কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতকে ১৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ান বাংলাদেশ

বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছিল ৪২ ওভারে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বৈধ ডেলিভারিতেই ফেরেন মাহফিজুল ইসলাম। ইফতেখার হোসেন ও প্রান্তিক নওরোজের জুটি সে চাপ একটু সামাল দিলেও দুজন সেভাবে বড় করতে পারেননি ইনিংস। ইফতেখার ফেরেন ৩৫ বলে ১৭ রান করে, শেষ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা প্রান্তিক ২৫ বলে খেলেন ২৮ রানের ইনিংস।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে এরপর টেনেছেন আইচ মোল্লা। চার নম্বরে ব্যাটিং করতে নেমে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। এর আগে খেলেছেন ৯১ বলে ৯৩ রানের ইনিংস, যেটিতে ১০টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছয়। মাঝে ২১ রানের ব্যবধানে ৪ উইকেট হারালেও আইচের সঙ্গে অষ্টম উইকেটে আশিকুর জামানের জুটিতে ওঠে ৯৪ রান। ৫৮ বলে ৫০ রানের ইনিংসে আশিকুর মারেন ৫টি চার ও ২টি ছয়।
২ বল বাকি থাকতেই শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এর আগে শেষ ১১ বলে ওঠে ২৫ রান। ভারত অনূর্ধ্ব-১৯ দলের ধানুশ গৌড় নেন ৩ উইকেট, তবে ৭.৪ ওভারেই ৬২ রান খরচ করতে হয় তাঁকে। ২টি করে উইকেট নিয়েছেন রবি কুমার, অউম কানাবার ও শ্বাশ্বত দঙ্গল।
রান তাড়ায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল চাপে পড়ে শুরু থেকেই। ৬ ওভারের মাঝেই ৫ রান তুলতে ৩ উইকেট, ১০ ওভারের আগেই ১৫ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। পঞ্চম উইকেটে উদয় শরন ও কৌশল তাম্বে যোগ করেছিলেন ৩৩ রান, তবে সে পর্যন্তই। ৫ রান তুলতেই শেষ ৬ উইকেট হারিয়ে ২১.৩ ওভারেই গুটিয়ে যায় তারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার নাইমুর রহমান ৪ উইকেট নেন ১৬ রানে। ২টি করে উইকেট নিয়েছেন ডানহাতি পেসার আশিকুর জামান ও অফ স্পিনার মেহেরব হাসান। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তানজিম হাসান নিয়েছেন ১ উইকেট, তবে ৫ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান, করেছেন দুটি মেডেন।
- নুরুল হকের দেহ পুড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যা বললো অন্তর্বর্তী সরকার
- বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচ: সময়সূচি, সম্ভাব্য একাদশ ও লাইভ দেখার উপায়
- ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল আরও তিন দল, জানুন ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান
- ওয়ানডে দুনিয়ায় নতুন রেকর্ড: প্রথম পাঁচ ম্যাচেই রেকর্ড
- দেশে প্রথমবার পাসপোর্ট সেবায় বড় পরিবর্তন
- শবনম ফারিয়ার পোস্টে যে কমেন্ট করলেন সারজিস আলম
- নেপালের বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে একটু পরেই মাঠে নামছে বাংলাদেশ
- আগামীকাল বাংলাদেশ বনাম নেপাল: সময়সূচি, দল ও লাইভ দেখার সব তথ্য
- হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা
- তবে কি বিশ্বকাপে খেলবেন মেসি, যা বললেন তিনি নিজেই
- রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুর, চাঞ্চল্য ছড়াল
- হাতে-পায়ে প্লাস্টার, তবুও হাসপাতালেই বেডেই হলো আনন্দের বিয়ে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ
- আগামীকাল সরকারি ছুটি: বন্ধ থাকবে যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান
- বিসিবি সভাপতি হলে সাকিবকে নিয়ে যা করবেন তামিম, আগেই জানিয়ে দিলেন তিনি