ক্ষুদে স্পিন জাদুকর সাদিদকে নিয়ে আগামীর স্বপ্ন

শুধু জেলা প্রশাসকই নয়, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বিসিবির পরিচালক আলমগীর খান আলোও এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা বলেন, ‘আমার হয়তো এক সময়ে এই পদে থাকব না। যারা আসবেন তাদের উচিত সাদিদের মতো প্রতিভানকে আগলে রাখা।
তাই এখনকার সময়ে বল হাতে ছোট্ট সাদিদের জাদু বড় হয়েও যেন ও ধরে রাখতে পারে তার ব্যবস্থা আমাদেরই করতে হবে। তাই সাদিদের জন্য ওর পরিবারকে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।’
গেল অক্টোবর মাসে বরিশালের ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও ৬ বছর বয়সী সাদিদের বল হাতে লেগস্পিনের অ্যাকশনের বেশ কয়েকটি দৃশ্য মোবাইলের ক্যামেরা বন্দি করে ফেসবুকে আপলোড করেন তার মামা সিরাজুল ইসলাম।
এমন ভিডিও দেখে মুগ্ধ হয়ে ব্যাটিং কিংবদন্তি শচীন সাদিদের ভিডিওটি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে কমেন্ট করে বর্তমান ক্রিকেটের সফলতম লেগস্পিনার রশিদও প্রশংসা করেছেন। তারপর যোগ দেন ওয়ার্ন। নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেন তিনি।
ক্রিকেট শেখার জগতে বিশ্বসেরা এই খেলোয়াড়দের এমন প্রশংসা দ্রুত ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। ক্ষুদে এই প্রতিভাবান সাদিদকে খুঁজতে শুরু করে বরিশালবাসী। সাদিদের বাবা নেই। তার মা একজন গৃহিনী। নানাবাড়িতে মামাদের কাছেই থাকে সাদিদ। সাদিদকে দেখভাল করে ওর মামা সিরাজুল। তিনি প্রায় প্রতিদিনই ভাগ্নেকে নিয়ে তাদের বাড়ির সামনে অনুশীলন করেন।
এ বিষয়ে কথা হয় সিরাজুলের সঙ্গে, তিনি বলেন, ‘আরো দুই বছর আগে থেকেই সাদিদ ব্যাট বল নিয়ে খেলাধুলা করে আসছে। সে ক্রিকেটের প্রতি আগ্রহী। সবসময় বিশ্বসেরা সাকিবকে নিয়ে তার ভাবনা। এমনকি খাবার ও রাতে ঘুমানোর সময়ে তাকে সাকিবের গল্প বানিয়ে বানিয়ে বলতে হতো।
একদিন হাসি ঠাট্টার ছলে তার সঙ্গে অনুশীলনে বের হয়ে দেখতে পারি সে লেগস্পিন বল বেশ ভালোই করে। এভাবে দেখতে দেখতে কোনো কিছু না ভেবে লেগস্পিনের অ্যাকশনের বেশ কয়েকটি দৃশ্য মোবাইলের ক্যামেরা বন্দি করে ফেসবুকে আপলোড করি। কয়েক দিনের মধ্যেই সেটি দেশ বিদেশে ভাইরাল হয়।’
সাদিদের মামা আরো বলেন, ‘সাদিদকে ইতোমধ্যে বরিশালের ৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বেশ কিছু খেলার উপকরণ উপহার দিয়েছেন। বিশেষ করে আমাদের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারও বেশ কিছু খেলার উপকরণ বিতরণ করে আগামীতে সাদিদের খেলায় উন্নতি করার সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বরিশালের কৃতি সন্তান ও বিসিবির পরিচালক আলমগীর খান আলো ভাই এ বিষয়ে একই আশ্বাস দিয়েছেন। সাদিদ এখন অনেক ছোট। আর বছর কয়েক গেলে ওকে অনুশীলনের জন্য বিকেএসপি কিংবা বরিশালের কোনো কোচের কাছে নিয়ে যাওয়া হবে। আপাতত ওর পাওয়া ক্রীড়া উপকরণ দিয়ে বাড়িতেই অনুশীলন করানো হচ্ছে।’
- শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে
- প্রবাসে চাচা, দেশে চাচির সঙ্গে উধাও ভাতিজা! কক্সবাজারে চাঞ্চল্যকর পরকীয়ার ঘটনা
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, প্রবাসী শ্রমিক নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- আজকের সৌদি রিয়াল রেট (২৬ জুলাই ২০২৫)
- SSC ও HSC পরিক্ষার খাতা দেখায় কারচুপি, কঠিন সিদ্ধান্ত নিলো শিক্ষাবোর্ড
- শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা
- প্রবাসীরা সাবধান : অভিবাসন শর্ত না মানায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত
- মাত্র ১০ হাজার টাকায় Redmi নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন, এত ফিচার দেখে সবাই অবাক
- সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন প্রবাসী বাংলাদেশী
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে আসবে ও কলেজে ভর্তি আবেদন করবেন যেভাবে
- কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, এবার যা বলল ভারতীয় দূতাবাস
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার — দেখেনিন বিস্তারিত তালিকা ও নির্দেশনা
- হাইওয়েতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল বিমান, পাইলটসহ নিহত ২, ভাইরাল হলো ভিডিও
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৫ জুলাই ২০২৫)
- দুর্ঘটনার পরই ১১২ পাইলট অসুস্থ! রহস্যে ঘেরা বোয়িং ট্র্যাজেডি, বাড়ছে উদ্বেগ