বাংলাদেশের এমন ব্যাটিংয়ের বিপর্যয়ে বিস্ফোরক মন্তব্য করলেন খালেদ মাহমুদ সুজন

শেরেবাংলা স্টেডিয়ামে আজ চতুর্থ দিনের খেলা শেষে মাহমুদ তাই সরাসরি কথা বলতে পারলেন সংবাদকর্মীদের সঙ্গে। তবে ঠান্ডা লাগায় ভাঙা গলায় ব্যাটিং বিপর্যয় নিয়ে খালেদ মাহমুদের বলা কথাগুলো শুনে যে কারও মনে হতে পারে, জাতীয় দলের সঙ্গে বুঝি টিম ম্যানেজমেন্টের কোনো যোগাযোগই নেই! টিম ডিরেক্টর নিজেই বলছেন, এত বাজে ব্যাটিংয়ের কোনো কারণ জানা নেই তাঁর।
পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণার পর আজ চতুর্থ দিনে বাকি দেড় সেশনের পুরো সময় ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। আলোর স্বল্পতায় আনুমানিক ৫০ ওভার ব্যাটিং করার চ্যালেঞ্জ কমে নেমে আসে ২৬ ওভারে।
এর মধ্যেই ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ। স্কোরবোর্ডের চেয়েও দৃষ্টিকটু লাগবে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন। মনে হচ্ছিল, এটা বুঝি ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি ম্যাচ, হাতে এতটুকু সময় নেই!
সাধারণত দল মাঠে কেমন খেলবে, কৌশল কেমন হবে—এসব বিষয় জানা থাকে টিম ম্যানেজমেন্টের। দলের সঙ্গে না থাকলেও খালেদ মাহমুদ তো এই ম্যানেজমেন্টেরই অংশ। কিন্তু বাংলাদেশ আজ যেভাবে ব্যাট করেছে, সে সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে সাবেক এই ক্রিকেটারের মুখ থেকে জানি না কথাটাই বেশি উচ্চারিত হয়েছে।
সংবাদকর্মীদের খালেদ মাহমুদ বলেন, আমি ওপর থেকে খেলা দেখেছি। কেন এমন হলো জানি না। অধৈর্য ব্যাপারটা ছিল, টেস্ট ব্যাটিং বলতে যা বোঝায় সে রকম তো ব্যাটিং করিনি আমরা। কেন এ ব্যাপারটা হচ্ছে, সেটা চিন্তার বিষয়। অর্থাৎ ব্যাটসম্যানদের বাইশ গজে আত্মহত্যার ব্যাখ্যা নেই টিম ডিরেক্টরের কাছে!
পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান এর আগে মাত্র ৩ টেস্ট খেলেছেন। শুধু তাঁকেই আজ ৬ উইকেট দিয়েছে বাংলাদেশ দল। ম্যাচের পরিস্থিতির সঙ্গে একদমই বেমানান (ইনিংসের তখন মাত্র ১০.১ ওভার এবং দুই ওপেনারও আউট) সময়ে অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন স্বয়ং অধিনায়ক মুমিনুল হক। ভাবা যায়! টেস্টে বাংলাদেশের ব্যাটিং অবশ্য সব সময় ভাবনা ভেঙেচুরে নতুন সব চমক উপহার দেয়!
অভিষিক্ত মাহমুদুল ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন। সাদমান বাড়তি বাউন্স পাওয়া বল অযথাই কাট করতে গিয়ে ক্যাচ তুলেছেন। সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম পর্যন্ত স্লগ সুইপ খেলার লোভ সংবরণ করতে না পেরে আত্মহত্যা করলেন! অথচ টিম ম্যানেজমেন্ট থেকেই বলা হয় স্পিনটাই ভালো খেলে বাংলাদেশ।
উইকেটে স্পিন হচ্ছিল এবং ওরা ভালো স্পিনও করেছে। কিন্তু ভালো স্পিন খেলার সামর্থ্য তো আমাদের আছে। হয়নি কেন, বা এত তাড়াহুড়ো কেন, সেটা জানি না।
আমরা তো জানি যে আজ সারা দিন ব্যাটিং করার কথা ছিল, কালকের দিনে টেস্ট শেষ হবে। চারটা-সাড়ে চারটা সেশন হয়তোবা, বলেন বাংলাদেশ দলের এই টিম ডিরেক্টর। অবাক করা বিষয়, ৩২ বলে ২৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করা সাকিব আল হাসানও অস্থিরচিত্তে ব্যাট করেছেন। অযথাই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলার চেষ্টা করেন।
টেস্টে, তা–ও দলের সঙিন অবস্থায় এমন চেষ্টা কতটুকু যুক্তিসংগত? খালেদ মাহমুদের কাছে নিশ্চয়ই এটারও ব্যাখ্যা নেই!
- মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: বিধ্বস্ত ভবনে শিক্ষার্থীর সংখ্যা জানালো শিক্ষকরা
- বড় সুখবর: বাংলাদেশকে চিঠি পাঠালো ভারত, যা লেখা আছে সেই চিঠিতে
- আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চমক দেখালেন টাইগাররা
- নতুন ঘোষণা দিলো আরব সৌদি
- চরম দু:সংবাদ : দুবাইয়ে আজীবনের জন্য ভিসা বাতিল ও ৫ প্রবাসীর জেল, প্রবাসীদের জন্য সতর্কবার্তা
- পকিস্থানের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ ও সময়সূচি ঘোষণা
- ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : অনেক বড় সিদ্ধান্ত নিলেন জেমস
- মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : লাশের সংখ্যা নিয়ে সমালোচনার জন্ম দিলেন অভিনেত্রী তিশা
- আবারও ভিসা চালু করল ভারত
- ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর
- ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা
- আবারও বেড়ে গেলো সোনার দাম : জেনেনিন আজকের ২২,২১ ও ১৮ ক্যারেট সোনা ও রুপার দাম
- বেড়ে গেলো নিহতের সংখ্যা : মারা গেলেন একই পরিবারের সাতজনই
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট: টাকা পাঠানোর আগে জেনেনিন
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৩ জুলাই ২০২৫)