| ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

আবারও দুর্দান্ত ব্যাটিং করে জাতীয় দলে ফেরার জোর দাবি জানিয়ে রাখলেন ইমরুল

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ১৩ ১৮:২১:০৮
আবারও দুর্দান্ত ব্যাটিং করে জাতীয় দলে ফেরার জোর দাবি জানিয়ে রাখলেন ইমরুল

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে বিসিবি উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের বোলারদের আক্রমণে ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে উত্তরাঞ্চল। রুবেল হোসেন প্রথম স্পেলে ৬ ওভারে ১টি মেডেনসহ ১৮ রান খরচ করে নাঈম ইসলামকে বোল্ড করেন। এছাড়া বাকি দুইটি উইকেট নেন স্পিনার নাঈম হাসান ও তানভীর ইসলাম।

এই ধাক্কা কাটিয়ে দলকে সামাল দেন মার্শাল আইয়ুব ও মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক মার্শালের সাথে জুটি গড়ার পথে অর্ধশতক হাঁকিয়েছেন রিয়াদ। ৭০ বলে ৫০ রান স্পর্শ করেন তিনি। রিয়াদের শতকের স্বপ্নভঙ্গ হয় রানআউট। রান নিতে গিয়ে একবার থেমে গিয়ে আবার সিদ্ধান্ত বদলে রান নিতে ছোটেন রিয়াদ ও মার্শাল। তখনই রানআউট হয়ে যান রিয়াদ। ৮৭ বলে করেন ৬৬ রান।

অর্ধশতক আসে মার্শালের ব্যাট থেকেও। তিনি ইনিংস বড় করতে ব্যর্থ হয়। ৫৪ রানে বিদায় নেন উত্তরাঞ্চলের অধিনায়ক। ৭৪টি বল খেলেন মার্শাল। তাকে সাজঘরের পথ দেখান তানভীর ইসলাম। এরপর টানা দুই ওভারে আরিফুল হক ও শামীম হোসেন পাটোয়ারীকে শিকার করেন নাঈম হাসান। পরের ওভারেই সানজামুল ইসলামকে রান আউট করেন নাইম। ১৮৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে উত্তরাঞ্চল।

নির্ধারিত ৫০ ওভারের ১ বল বাকি থাকতেই অল-আউট হয় উত্তরাঞ্চল। তাদের ইনিংসে ছিল তিনটি রানআউট। শামীম ৩০ বলে ১৯ রান করেন। ২৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন আমিনুল ইসলাম বিপ্লব। নাঈম বল হাতে নেন তিনটি উইকেট। দুইটি উইকেট পান তানভীর। রুবেল ৯ ওভারে ৩১ রান দিয়ে নেন একটি উইকেট।

জবাবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ও প্রীতম কুমার। রানের খাতা খোলার আগেই প্রীতমকে বোল্ড করেন শফিউল ইসলাম।

দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তামিম ও ইমরুল কায়েস। এই জুটি ভাঙেন রিয়াদ। রিয়াদের বল খেলতে পুরোপুরি পরাস্ত হন তামিম এবং ভেঙে যায় লেগ স্টাম্প। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৫ রান। তামিমের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা।

তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন ইমরুল ও আফিফ হোসেন ধ্রুব। ৪৭ বলে ২৬ রান করে আফিফ শিকার হন শফিকুল ইসলামের। ২৫ বলে ২৬ রানের ইনিংস খেলার ইমরুলের সাথে ৫৫ রানের জুটি গড়েন শাহাদাত হোসেন দীপু। সতীর্থরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন ইমরুল।

পূর্বাঞ্চলের অধিনায়ক ইমরুল টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকান। ৭১ রানে ইমরুলকে থামান রিয়াদ। ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়ার আগে ইমরুল খেলেন ৮১টি বল। তার ব্যাট থেকে আসে ৮টি চার। একই ওভারে নাদিফ চৌধুরীকেও শিকার করেন রিয়াদ।

ম্যাচ জমিয়ে তুলেও হেরে যায় উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলকে জিতিয়ে মাঠ ছাড়েন আলাউদ্দিন বাবু ও সোহরাওয়ার্দী শুভ। ১২.১ ওভার বাকি রেখেই ৪ উইকেটের জয় পায় পূর্বাঞ্চল। ৯.৫ ওভারে ৫৬ রানের বিনিময়ে উত্তরাঞ্চলের পক্ষে তিনটি উইকেট নেন রিয়াদ।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি উত্তরাঞ্চল ২১৬/১০ (৪৯.৫ ওভার)রিয়াদ ৬৬, মার্শাল ৫৪, বিপ্লব ২০*, শামীম ১৯;নাঈম ৩/৪৭, তানভীর ২/৩৪।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ২১৭/৬ (৩৭.৫ ওভার)ইমরুল ৭১, তামিম ৩৫, দীপু ২৬, আফিফ ২৬, বাবু ১৭*, শুভ ১৫*;রিয়াদ ৩/৫৬।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৪ উইকেটে জয়ী।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

টিভিতে আজকের খেলা (৩০ জুলাই ২০২৫)

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে টেস্ট ক্রিকেট ও টেনিসের জমজমাট লড়াই। বুলাওয়েতে ...

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ভরতের একাদশে বড় চমক : শেষ টেস্টে পেস আক্রমণে বড় পরিবর্তন

ওভাল টেস্ট ঘিরে ভারতীয় শিবিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে পেস ...

ফুটবল

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

লিগস কাপ ২০২৫: বিশ্বজয়ীদের ছড়াছড়ি, নেতৃত্বে আছেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক : উত্তর আমেরিকার দুই সেরা লিগ—মেজর লিগ সকার (MLS) এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর ...

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

লিগস কাপ: সান ডিয়াগোর বিপক্ষে পাচুকার নিশ্চিত একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর ঘরোয়া ফুটবলের শক্তিশালী দল পাচুকা চলতি লিগস কাপ ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। ...

Scroll to top

রে
Close button