| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আর পারলো না বাংলাদেশ,শেষ হয়ে গেলো স্বপ্ন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ৩০ ০৯:৪৬:০৭
আর পারলো না বাংলাদেশ,শেষ হয়ে গেলো স্বপ্ন

পূঁজি ছিল মাত্র ১১১ রানের। আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে এ আর তেমন কী রান! তবে জিততে না পারলেও এই অল্প পূঁজি নিয়েই ভারতীয়দের কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে রান উঠার আগেই ভারতীয় ওপেনার হারনুর সিংকে ফেরান তানজিম হাসান সাকিব।

রিপন মণ্ডল অল্প বিরতিতে আরও চার উইকেট তুলে নিয়ে ভারতীয়দের কাজটা কঠিন করে তুলেছিলেন। তবে অপর ওপেনার অঙ্কৃষ রাঘুবংশীর ৪৪ রানের দারুণ এক ইনিংস খেললে অল্প পূঁজি নিয়ে আর পেরে উঠেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত পাঁচ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

শনিবার (২৯ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বোলিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে হরনুর সিংকে (০) ফেরান সাকিব। তবে শেইখ রাশেদকে (২৬) সঙ্গে নিয়ে সেই ধাক্কা ভালোভাবেই কাটেয়ে উঠেন রাঘুবংশী। দ্বিতীয় উইকেটে ৭০ রান তোলেন দুজন। এরপর মাত্র ১২ রানের ব্যবধানে ভারতের তিন উইকেট তুলে নেন রিপন মণ্ডল।

কিন্তু অধিনায়ক জশ ঢোল একপ্রান্ত আগলে রাখলেন বলে রিপনের দারুণ বোলিংয়ে কাজ হয়নি। শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৭ রান তোলে ভারত। জয় শেষ পর্যন্ত ২৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। রাঘুবংশী ৪৪ রান করতে ৬৫ বল খেলে চার মেরেছেন ৭টি।

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৯ ওভার বোলিং করে ৩১ রান খরচায় নিয়েছেন চার উইকেট। সাকিব ৭ ওভারে ৩৪ রানে নিয়েছেন এক উইকেট।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসার রবি কুমারের বোলিংয়ের জবাবই দিতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ১৪ রানে বাংলাদেশের প্রথম তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখান রবি।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে উইকেটে পড়ে থাকতে চাইলেন আইচ মোল্লা। কিন্তু অন্যদের থেকে সহযোগিতা পাননি। আইচ মোল্লা একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে টপাটপ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪৮ বলে আইচ মোল্লা যখন ১৭ রান করে আউট হলেন বাংলাদেশের স্কোর তখন ৫৬/৭!

সেখান থেকে স্কোর একশ পেরুবে কে ভেবেছিল! আটে নেমে মেহেরব হোসেন ৩০ ও নয়ে নেমে আশিকুর জামান ১৬ রান করলেন বলেই এটা সম্ভব হলো। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করতে ৪৮ বল খেলে ৬টি চার মেরেছে মেহেরব। আশিকুর ২৯ বলে ১ চারে ১৬ রান করেন।

ভারতের পক্ষে রবি কুমার ১৪ রানে নিয়েছেন তিন উইকেট। ভিকি ওস্তোয়াল ২৫ রানে নিয়েছেন দুই উইকেট।

ক্রিকেট

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাইম শেখের আগ্রাসী শুরু, আফিফ ও সোহানের দারুণ জুটি এবং মাহফুজুর রহমান রাব্বির ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button