আইপিএল নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর

তবে আভাস পাওয়া গেছে, ২৭ মার্চ থেকেই শুরু হতে যাচ্ছে জমজমাট এ ক্রিকেট লিগ। আরেকটি সূত্র জানাচ্ছে, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে এবারের আইপিএলের সব ম্যাচ হতে পারে মুম্বাইয়ে। এর পেছনে যুক্তি হচ্ছে, ভারতের এই অঞ্চলটিতে কোভিড সংক্রমণ অনেক কম।
এ ছাড়া মুম্বাইতে আসরটি আয়োজন করা হলে একসঙ্গে তিন স্টেডিয়াম পাওয়া যাবে। যেটা ভারতের অন্য কোনো শহরে সম্ভব নয়। এ ছাড়া মুম্বাইয়ে প্রতিযোগিতাটি হলে দলগুলোকে বিমানে যাতায়াত করার ঝক্কি পোহাতে হবে না। ২০২০ সালে করোনার কারণে দুবাইয়ে হয়েছিল আইপিএল।
গেল বছর শুরুটা ভারতে হলেও মাঝপথে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ করে ফের শুরু করতে হয় দুবাইয়ে। এবার করোনার দাপট কম ছিল বলে ভারতেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার আগে ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখকে নিলামের জন্য নির্দিষ্ট করা হয়।
এবারের আসরের নিলামে রেকর্ড দাম পেতে পারেন পেসার কিংবা অলরাউন্ডারদের মধ্যে কেউ। কেননা আইপিএলের নিলামে গত দুটি আসরে পেসার এবং অলরাউন্ডাররা দাপট দেখিয়েছেন। ২০১৯ সালের আসরে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার হয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
তাকে ১৫.৫ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সবশেষ আসরে বেশি দামে বিক্রি হয়েছেন অলরাউন্ডার ক্রিস মরিস, ১৬.২৫ কোটি টাকা। একই আসরে দ্বিতীয় সর্বোচ্চ দাম হয়েছিল নিউজিল্যান্ডের পেসার কাইলে জেমিসনের।
গত দুটি আইপিএলের নিলাম অনুযায়ী বলা যায় এবার সবচেয়ে বেশি দাম পেলে পেতেও পারেন হার্শাল প্যাটেল। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছিলেন এই পেসার। নিলামের আগে টুর্নামেন্ট কর্তৃপক্ষ তিন জন করে দেশি খেলোয়াড় ধরে রাখার সুযোগ দিলেও বেঙ্গালুরু তাকে ছেড়ে দিয়েছে।
ফলে অন্য কোনো দল তাকে পেতে আগ্রহী হতেও পারে। দুই বা ততোধিক দল আগ্রহ দেখালে নিলামে ক্রমশ দাম বাড়তেই পারে তার। আইপিএলের গত আসরে দুর্দান্ত বোলিং করেছেন দিল্লি ক্যাপিটালসের পেসার আভেস খানও। তিনি শিকার করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ উইকেট।
বোলিংয়ে লাইন লেন্থে দারুণ সামঞ্জস্য তার। ফলে তার প্রতি কোনো দল আলাদা নজর রাখলে রাখতেও পারে, যেহেতু তাকে এবার দিল্লি ধরে রাখেনি। দলটির ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় আছেন রিশাভ পন্ত, পৃথ্বি শ, অক্ষর প্যাটেল ও এনরিচ নর্কিয়া।
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- আজকের সৌদি রিয়ালের রেট কত, জেনিন কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন
- নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ
- চরম দু:সংবাদ : শাহজালাল বিমানবন্দরের বাড়ছে দুর্ঘটনার শঙ্কা