| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

শেন ওয়ার্নকে নিয়ে গাভাস্কারের বেফাঁস মন্তব্যে, ক্রিকেট দুনিয়ায় সমালোচনার ঝড়

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মার্চ ০৭ ২০:৫৭:২৫
শেন ওয়ার্নকে নিয়ে গাভাস্কারের বেফাঁস মন্তব্যে, ক্রিকেট দুনিয়ায় সমালোচনার ঝড়

কারণ লেগ স্পিন জাদুকরকে নিয়ে সবাই যেখানে ভালো ভালো কথা বলছেন, সুন্দর মেমোরি শেয়ার করছেন, গাভাস্কার হেঁটেছেন ভিন্ন পথে। বিতর্কিত মন্তব্য করে ভারতীয় এই কিংবদন্তি ব্যাটার উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের চক্ষুশূল হয়েছেন।

১৪৫ টেস্ট খেলে ৭০৮টি উইকেট নিয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও যা দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৪ ওয়ানডে খেলে ওয়ার্ন নিয়েছেন ২৯৩টি উইকেট। লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন নিয়েছেন ৮০০ উইকেট। দু’জনকেই মানা হয় ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে।

গত বৃহস্পতিবার থাইল্যান্ডে নিজের ভিলায় মৃত অবস্থায় পাওয়া যায় শেন ওয়ার্নকে। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। যদিও বায়োপসি রিপোর্ট পাওয়ার পর থাই কর্তৃপক্ষ বলছে, ওয়ার্নের স্বাভাবিক মৃত্যুই হয়েছিল।

শেন ওয়ার্নের মৃত্যুর পর যখন চারদিকে তাকে নিয়ে শোকগাথা রচনা হচ্ছে, তখনই সুনিল গাভাস্কারকে জিজ্ঞেস করা হয়েছিল, অন্য স্পিনারদের তুলনায় ওয়ার্ন সেরাদের সেরা কিংবদন্তি স্পিনার কি না? এমন প্রশ্নের জবাবে গাভাস্কার লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে এগিয়ে রাখলেন।

ইন্ডিয়া টুডেকে শনিবার দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় কিংবদন্তি ব্যাটার বলেছেন, 'আপনারাই ভারতের বিপক্ষে তার (ওয়ার্ন) রেকর্ড দেখুন। খুবই সাদামাটা। ভারতের মাঠে। একবারই নাগপুরে সে ফাইফার পেয়েছিল। তাও জহির খান তাকে শট করতে গিয়েছিল একারণেই। স্পিনে ভালো খেলা ভারতের বিপক্ষে তার গড়পড়তা পারফরম্যান্সের কারণে তাকে আমি গ্রেটেস্ট বলব না। তার তুলনায় মুরালিধরন ভারতের বিপক্ষে অনেক উইকেট পেয়েছে। তাই আমি তার চেয়ে মুরালিধরনকে এগিয়ে রাখব।'

এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনেকেই গাভাস্কারকে এক হাত নিয়েছেন। কেউ কেউ তার এই মন্তব্যকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। কারো মতে, তিনি সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার।

মিহির ঝা নামের একজন বলেছেন, ‘ভারত এবং ভারতীয় ব্যাটারদের সঙ্গে তুলনা করে তিনি (গাভাস্কার) ওয়ার্নকে খাটো করেছেন। এখন কী তিনি শচিন টেন্ডুলকার সম্পর্কেও এমন মন্তব্য করবেন, যেখানে গ্লেন ম্যাকগ্রার বিপক্ষে শচিন তেমন ভালো খেলতেন না?’

ক্রিকেট

১২ রানে জয়ে শেষ হলোট্রিনবাগো নাইট রাইডার্স বনামসেন্ট কিটসের ম্যাচ

১২ রানে জয়ে শেষ হলোট্রিনবাগো নাইট রাইডার্স বনামসেন্ট কিটসের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চতুর্থ ম্যাচে দুর্দান্ত লড়াই শেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ...

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ শেষ হতেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। ...

ফুটবল

নেইমারকে সান্ত্বনা দিয়ে দারুণ প্রশংসায় ভাসালেন দিনিজ: ‘ফুটবলের এক অদ্ভুত প্রতিভা’

নেইমারকে সান্ত্বনা দিয়ে দারুণ প্রশংসায় ভাসালেন দিনিজ: ‘ফুটবলের এক অদ্ভুত প্রতিভা’

নিজস্ব প্রতিবেদক: ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের রাত কাটালেন নেইমার। ব্রাজিলের মোরুমবিস স্টেডিয়ামে ভাস্কো দা ...

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। ...

Scroll to top

রে
Close button