| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সাকিব মাহমুদউল্লাহ ও পাক ক্রিকেটার হাফিজরা থাকার পরেও বেছে নেয়া হলো অন্য এক টাইগার ক্রিকেটারকে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মার্চ ০৭ ১৩:০৬:৪১
সাকিব মাহমুদউল্লাহ ও পাক ক্রিকেটার হাফিজরা থাকার পরেও বেছে নেয়া হলো অন্য এক টাইগার ক্রিকেটারকে

চোটের কারণে অবশ্য শেষ কয়েক ম্যাচে তিনি খেলতে পারেননি। এবার ৫০ ওভারের সংস্করণে অনুষ্ঠিতব্য লিগের জন্য মুশফিক ফিরেছেন আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে।

ঢাকার ক্লাব ক্রিকেটে গত কবছর ধরেই মোহামেডান স্রেফ ঐতিহ্যের কঙ্কাল হয়ে টিকে ছিল। এক যুগের শিরোপা খরা ঘোচাতে এবার তারকা ও পারফর্মারে ঠাসা এক দল গড়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে বগুড়ায় থাকায় অনুষ্ঠানে থাকতে পারেননি সৌম্য সরকার ও নাজমুল ইসলাম অপু। এছাড়াও দলে আছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ শুভাগত হোম, রনি তালুকদার, সোহরাওয়ার্দী শুভ, আব্দুল মজিদ, পেসার সালাউদ্দিন সাকিল, তরুণ পেসার হাসান মাহমুদ ও এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান আরিফুল ইসলাম।

তাদের কোচ এবার দেশের খ্যাতিমান কোচ সরওয়ার ইমরান। তিনি নিশ্চিত করলেন, বিদেশি ক্রিকেটার হিসেবে আনা হচ্ছে মোহাম্মদ হাফিজকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই পাকিস্তানি অলরাউন্ডার লিগ শুরুর আগেই চলে আসবেন বলে জানালেন কোচ।

একটা দুর্ভাবনার জায়গা অবশ্য আছে মোহামেডানের জন্য। লিগের শুরু থেকে বেশ অনেকদিন বড় তারকাদের প্রায় সবাই দক্ষিণ আফ্রিকা সফরে থাকবেন জাতীয় দলের হয়ে। তারপরও যথেষ্ট ব্যালান্সড দল তারা গড়তে পেরেছে। মুশফিক-সাকিবদের অনুপস্থিতিতে তখন দলকে নেতৃত্ব দেবেন শুভাগত।

সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-মিরাজ-তাসকিনের সঙ্গে মঞ্চে থাকা মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বললেন, “এরকম একটা ফ্রেম আমি অনেক দিন স্বপ্ন দেখেছি। এবার সেই স্বপ্ন পূরণ হলো। আমাদের বোর্ড ও উপদেষ্টামণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাই, উনাদের অনেক চেষ্টায় আমরা এই ফ্রেম তৈরি করতে পেরেছি। আশা করি, মোহামেডান ক্লাব তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে।”একটু পর মুশফিক শোনালেন সেই ফ্রেমকে পূর্ণতা দেওয়ার আশাবাদ।

“এই ফ্রেমটা অনেক ভালো। তবে আমি চেষ্টা করব, এই ফ্রেমে যেন ট্রফিটা যুক্ত হয়। তাহলে ফ্রেম পূর্ণতা পাবে। মোহামেডান যে দল গড়েছে এবার, সবার সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়নশিপ অবশ্যই আমাদের কাছে আসবে। আমাদের সঙ্গে আছেন ইমরান স্যার, অনেক অভিজ্ঞ কোচ। আশা করি, তার হাত ধরে শিরোপা জিততে পারব আমরা।”

মোহামেডানে মুশফিক আগেও খেলেছেন, দিয়েছেন নেতৃত্ব। এবার তার নেতৃত্ব যখন শুরু হবে, ততদিনে বেশ কিছু ম্যাচ খেলে ফেলবে দল। তার আশা, দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে দলকে ভালো অবস্থানেই পাবেন।

“আমাদের দল সেভাবেই গড়া হয়েছে যে আমরা না থাকলেও গভীরতা অনেক থাকবে। সাকিব বা রিয়াদ ভাই কিংবা তাসকিনের মতো ক্রিকেটারদের তো বিকল্প হয় না। তবে বেশ কিছু অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের সমন্বয়ে আমাদের দলটা গড়া হয়েছে। জাতীয় দলে শুধু মোহামেডানের নয়, অন্যান্য দলেরও বেশ কজন ক্রিকেটার থাকবে, সবারই শক্তি কিছু কমবে।”

“আশা করি, আমরা ফেরার আগে খুব ভালো একটা জায়গায় পাব দলকে। আমরা সেই মোমেন্টাম সামনে এগিয়ে নিতে চেষ্টা করব।”গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলেই ঢাকা লিগে প্রত্যাবর্তন হয় সাকিবের। এবার মুশফিকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তিনিও বললেন শিরোপার কথা।“এবারও মোহামেডান ক্লাবের অংশ হতে পেরে ভালো লাগছে। ভালো এক দল ক্রিকেটার আছে। আশা করি মুশফিক ভাই যেটা বলেছেন, আমরা তা অর্জন করতে সক্ষম হব।”

ক্রিকেট

শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ডারউইনের উইকেটে শুরু থেকেই ব্যাটিং ছিল ভীষণ কঠিন। টপ অর্ডারের একের পর এক ...

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ শেষ হতেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। ...

ফুটবল

এভারটন বনাম লিডস ইউনাইটেড: একাদশ, প্রিভিউ, প্রেডিকশন ও ম্যাচ শুরুর সময়

এভারটন বনাম লিডস ইউনাইটেড: একাদশ, প্রিভিউ, প্রেডিকশন ও ম্যাচ শুরুর সময়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছর পর আবারও প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড। নিজেদের মাঠে নতুন ...

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। ...

Scroll to top

রে
Close button