ব্রেকিং নিউজ : বিপিএলের টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ক্রিকেটারদের তালিকা

উইল জ্যাকস, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে ফ্লেচারদের নামও আছে আলোচকদের মুখে। কিন্তু সবাইকে ছাপিয়ে একজন আগে থেকেই বসে আছেন ওই সিংহাসনে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে বিশ্ব সেরা ওয়ানডে অলরাউন্ডারের হাতেই উঠতে পারে বিপিএলের চতুর্থ, আসর সেরার পুরস্কার।
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের শেষের যাত্রা শুরু। বাকি আর মাত্র এক ম্যাচ। এরপরই নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল। কিন্তু আফসোস থাকবে একটাই, নতুন কোন অধিনায়কের হাতে উঠবে না স্বর্ণালি ট্রফি। সাকিব-ইমরুল দুই বন্ধুই যে আগে জিতেছেন এ আসরের শিরোপা।
আক্ষেপ হয়তো থেকে যাবে টুর্নামেন্ট সেরার পুরস্কারটারও। নতুন কারো হাতে যে উঠার সম্ভাবনা তারও কম। বিপিএলের জন্মলগ্ন থেকেই যে এ ট্রফিটার ওপর নিজের অধিকার জমিয়ে রেখেছেন একজন। সাকিব আল হাসান। এর আগে তিন টিনটা আসর সেরার গাড়ি গ্যারেজে গেছে তার। এবারও ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ আছে বলে তো মনে হচ্ছে না।
আধুনিক যুগের ক্রিকেটে এ রকম যে কোনো আসরে ক্রিকেটারদের দেয়া হয় ফ্যান্টাসি পয়েন্ট। ম্যাচজুড়ে তাদের ব্যাটিং, বলিং, ফিল্ডিং এমনকি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের কার্যকলাপ বিবেচনায় নেওয়া হয় এখানে। বিপিএলের শুরু থেকে দেওয়া সেই পয়েন্টে সবার থেকে এগিয়ে সাকিব আল হাসান। ১০ ম্যাচের তার পয়েন্ট ৯১১।
আর হবেই বা না কেন? ইতোমধ্যে টুর্নামেন্টের সেরা ১০ রান সংগ্রাহকের মধ্যে নাম আছে তার। ফাইনালের আগে বোলিংয়ে আছেন তিন নম্বরে। ইকোনমি, স্ট্রাইক রেট বিবেচনায় নিলে তার ধারে কাছে নেই অন্য কেউ। আর অধিনায়কত্ব তো সেভেন্টি ফাইভকে নিয়ে গেছে অনন্য এক মাত্রায়।
সাকিব বিপিএলে কি করেছেন তার একাটা ধারণা পরিসংখ্যান দেখলেই পাওয়া যাবে। যদিও পরিসংখ্যানও সবকিছু বলতে পারে না। মাঠে সাকিব কতটা প্রভাব রাখে তা বুঝতে গোটা টুর্নামেন্টে গভীরভাবে অবলোকন করলে তবেই বোঝা যায়। তবুও একবার সাকিবের পারফরম্যান্সে চোখ বুলানো যাক।
টুর্নামেন্টে ব্যাট হাতে সাকিবের রানসংখ্যা ২৭৭। ১০ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করে ৩০.৭৮ গড়ে এই রান করেছেন তিনি। স্ট্রাইক রেটটাও চমৎকার। ১৪৫.৭৯ স্ট্রাইক রেটে ২৩ চার ও ১৫ ছয়ে এই রান সাকিবের। তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন সাকিব। মিস্টার অলরাউন্ডার বল হাতেও সেরাদের সেরা। উইকেট নিয়েছেন ১৫টি।
সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তিনে থাকা সাকিবের গুরুত্ব বুঝতে তাকান তার ইকোনোমি রেটের দিকে। মাত্র ৫.১৪ ইকোনোমিতে রান দিয়েছেন সাকিব। টি টোয়েন্টিতে সাতের উপরেও ইকোনমিও সমীহ জাগানোর মতো। সেখানে সাকিব কিপ্টে বোলিংয়ে যে চাপ তৈরি করেছেন তাতেই প্রতিপক্ষ অনেকটা ব্যাকফুটে চলে গেছে।
পরের জায়গাটা মেহেদী মিরাজের। অধিনায়কত্ব হারিয়ে আবেগি হলেও, পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারা মিরাজকে সমর্থকরা ভালোবাসা দিয়েছে উজাড় করে। মাঠে তার উপস্থিতি আলাদা আত্মবিশ্বাস জুগিয়েছে চ্যালেঞ্জারদের। তরুণ একটা দলকে একাট্টা রাখতে নিজের জায়গা থেকে সর্বোচ্চ করেছেন মেহেদী হাসান মিরাজ।
এরপর টানা তিনটা জায়গা ধরে রেখেছেন বিদেশি ক্রিকেটাররা। প্রথম জন ফরচুন বরিশালের ডোয়াইন ব্রাভো। দলটার প্রাণভোমরা যদি হন সাকিব, তাহলে এক্স ফ্যাক্টর অবশ্যই মিস্টার চ্যাম্পিয়ন। ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে না পারলেও, বল হাতে তার স্লোয়ারগুলো ভুগিয়েছে প্রতিপক্ষকে। তাই তো উইকেটশিকারির তালিকায় এখনো তিনি নাম্বার টু। চট্টগ্রামের উইল জ়্যাকস আছেন পরের স্থানে। ৬৭৪ পয়েন্ট আছে তার দখলে।
অনেকটা একা হাতেই চট্টলার টপ অর্ডার সামলেছেন এই ইংলিশ। কেনার লুইসের নিষ্প্রভতা তাই খুব বেশি ভোগাতে পারেনি আফিফের দলকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যাকস জ্বলে উঠতে না পারার কারণেই, কুমিল্লাকে বড় কোনো টার্গেট দিতে ব্যর্থ চ্যালেঞ্জার্স। বাদ পড়তে পড়তে যেভাবে ফিরে এসেছে চট্টগ্রাম তাতে বড় একটা ভূমিকা রেখেছেন মাঠে ব্যাট হাটে ঝড় তোলা এই ডায়নামাইট।
আন্দ্রে ফ্লেচারকে ভুলে গেলে কীভাবে হবে? সৌম্য মুশির রান খড়ার টুর্নামেন্টে যে খুলনা টাইগার্সের মূল কারিগর ছিলেন এই ক্যারিবিয়ান। মাথায় আঘাত নিয়ে এক ম্যাচে কনকাশনে যেতে হয়েছিল হাসপাতালে। কিন্তু, মাঠের মানুষ দমে যান নি তাতেও। সেঞ্চুরি হাঁকিয়ে জানান দিয়েছিলেন নিজের অপরিহার্যতা। কিন্তু সতীর্থদের ভুলে তিনি নেই এখন আর সেরার দৌঁড়ে।
শেষ নামটা আবারও এক বাংলাদেশির। বলা যায় টুর্নামেন্টের শুরুর প্রথমার্ধে তার নামটাই সবচেয়ে বেশিবার শোনা যাচ্ছিল টুর্নামেন্ট সেরার গল্পে। কিন্তু, দল হার মানায়, তাকেও ছিটকে যেতে হয়েছে রেস থেকে। তামিম ইকবাল, দল না পারলেও তিনি পেরেছেন নিজের জাত চেনাতে। স্ট্রাইক রেট নিয়ে অল্প বিস্তর প্রশ্ন থাকলেও, ৯ ম্যাচে ৪০৭ রানকে ছোট করা যাবে না কোনভাবেই। দল প্লে অফে উঠলে হয়তো তামিমও থাকতেন এই দৌড়ে।
- ঢাকার আসন গুলোতে বিএনপির মনোনয়ন দৌড়, সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পাকিস্তান শাহিন ও বাংলাদেশের ম্যাচ
- দারুন সুখবর : চালু হলো ১১টি পেশায় নতুন ভিসা
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- ৭২ ঘণ্টায় ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে ২০ জেলা
- অস্ট্রেলিয়ায় আজ মাঠে নামছে সোহানরা! খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- প্রবাসী শ্রমিকদের দারুন সুখবর দিলেন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- শিক্ষায় বড় পরিবর্তন, চালু হলো নতুন বিভাগ
- কবরে লাশের সঙ্গে ৬টি জীবন্ত সাপ! তৌসিফের ভিডিওতে ভয়ের ছড়াছড়ি
- এইমাত্র পাওয়া : চালু হলো ভিসা
- বাংলাদেশী প্রবাসীদের নিয়ে প্রশ্ন উঠলো মালয়েশিয়ার সংসদে
- সৌদিতে কড়া আইন : এবার প্রবাসী কর্মীরা পাবে মুক্তি
- চালু হচ্ছে অটোমেটেড ভূমি সেবা,দুর্নীতি ও ঝামেলার দিন শেষ
- ১৫ আগস্ট ২০২৫: আজকের সৌদি রিয়াল রেট
- কমলো স্বর্ণের দাম, আজ ১৫/৮/২০২৫ তারিখ, জেনেনিন আজকের দাম