| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অল্পের জন্য এক ইনিংসে ১০ উইকেট হাত ছাড়া

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ ডিসেম্বর ০৫ ১৯:৫৪:৫৬
অল্পের জন্য এক ইনিংসে ১০ উইকেট হাত ছাড়া

মাত্র তৃতীয় বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেটের সবকটি নেওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের ৩৪ বছর বয়সি বাঁ-হাতি স্পিনার। তার আগে এই কীর্তি ছিল শুধু ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের।

তবে অল্পের জন্য এক ইনিংসে ১০ উইকেটের অবিস্মরণীয় কীর্তি গড়তে পারেননি বেশ কয়েকজন বোলার। ক্রিকেট ইতিহাসে এই ঘটনা ঘটেছে ১৭বার, এই কৃতিত্ব রয়েছে ১৬ জনের।

এর মধ্যে শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরন দুবার ৯ উইকেটে থেমে গিয়েছেন। ৯ উইকেট শিকারি বোলারদের তালিকায় রয়েছেন তিনজন ভারতীয় ও দুই পাকিস্তানি।

ভারতীয়রা হলেন – জসুভাই প্যাটেল, কপিল দেব ও সুভাষ গুপ্ত। পাকিস্তানি দুই বোলার হলেন – আব্দুল কাদির, সরফরাজ নওয়াজ।

এছাড়াও এই হতাভাগাদের তালিকায় রয়েছেন শ্রীলংকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্টে ইন্ডিজের বোলার রয়েছেন।

দেখে নেওয়া যাক ৯ উইকেটশিকারিদের তালিকা –

* ১৮৯৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ রানে ৯ উইকেট দখল করেন ইংল্যান্ডের পেসার জর্জ লোমান।

* ১৯৫৬ সালে ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেন লেকার, সেই টেস্টের অপর ইনিংসে এই ব্রিটিশ স্পিনার নিয়েছিলেন ৩৭ রানে ৯ উইকেট।

* ২০০২ সালে ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫১ রানে ৯ উইকেট দখল করেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরন। ১৯৯৮ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ফের ৯ উইকেট শিকার করেন তিনি, সেবার ৬৫ রান দেন তিনি।

* ১৯৮৫ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ রানে ৯ উইকেট দখল করেন কিউই অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি।

* ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে ৯ উইকেট দখল করেন পাক স্পিনার কাদির।

* ১৯৯৪ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭ রানে ৯ উইকেট নেন ইংল্যান্ডের পেসার ডেভন ম্যালকম।

* ১৯৫৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানে ৯ উইকেট শিকার করেন ভারতীয় স্পিনার জসুভাই প্যাটেল।

* ১৯৮৩ সালে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৩ রানে ৯ উইকেট ঝুলিতে জমা করেন ভারতের কিংবদন্তি তারকা কপিল দেব।

* ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে ৯ উইকেট শিকার করেন পাক তারকা সরফরাজ নওয়াজ।

* ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে ৯৫ রানে ৯ উইকেট শিকার করেন ক্যারিবীয় স্পিনার জ্যাক নরেইগা।

* ১৯৫৮ সালে কানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০২ রানে ৯ উইকেট নেন ভারতীয় স্পিনার সুভাষ গুপ্ত।

* ১৯১৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রানের খরচায় ৯ উইকেট পান ইংল্যান্ডের পেসার সিডনি বার্নস।

* ১৯৫৭ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে ১১৩ রান দিয়ে ৯ উইকেট দখল করেন দক্ষিণ আফ্রিকার স্পিনার হিউজ টাইফিল্ড।

* ১৯২১ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানে ৯ উইকেট নেন অজি স্পিনার আর্থার মেইলি।

* ২০১৪ সালে কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ১২৭ রানের খরচায় ৯ উইকেট পকেটে পোরেন শ্রীলংকার স্পিনার রঙ্গনা হেরাথ।

* ২০১৮ সালে কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে ১২৯ রান দিয়ে ৯ উইকেট শিকার প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

চলছে ভারত ও ইংল্যান্ড ম্যাচ : দুর্দান্ত সূচনা ভারতের,দেখেনিন সর্বশেষ স্কোর

চলছে ভারত ও ইংল্যান্ড ম্যাচ : দুর্দান্ত সূচনা ভারতের,দেখেনিন সর্বশেষ স্কোর

নিজস্ব প্রতিবেদক : ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড বনাম ভারতের চতুর্থ টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েও ...

পরপর ২ উইকেট হারালো ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

পরপর ২ উইকেট হারালো ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর

নিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দারুণ সূচনা করেছে ...

ফুটবল

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা

ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ। কে পাচ্ছেন ...

রোনালদোকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির মন্তব্য নিয়ে আলোচনার ঝড়

রোনালদোকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তির মন্তব্য নিয়ে আলোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক : ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদ ছিল ‘একটি ভুল সিদ্ধান্ত’—এমনটাই দাবি করেছেন ...

Scroll to top

রে
Close button