মেসিকে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন লেভান্ডভস্কি

তবে আলোচনায় এসেছে তার পরের মন্তব্যটা। যেখানে তিনি জানান মেসির বক্তব্যটা আরেকটু আন্তরিক হলেই খুশি হতেন। সেখানে তার কথাকে ফাঁকা বুলি মনে হয়েছে, এমন ইঙ্গিতও দিয়েছেন পোলিশ এই স্ট্রাইকার।
২০২০-২১ মৌসুমে লেভান্ডভস্কি সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪০ ম্যাচ, করেছেন ৪৮ গোল, করিয়েছেন আরও ৯ গোল। দল বায়ার্ন মিউনিখকে এনে দিয়েছেন বুন্ডেসলিগা, জার্মান সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল।
ইউরোয় অবশ্য পোল্যান্ডের হয়ে পারফর্ম করতে পারেননি তিনি। সার্বিক দিক বিচারে এই পুরস্কার দেওয়া হয় বলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সমানভাবে পারফর্ম করা মেসির হাতেই উঠেছে এবারের পুরস্কার। তবে তাই বলে লেভার আগুনে ফর্ম তো আর মিথ্যে হয়ে যায় না! এমন ছন্দে থাকার পরও জেতেননি ব্যালন ডি’অর। তাই স্বাভাবিকভাবেই হতাশা, দুঃখ ঘিরে ধরেছে বায়ার্ন ফরোয়ার্ডকে।
সম্প্রতি পোলিশ সংবাদ মাধ্যম কানালে স্পোর্টোভিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উগরেও দিয়েছেন সেটা। বলেছেন, ‘আমাকে দুঃখ ছুঁয়ে গিয়েছিল, একে অস্বীকার করার সুযোগ নেই আমার।’
তিনি আরও যোগ করেন, মেসির সঙ্গে লড়াই করার বিষয়টাই তার মাহাত্ম্য তুলে ধরে। বলেন, ‘আমি বলতে পারিনা আমি খুশি। বরং উল্টোটাই বলবো আমি। আমি দুঃখ পেয়েছি। মেসিকে আমি সম্মান করি, যেভাবে তিনি খেলেন, যা তিনি অর্জন করেছেন, তাতে তার তা প্রাপ্য। তার সঙ্গে আমি লড়াই করেছি, এটা দেখায় যে আমি কোন পর্যায়ে পৌঁছে গেছি।’
তবে এরপরই তিনি রীতিমতো বোমাই ফাটিয়েছেন। মেসির মন্তব্যের প্রত্যুত্তর দিয়েছেন তীর্যক ভাষায়। আর্জেন্টাইন মহাতারকা রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতার পর বলেছিলেন, ‘তোমার সঙ্গে লড়াই করতে পারাটা সম্মানের, রবার্ট। ২০২০ সালের ব্যালন ডি’অরটা তোমারই পাওনা ছিল।’
মেসির এই কথাটাকেই ফাঁপা, মেকি বলে মনে হচ্ছে লেভান্ডভস্কির। তিনি সরাসরিই বলে দিয়েছেন, ‘২০২০ সালের পুরস্কারটা জেতার জন্য আমার কোনো আগ্রহই নেই। একজন মহান খেলোয়াড়ের কাছ থেকে বক্তব্যটা (মেসির ব্যালন ডি’অরের বক্তব্য) ফাঁকা বুলি না হয়ে, আরেকটু আন্তরিক, ও বিনয়ী হলেই বেশি পছন্দ করতাম।’
- নুরুল হকের দেহ পুড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যা বললো অন্তর্বর্তী সরকার
- বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচ: সময়সূচি, সম্ভাব্য একাদশ ও লাইভ দেখার উপায়
- ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল আরও তিন দল, জানুন ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান
- ওয়ানডে দুনিয়ায় নতুন রেকর্ড: প্রথম পাঁচ ম্যাচেই রেকর্ড
- দেশে প্রথমবার পাসপোর্ট সেবায় বড় পরিবর্তন
- শবনম ফারিয়ার পোস্টে যে কমেন্ট করলেন সারজিস আলম
- নেপালের বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে একটু পরেই মাঠে নামছে বাংলাদেশ
- আগামীকাল বাংলাদেশ বনাম নেপাল: সময়সূচি, দল ও লাইভ দেখার সব তথ্য
- হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা
- তবে কি বিশ্বকাপে খেলবেন মেসি, যা বললেন তিনি নিজেই
- রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুর, চাঞ্চল্য ছড়াল
- হাতে-পায়ে প্লাস্টার, তবুও হাসপাতালেই বেডেই হলো আনন্দের বিয়ে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ
- আগামীকাল সরকারি ছুটি: বন্ধ থাকবে যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান
- বিসিবি সভাপতি হলে সাকিবকে নিয়ে যা করবেন তামিম, আগেই জানিয়ে দিলেন তিনি