| ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ঢাকার অধিনায়কত্ব পেয়ে নতুন করে যা বললেন : রিয়াদ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ২০ ১৫:১৩:৩২
ঢাকার অধিনায়কত্ব পেয়ে নতুন করে যা বললেন : রিয়াদ

টুর্নামেন্ট শুরুর আগে রিয়াদ জানালেন, অধিনায়কত্ব তাকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে। সুপারস্টারদের নিয়ে গড়া ঢাকাকে একাদশ গড়তে গেলেও উপেক্ষা করতে হবে অনেক তারকাকে। এত তারকাবহুল দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চাপ থাকে, চ্যালেঞ্জ থাকে।

দুই দিন আগে রিয়াদ জানিয়েছিলেন, বিপিএলের আগে কোনো চাপ অনুভব করছেন না। তবে চ্যালেঞ্জের কথা অস্বীকার করতে পারেননি এই তারকা অলরাউন্ডার। তিনি বলেন, ‘আগেও বলেছি, অধিনায়কের দায়িত্ব আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমাদের দলটা তারকাবহুল।

অনেক দায়িত্বও থাকবে। যখন খ্যাতি বেশি থাকে তখন তা প্রমাণেরও বিষয় থাকে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে। ইনশাআল্লাহ্‌ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।’ বিপিএলের আগে অনুশীলন সেশনগুলোতে রিয়াদকে দেখা গেছে মারকুটে ব্যাটিংয়ের ভঙ্গিমায়।

এ নিয়ে প্রশ্ন করতেই রসিক জবাব অধিনায়কের। তিনি বলেন, ‘কমবেশি সবাই বল বাইরে পাঠিয়েছে (হাসি)। মুশফিক, সাকিব, তামিম সবাই পাঠিয়েছে। তবে হ্যাঁ, যেহেতু ৫-৬ এ ব্যাট করতে হয় অনেক সময় রেঞ্জ হিটিংয়ের প্রয়োজন হয়, ওটাই প্র্যাকটিস করেছি।’

উদ্বোধনী দিনে ঢাকা তাদের প্রথম ম্যাচ খেলবে ফ্লাডলাইটের আলোয়। তাতে টস ও শিশিরের বড় ভূমিকা থাকার জোর সম্ভাবনা রয়েছে। রিয়াদও তা মানলেন, ‘টস সবসময়ই একটা ফ্যাক্টর, কারণ উইকেটের কন্ডিশন সবসময় মানিয়ে নিতে পারেন। কন্ডিশন মানিয়ে নিতে পারলে বোঝা যায় কীভাবে খেলতে হবে।

ভালো ক্রিকেট খেলা, ইতিবাচক থাকা জরুরী।’ তবে মিরপুরের উইকেট নিয়ে আগে থেকেই দুর্ভাবনায় ব্যস্ত থাকতে নারাজ ঢাকার দলপতি। তিনি বলেন, ‘ম্যাচ খেলার সময় মাথায় রাখতে হবে উইকেট ভালো হবে। আগে থেকেই যদি চিন্তা করেন উইকেট স্লো থাকবে,

আগে থেকেই তাহলে আপনি নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে ঢুকছেন। এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা আমি চাই না, এটা চিন্তাও করি না। সবসময় ইতিবাচকতা নিয়ে মাঠে ঢুকতে চাই। ভালো উইকেট না হলে মানিয়ে নিব ইনশাআল্লাহ্‌।’

ক্রিকেট

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট :ভালো ব্যাটিং শুরু করেও পড়েছে নতুন চাপে

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট :ভালো ব্যাটিং শুরু করেও পড়েছে নতুন চাপে

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের কেনিংটন ওভালে চলছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি

আগামী ৩ বছর যে দলের হয়ে খেলতে চান মেসি

নিজস্ব প্রতিবেদক: চল্লিশের কোঠা পেরিয়েও মাঠে রাজত্ব করতে প্রস্তুত ফুটবল ইতিহাসের এক বিস্ময়, লিওনেল মেসি। ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button