টিমমেটদের সঙ্গে প্রতারণা : যা বললেন সাকিব

গত বৃহস্পতিবার (৩ মার্চ) সাকিব আল হাসানকে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছিল বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সাকিব খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। তবে তিন দিন না যেতেই ভিন্ন চিত্র দেখা গেল।
রোববার (৬ মার্চ) হঠাৎ দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়লেন সাকিব আল হাসান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, আমার মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয়, আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’
এরপর সাকিব যোগ করেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আমাকে প্যাসেঞ্জার মনে হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি একে বারেই ইনজয় করিনি। আমি চাই না দক্ষিণ আফ্রিকা সিরিজে এমন প্যাসেঞ্জার হয়ে থাকতে। একটু ব্রেক নিতে চাই। যদি আগ্রহটা ফিরে আসে। এ অবস্থায় খেললে টিমমেটদের সঙ্গেই প্রতারণা করা হবে।’
সাকিব অবশ্য কবে নাগাদ দেশে ফিরবেন, আর কবেই বা দলের সঙ্গে যোগ দেবেন সে বিষয়ে কিছুই জানাননি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ না হলেও টেস্টে ফিরতে পারেন এমন বার্তাই দিয়ে রেখেছেন তিনি। তিনি বলেন, ‘হয়তো ১৫-২০ দিনের বিশ্রাম শেষে ক্রিকেটে আমার আগ্রহটা আসতে পারে। হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারি।’
বোর্ডের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘বিসিবি সভাপতির সঙ্গে আমার সব সময় কথা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে পাপন ভাইয়ের সঙ্গে বেশি কথা বলেছি। পুরো সিরিজ খেলব বলাতেই আমাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এখন আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, এভাবে খেললে আমার টিমমেটদের সঙ্গেই চিট করা হবে। ‘
এদিকে আগামী ১৮ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২০ ও ২৩ মার্চ সিরিজের বাকি দুই ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩১ মার্চ মাঠে নামবে মুমিনুল হকরা। এরপর ৮ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষে দেশের উদ্দেশে রওনা দেবেন তামিম ইকবালরা।
- দেশের রাজনীতিতে নতুন মোড়: সেনাপ্রধানের আশঙ্কা কি সত্যি হতে চলেছে
- দারুন সুখবর : বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভিসা
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- ডলফিন ‘জেসিকা’ হত্যার ভিডিও ভাইরাল, জেনেনিন আসল খবর
- সৌদি আরবের জন্য কঠিন সতর্কবার্তা
- ২১ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম: ১৭ আগস্ট ২০২৫
- ৬,৬,৬,৬,৬,৬,৬,৬, ২৯ বলে, ১০ ছক্কায় গড়লেন ইতিহাস
- ঘণ্টায় ২৬০ কিমি: বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন, বিপদের আশঙ্কায় সতর্কতা জারি
- হাসনাত-সারজিসদের শোকজ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর
- খালি পেটে ভেজানো বাদাম খেলে যে ৭ অবিশ্বাস্য উপকার পাবেন
- আজকের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৫ – প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৭/৮/২০২৫ তারিখ
- মেসির দুর্দান্ত ম্যাজিকের পর শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ
- সোহান-বিজয়কে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি