| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ভারতের ১৪৫ ক্রিকেট ইতিহাসে যা কখনও হয়নি সেই অঘটন ঘটলো আজ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ১৩ ২৩:০০:১৮
ভারতের ১৪৫ ক্রিকেট ইতিহাসে যা কখনও হয়নি সেই অঘটন ঘটলো আজ

অদ্ভুত এই পরিসংখ্যান তুলে ধরেন দক্ষিণ আফ্রিকা-ভারতের চলমান তৃতীয় টেস্টের ধারাভাষ্যকাররা। মার্কো জানসেন বুমরাহকে আউট করার পর ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯৮ রানে। তখনই তারা তুলে ধরেন, ঐতিহ্যবাহী টেস্ট সংস্করণে এই প্রথম কোনও দলের ২০টি উইকেটই পড়লো ক্যাচ আউটে।

সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া ভারতের সব ব্যাটার ক্যাচ দিয়ে ফেরেন। পন্থ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। এর আগে প্রথম ইনিংসে উমেশ যাদব ছাড়া ভারতের বাকি ব্যাটাররা ক্যাচ আউট হয়ে ফিরেছিলেন। এক টেস্টে একই দলের সবাই দুই ইনিংসেই ক্যাচ আউট হওয়ার ঘটনা এর আগে কখনো হয়নি।

তবে এর আগে একই টেস্টে দুই ইনিংসে সবাই ক্যাচ আউট হওয়ার ঘটনা আরও ৩ বার ঘটেছে। তবে সেগুলোর প্রতিটিতে দুটি ভিন্ন দলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল। ১৯৮৩ সালে ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে ভারতের সব ব্যাটার ক্যাচ আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজেরও সবাই কঅ্যাচ আউট হন। এরপর ৯ বছর পর ১৯৯২ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থ টেস্টেও একই ঘটনা ঘটে। এরও ১৮ বছর পর ২০১০ সালের অ্যাশেজেও দেখা যায় একই চিত্র।

এদিকে চলতি কেপটাউন টেস্টে পন্থের সেঞ্চুরিতে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে গুঁটিয়ে গেছে ভারত। ২১২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। এখনও জিততে হলে প্রোটিয়াদের ১৪৭ রান করতে হবে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৩ রান করেছিল কোহলিবাহিনী। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১০ তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ওভাল টেস্ট ঘিরে ভারতীয় শিবিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে পেস ...

ফুটবল

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক : উত্তর আমেরিকার দুই সেরা লিগ—মেজর লিগ সকার (MLS) এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button