের পাশাপাশি টি২০ ম্যাচও খেলবে তারা। আয়ারল্যান্ডেও তিন ম্যাচ ওয়ানডের সঙ্গে টি২০ খেলবে বাংলাদেশ।

এ বছর টি২০ বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন্দ্রিকও অনেক খেলা রয়েছে টাইগারদের। দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দেশে হবে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ।

৬ জুন থেকে ১৭ জুলাই দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। আগস্টে জিম্বাবুয়েতে পাঁচ ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলে দেশে ফিরবে।

টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি২০ এশিয়া কাপ খেলবেন মাহমুদউল্লাহরা। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ শেষ করে নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলবে দেশে।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button